Birbhum News : পাচ্ছেন না জমির ন্যায্য দাম, তীর ধনুক নিয়ে আদিবাসীদের বিক্ষোভ বোলপুরে – bolpur tribal farmers protest for not get proper amount of land


West Bengal News : ফের একবার জমি আন্দোলন দেখল বীরভূম জেলা। তবে এবার শিল্পের জন্য জমি নেওয়ার বিরুদ্ধে আন্দোলন নয়। জমি দিয়েও ন্যায্য দাম না পাওয়ার অভিযোগে ক্ষোভ। যার জেরেই তীর ধনুক নিয়ে রাস্তায় আন্দোলনে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করলেন আদিবাসীদের একাংশ।

ঘটনাটি ঘটেছে বীরভূম জেলার বোলপুর এলাকায়। সূত্র মারফত জানা গিয়েছে, বোলপুরের শিবপুর মৌজায় অবস্থিত ইন্ডিয়ান অয়েলের পাইপলাইন বসানোর ক্ষেত্রে চাষিদেরকে বঞ্চিত করার অভিযোগ উঠেছে। চাষিরা তাদের জমির ন্যায্য দাম পাচ্ছেন না, এমনই দাবি করা হয়েছে।

Durgapur News : পাইপ লাইনের কাজে নিয়োজিত কোম্পানির কর্মীদের সঙ্গে বচসা! গলসিতে বিক্ষোভে গ্রামবাসী
সেই দাবি তুলে এদিন মঙ্গলবার এলাকায় পাইপলাইন বসানোর কাজ বন্ধ করে দেওয়া হয়। পাশাপাশি ইন্ডিয়ান অয়েলের অফিসের সামনে ব্যাপক বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় জমি দাতারা। সেই খবর পেয়ে এলাকায় এসে পৌঁছয় বোলপুর থানার পুলিশ।

তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। আদিবাসী চাষিদের সঙ্গে কথাও বলে পুলিশ। যদিও চাষিরা তাদের দাবিতে অনড় থাকেন। তাঁদের অভিযোগ, জমির দাম দেওয়ার ক্ষেত্রে কোনোরকম কাগজ বা নোটিশ দেওয়া হয়নি জমি দাতাদের। যাকে যেমন খুশি তেমন দাম দেওয়া হয়েছে।

Amartya Sen: ‘১৫ দিনে বাড়ি ছাড়ুন, নইলে …’, নোটিশে অমর্ত্য সেনকে হুঁশিয়ারি বিশ্বভারতীর
পাশাপাশি জমির তলায় পাইপ বসানোর পর সেই জমি সমান করা হয়নি। তার ফলে দীর্ঘদিন ধরে সেই জমিতে চাষ করতে পারছেন না কৃষকরা। তাই জমির ন্যায্য দাম দিতে হবে ও যে জমিতে পাইপলাইন গিয়েছে সেই জমি আগের মতো সমতল করে দিতে হবে সেইদাবিতে এদিন বিক্ষোভ দেখানো হয়

বিক্ষোভরত এক চাষি এই বিষয়ে অভিযোগ করে জানান, “আমাদের সঙ্গে ইন্ডিয়ান অয়েল কর্তৃপক্ষ বা কোম্পানির আধিকারিকরা কোনোরকম আলোচনা করেননি। আমরা জানি এই সমস্ত জমি অধিগ্রহনের ক্ষেত্রে সব জমিদাতারা সমান ভাগে টাকা পেয়ে থাকেন। কিন্তু এখানে সেই নিয়ম মানা হয়নি। কেউ বেশি টাকা পেয়েছেন তো কেউ কম বা বলতে গেলে যৎসামান্য। তাই আমাদের দাবি সবাইকে সমান টাকা দিতে হবে। সেই জন্যই আমাদের আজকের আন্দোলন।”

Malda News : কালিয়াগঞ্জের রেশ কাটতে না কাটতেই মালদার কালিয়াচকে উদ্ধার নাবালিকার দেহ, জোর রহস্য
আরও এক চাষি বলেন, “জমি দিয়েছিলাম। কিন্তু পাইপলাইন যাওয়ার পরে সমান করা হয়নি জমি। ফলে আমি আর চাষ করতে পারছি না। এভাবে তো বেশিদিন চলতে পারে না। আমি জানিয়েছি জমি আবার আগের জায়গায় ফিরিয়ে দিতে হবে।” অন্যদিকে এই বিষয়ে ইন্ডিয়ান অয়েল কর্তৃপক্ষ সংবাদ মাধ্যমের সঙ্গে কোনও কথা বলতে চাননি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *