CPIM : ২০১৭-র পর থেকে থমকে ভোট, দ্রুত পুর নির্বাচনের দাবিতে রাজ্য নির্বাচন কমিশনের দ্বারস্থ দুর্গাপুরের বামেরা – cpim of durgapur have approached the state election commission demanding speedy municipal elections


Durgapur News : দ্রুত এবং সুষ্ঠু পুর নির্বাচনের দাবিতে ৫০ হাজার শহরবাসীর স্বাক্ষর নিয়ে রাজ্য নির্বাচন কমিশনের দ্বারস্থ বামেরা। দীর্ঘদিন প্রশাসক মণ্ডলীর দ্বারা দুর্গাপুর পুরসভা চালানো হচ্ছে, সেই কারণে দ্রুত নির্বাচন করানোর আর্জি জানানো হয় নির্বাচন কমিশনের কাছে।

CPIM Leader Mohammed Salim : ‘চ্যালেঞ্জ নিচ্ছি…পঞ্চায়েতের তারিখ দাও…’, শাসকদলকে কড়া বার্তা সেলিমের
প্রসঙ্গত, ২০২২ সালের ৫ সেপ্টেম্বর দুর্গাপুর নগর নিগমের মেয়াদকাল শেষ হয়েছে। রাজ্য সরকার দ্রুত নির্বাচনের পথে না গিয়ে কার্যত ৫ জনের একটি প্রশাসক বোর্ডের মাধ্যমে নগর নিগম চালাচ্ছে। এতে নগরবাসী অনেক পরিষেবা থেকে বঞ্চিত বলে দাবি সিপিএমের।

Durgapur News : ভরদুপুরে দোকান মালিককে মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে দুঃসাহসিক ডাকাতি অণ্ডালে, লুট ৭ লাখ
সে কারণে, সিপিএমের পক্ষ থেকে দুর্গাপুরের সাধারণ বাসিন্দাদের কাছ থেকে গণস্বাক্ষর সংগ্রহ করা হয়। সোমবার সেই গণস্বাক্ষর সম্বলিত পত্র রাজ্য নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়া হয়। বামেদের দাবি, দুর্গাপুরের সর্বত্র আমজনতার মধ্যে আলোচনা একটাই ভোট দ্রুত হোক। সর্বস্তরের মানুষই দ্রুত নির্বাচনের ব্যাপারে আগ্রহী বলে দাবি তাঁদের।

Durgapur News : অণ্ডালের খনি অঞ্চলের বিস্তীর্ণ অংশে ফাটল, ধসের আতঙ্কে এলাকা ছাড়ছেন বাসিন্দারা
সিপিএমের রাজ্য নেতা পলাশ ঘোষ, দুর্গাপুরের নেতা বিপ্রেন্দু চক্রবর্তী, পঙ্কজ রায় সরকাররা জানান, আমাদের দাবি মেনে রাজ্য নির্বাচন কমিশন বলেছে তাঁরা দ্রুত ভোটের জন্য রাজ্য সরকারের কাছে আবেদন করবেন। সিপিআইএমের দাবি, গতবারের নির্বাচনে প্রচুর বহিরাগতদের এলাকায় ঢোকানো হয়েছিল। অনেকাংশেই ভোট লুট করা হয়েছিল। তার যাতে পুনরাবৃত্তি না হয়, সে ব্যাপারেও কমিশনের কাছে আর্জি জানানো হয়েছে।

Durgapur News : অত্যাধুনিক ঝাঁ চকচকে কমিউনিটি সেন্টার পেতে চলেছে পাণ্ডবেশ্বর, উদ্বোধনে সাংসদ শত্রুঘ্ন
সিপিআইএমের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য পলাশ দাস জানান, সেই ২০১৭ সালের ভোটের সময়ে তৃণমূলের জেলা সভাপতি ছিলেন জিতেন্দ্র তিওয়ারি, এখন তিনি বিজেপিতে। কিন্তু শাসকদলের মনোভাবের পরিবর্তন হয়নি। তাই অবাধ ও দ্রুত নির্বাচনের ব্যাপারে কমিশনের কাছে আবেদন জানানো হয়েছে।

প্রসঙ্গত, সর্বশেষ ২০১৭ সালে ভোট হয়েছিল দুর্গাপুর পুরসভায়। সে বার ৪৩টি আসনই দখল করে তৃণমূল। দুর্গাপুর পুরসভার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর দুর্গাপুর পুরসভায় প্রশাসক মণ্ডলীর চেয়ারপার্সন হন মেয়রের দায়িত্ব পালন করা অনিন্দিতা মুখোপাধ্যায়। ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পান অমিতাভ বন্দোপাধ্যায়।

হলদিয়া পুর নির্বাচনে কারা পাবেন টিকিট? জানালেন অভিষেক

প্রশাসক মণ্ডলী গঠনের পরেই সমালোচনা শুরু করেন বিরোধীরা। ভোট না করিয়ে বোর্ড কেন? প্রশ্ন তোলে সব শিবিরই। মানুষের রায় নিতে ভয় পাচ্ছে তৃণমূল, সে কারণেই ভোট করানো হচ্ছে না বলে বিরোধীদের তরফে দাবি করা হয়। এতদিন প্রশাসক মণ্ডলী দিয়ে পুরসভা চালানোর ফলে বাসিন্দারা একাধিক পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন, যার কারণে দ্রুত নির্বাচনের আর্জি জানানো হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *