Dakshin 24 Pargana : BJP-র পতাকা ছেঁড়াকে কেন্দ্র করে উত্তেজনা, রাস্তা আটকে বিক্ষোভ বিষ্ণুপুরে – bjp tmc clash in bishnupur area due to bjp flag torn


West Bengal News : পঞ্চায়েত ভোট যতই এগিয়ে আসছে, রাজনৈতিক কচকচানি ততই বেড়ে উঠছে জেলায় জেলায়। শাসক বা বিরোধী কেউই কাউকে এক ইঞ্চি জমি ছেড়ে দিতে রাজি নয়। আর তার জেরে দেখা দিচ্ছে একের পর এক ঝুট ঝামেলা, মারামারি, দলীয় পতাকা ছিঁড়ে ফেলার মতো বিষয়গুলি। এরকমই পতাকা ছেঁড়ার এক ঘটনাকে ঘিরে উত্তেজনার খবর মিলেছে দক্ষিণ ২৪ পরগনা জেলা থেকে।

BJP TMC Clash : পতাকা ছেঁড়াকে কেন্দ্র করে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, উত্তেজনা তুফানগঞ্জে
রাতের অন্ধকারে BJP-র পতাকা ছিঁড়ে ফেলে দেওয়ার অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়াল দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের থানার তপনা এলাকায়। ওই এলাকায় রাজ্য সড়কের দু’পাশের গাছে ও বাঁশে BJP-র পতাকা লাগানো ছিল। আজ সকালে দেখা যায়, কয়েকটি পতাকা লাগানো বাঁশ উপড়ে পাশের নয়ানজুলিতে ফেলে দেওয়া হয়েছে, গ্রামের রাস্তার দুই ধারে লাগানো BJP-র পতাকা ছিঁড়ে ফেলা হয়েছে।

এই খবর পেতেই এলাকায় গিয়ে দলের কর্মী সমর্থকরা ক্ষোভে ফেটে পড়েন। রাস্তার ওপর বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। খবর পেয়ে বিষ্ণুপুর থানার পুলিশ আসে ঘটনাস্থলে। সমগ্র এলাকা ঘুরে দেখেন। এই বিষয়ে BJP-র ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার সহ সভাপতি সুফল ঘাটুর অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনার সঙ্গে জড়িত, অবিলম্বে দোষীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন তিনি।

TMC BJP Conflict : বিশ্বজিৎ দাসকে ‘লাথখোর’ বলে তীব্র আক্রমণ স্বপনের, ফের বেগালাম বিজেপি বিধায়ক
এই ঘটনা নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, “স্থানীয় স্তরে মিটিং হওয়ার কারণে আমাদের এই পতাকা লাগানো ছিল। কাল রাতে ওই পতাকাগুলি কেউ বা কারা উপড়ে ফেলে দিয়েছে। আমি দাবি করে বলছি এটা তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের কাজ। মানুষ ওদের দুর্নীতিগুলি ধরে ফেলেছেন, তাই সবাই এবার BJP-র দিকে ঝুঁকছেন। সেটা ওদের সহ্য হচ্ছে না। তাই এভাবেই ওরা BJP-কে পিছনে ফেলতে চাইছে।”

Keshpur BJP : কেশপুরে শাসকদলে ভাঙন, সুকান্তর হাত ধরে BJP-তে যোগ যুব তৃণমূল নেতার
এদিকে,BJP-র দলীয় পতাকা ছেঁড়া নিয়ে তৃণমূল নেতা পলাশ কর্মকার সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, “এই ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনও কর্মী বা সমর্থক কেউ জড়িত নয়। BJP অপপ্রচার করছে। এটা ওদের নিজস্ব গোষ্ঠীদ্বন্দ্বের ফল। তৃণমূল এখানে এতটাই শক্ত অবস্থানে আছে যে শুধু শুধু বিরোধী দলের পতাকা ছিঁড়ে বদনাম কুড়নোর কোনও মানে হয়না। আসলে এখানে BJP-র সেরকম কোনও অস্তিত্ব নেই। যেটুকু আছে তাতেও গোষ্ঠীদ্বন্দ্ব আছে প্রবল ভাবে। তাই তৃণমূলের নামে দোষ চাপিয়ে প্রচার পাওয়ার আশা করছে।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *