Dilip Ghosh : ‘কোথাও কিছু বলতে পারবেন না?’, সাক্ষাৎকার ইস্যুতে বিচারপতি গঙ্গোপাধ্যায়কে সমর্থন দিলীপের – dilip ghosh supports justice abhijit gangopadhyay over supreme court questions about interview


সোমবারই হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকার নিয়ে প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চাও। বিষয়টি নিয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের পাশেই দাঁড়ালেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। তিনিও তো একজন মানুষ। তাঁর কি কোথাও কিছু বলার অধিকার নেই, প্রশ্ন দিলীপের।

Justice Abhijit Ganguly : ‘চরম অস্বস্তিতে পড়বেন বিচারপতি গঙ্গোপাধ্যায়…’, বিস্ফোরক পোস্টে কারণ ব্যাখ্যা কুণালের
এক সংবাদমাধ্যমে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সাক্ষাৎকার নিয়ে কলকাতা হাইকোর্টের কাছে হলফনামা চায় সুপ্রিম কোর্ট। তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলার পরিপ্রেক্ষিতে এই রায় দেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়।

Justice Abhijit Ganguly : ‘…সাক্ষাৎকার দিলে শুনানির অধিকার হারিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়’, পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের
তবে বিষয়টি নিয়ে দিলীপের প্রশ্ন, “তিনি কি তাঁর নেওয়া শপথভঙ্গ করেছেন? এটা বিচার্য বিষয়। উনি কেন মুখ খুলেছেন, সেটা কি বিচার্য বিষয় হতে পারে? বাকিটা কোর্ট দেখবে।” দিলীপের আরও প্রশ্ন, “উনি কোথাও কিছু বলতে পারবেন না? তিনিও তো একজন ব্যক্তি। তাঁর পাশে আইন ব্যবস্থা দাঁড়াবে না? তিনি কি গোপনীয় তথ্য ওপেন করেছেন?”

Mukul Roy Dilip Ghosh : ‘বিরাট রাজনৈতিক ব্যক্তিত্ব…’, মুকুলকে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য দিলীপের
বিচারপতি ওই চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছিলেন কিনা, তা বিচারপতি গঙ্গোপাধ্যায়কে সরাসরি জিজ্ঞাসা করার জন্য কলকাতা হাইকোর্টের রেজিস্টার জেনারেলকে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। বিষয়টি নিয়ে উলটো সুর শোনা যায় নিয়োগ দুর্নীতিতে মামলাকারীর আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের গলায়ও। উল্লেখ্য, বিষয়টি নিয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায়কে কটাক্ষ করেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষও।

Mamata Banerjee Justice Abhijit Ganguly : ‘বিজেপির কথায় চাকরি খেয়ে নেওয়া হয়েছে..’, নাম না করে বিচারপতি গঙ্গোপাধ্যায়কে নিশানা মমতার?
মঙ্গলবার সকালে নিউটাউন ইকোপার্কে প্রাতঃভ্রমণে আসেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ। আজ, মঙ্গলবার থেকে শুরু হওয়ার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংযোগ যাত্রা নিয়েও কটাক্ষ করেন দিলীপ। তাঁর কথায়, “জানিনা কার সঙ্গে সংযোগ করবেন। যে নেতারা সিবিআই ডাক পাচ্ছেন, তাঁদের কুশল হাল জানতে গিয়েছেন হয়তো।”

Abhishek Banerjee : ‘মানুষের প্রার্থী দিয়ে তৃণমূল পঞ্চায়েত গড়বে…’, কোচবিহারে নেমেই বার্তা অভিষেকের
নবজোয়ার কর্মসূচির মাধ্যমে এক নতুন ধারার রাজনীতি শুরু করতে চাইছে রাজ্যের শাসকদল। দিলীপের কটাক্ষ, “এই প্রথম এই রাজনীতি শুরু হল, যে প্রার্থী কাকে চাই। ওঁনারা আগে ঘোষণা করেছিলেন, ৬০ হাজার প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করবেন। এতদিন কারা ঠিক করত? এখন বলছে মানুষ ঠিক করবে? প্রতিবার এ ধরনের ভাঁওতাবাজি রাজনীতি দিয়ে মানুষকে বোকা বানানোর চেষ্টা হয়।”

অন্যদিকে, নবান্নে সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ও লালুপুত্র তেজস্বী যাদব। আগামী লোকসভা নির্বাচনে বিরোধী জোটের রূপরেখা তৈরি ছিল এই বৈঠকের উদ্দেশ্য বলে ধারণা রাজনৈতিক মহলের। বিষয়টি নিয়ে দিলীপের মত, “এখন নীতিশ কুমারের হাতে কোনও কাজ নেই। একজন ছোকরা তাঁকে ধাক্কা মারছে, সরিয়ে দেওয়ার জন্য। তাই তিনি তীর্থযাত্রায় বেরিয়েছেন।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *