Firhad Hakim : ‘আমাদের কাছে মানুষ আছে…’, অনুব্রত গড়ে বিরোধীদের নিশানা ফিরহাদের – firhad hakim slams bjp from birbhum meeting


Birbhum News : ওঁদের কাছে সিবিআই আছে, ইডি আছে, সিআরপিএফ আছে, টাকা আছে, গুণ্ডা আছে, বোমা আছে…আমাদের কাছে মানুষ আছে ! দলীয় সভা থেকে ‘দিওয়ার’ সিনেমার ডায়ালগের কায়দায় বিরোধীদের আক্রমণ পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের। মঙ্গলবার বীরভূমের মাড়গ্রামে সভা করলেন ফিরহাদ হাকিম। সেখান থেকেই একযোগে বিরোধীদের আক্রমণ করেন ফিরহাদ। বক্তব্যের মাঝেই ফিরহাদ জানান, একদিক থেকে সিপিআইএম, কংগ্রেসের গুন্ডামি চলছে আর অন্যদিকে, সিবিআই, ইডির মতো কেন্দ্রীয় এজেন্সি। এই দুই মিলে ‘সাঁড়াশি চাপ’ দেওয়া হচ্ছে বলে মত তাঁর।

Firhad Hakim : ‘নেত্রী থাকেন টালির চালের ঘরে… আমরা দুর্নীতিগ্রস্ত?’
ফিরহাদ সিপিআইএম আর কংগ্রেসকে একত্রে আক্রমণ করে জানান, এদের কোনও ‘অস্তিত্ব’ নেই। ফিরহাদ বলেন, “এদের কিছু গুণ্ডা আছে। শুধু রং পালটায়। মুসলিম এলাকায় থাকলে এরা সিপিআইএম, আর কংগ্রেসের গুণ্ডা হয়ে যায়, আর হিন্দু ভাইদের এলাকায় গেলে বিজেপির গুণ্ডা হয়ে যায়।”
মৃত তৃণমূল কর্মী লালটু শেখ ও নিউটন শেখের মৃত্যু নিয়ে এদিন বিরোধীদের একাসনে বসান তিনি। তাঁর কথায়, গুণ্ডারা তৃণমূল কর্মীদের মারতে পারলে ‘ফান্ডিং’ পাচ্ছে, সেই কারণেই এই ধরনের ঘটনা বলে দাবি করেন।

Garden Reach Gas Cylinder Blast : গার্ডেনরিচে গ্যাস সিলিন্ডার ফেটে জখম বহু, আহতদের দেখতে SSKM-এ ফিরহাদ
আগামী পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কর্মীদের এই হত্যার প্রতিশোধ নিতে হবে বলে তৃণমূলের সভা থেকে কর্মী, সমর্থকদের উদ্দেশে বার্তা দেন তিনি।
মূলত দুই তৃণমূল কর্মী লালটু শেখ ও নিউটন শেখের মৃত্যুর প্রতিবাদ জানিয়ে এই সভার আয়োজন করা হয়। তৃণমূল কর্মীদের মৃত্যুর ঘটনায় জড়িত দোষীদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতারের নিদান দেন পুলিশকে। এদিনের সভা থেকে ফিরহাদের কথায় একাধিকবার উঠে আসে রাম-বাম জোটের প্রসঙ্গ।

Firhad Hakim : বামেদের সমর্থনের ‘খেসারত’ দিতে হবে: সিউড়িতে ববি
মৃত তৃণমূল কর্মীদের উদ্দেশে ফিরহাদ বলেন, “তৃণমূল কর্মীদের প্রাণ মগের মুলুক নয়। ওই ঘটনায় ১২ জনকে ধরা হয়েছে। ৪৮ ঘন্টার মধ্যে বাকি সবাইকে ধরতে হবে পুলিশকে। আমরা শহিদের পরিবারের পাশে থেকে লড়াই করব।” গত ৪ ঠা ফেব্রুয়ারি বীরভূমের মাড়গ্রামে দুই তৃণমূল কর্মী খুন হন। স্থানীয় সূত্রের, গোষ্ঠীকোন্দলের কারণেই মৃত্যু হয় লাল্টু শেখ এবং নিউটন শেখ নামে ওই দুই কর্মীর। তবে এর পিছনে বিরোধীদের ষড়যন্ত্র রয়েছে বলে দাবি স্থানীয় নেতৃত্বের।

Firhad Suvendu : আলিপুরের জমি নিয়ে বাগযুদ্ধ ফিরহাদ-শুভেন্দুর
উল্লেখ্য, বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল বর্তমানে গোরুপাচারকাণ্ডে অভিযুক্ত হয়ে তিহাড় জেল হেফাজতে রয়েছে। অনুব্রত অনুপস্থিতির পর থেকেই জেলায় মাথাচাড়া দিয়ে উঠেছে তৃণমূলের গোষ্ঠীকোন্দল। গত বছর ২১ মার্চ বগটুইয়ের উপপ্রধান ভাদু শেখ খুন হওয়ার পর পালটা হামলা এবং অগ্নিসংযোগে ১০ জনের মৃত্যু হয়



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *