Howrah Tourism : আমতার ইকো পার্কের বেহাল দশা, সংস্কারে কাজ কবে শুরু? প্রশ্ন স্থানীয়দের – howrah amta eco park in bad condition local panchayat will start restoration work soon


হাওড়ার জেলার অন্যতম প্রাচীন বন্দর নগর আমতা। জেলার অন্যান্য শহরের মত বাম আমলে এই শহরের অদূরে মান্দারিয়া খালের ধারে গড়ে উঠেছিল ইকো পার্ক। নিত্যদিন সকাল বিকেল প্রচুর মানুষ ভিড় জমাতেন এই পার্কে। বিশেষ করে শিশুদের ভীড়ে জমজমাট হয়ে উঠত এই পার্ক।প্রত্যেকবছর শীতকালে পিকনিকের মরসুমে প্রচুর মানুষ এখানে আসতেন। সব সময়ই ভিড় গমগম করত এই পার্কে। তবে বেশ কয়েক বছর ধরে আমতাবাসীর মন খারাপ। রক্ষণাবেক্ষণের অভাবে সেই পার্কই এখন কার্যত ধ্বংসের পথে।

Balurghat News : শিশুদের পার্কে অন্তরঙ্গ মুহূর্তে প্রেমিক যুগল! বালুরঘাটে ক্ষুব্ধ এলাকাবাসী
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বছর তিনেক আগেও পার্কটি সুসজ্জিত ছিল। বিকেলে শিশুদের কোলাহলে জমজমাট হয়ে উঠত পার্ক। তবে রক্ষণাবেক্ষণের অভাবে পার্ক থেকে শিশুদের বিনোদন সামগ্রী ও অন্যান্য জিনিসপত্র নষ্ট হতে শুরু করে। আমতা ১ নং পঞ্চায়েত সমিতি ইকো পার্কটিকে নতুন করে সাজাতে উদ্যেগ নেয়। সেইমতো জায়গাটি উঁচু করার জন্য মান্দারিয়া খাল কাটার কাজ শুরু হয়। খাল কেটে ফেলা হয় মাটিও।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে মাটি পড়ে থাকার কারণে বিভিন্ন সমস্যা দেখা দেয়। খেলাধূলার জায়গা না পেয়ে শিশুরা আসা বন্ধ করে দেয়। এরপর আমফান ঝড়ে পার্কটি ওলট পালট হয়ে যায়। ধ্বংসস্তূপে পরিণত হয় পার্কটি।

Howrah News : বর্ষা এলেই ভয়াবহ অবস্থা নদী বাঁধের, ভাঙন রোধে তৎপর সেচ দফতর
আমফানের পর থেকে পার্কটির অবস্থা ক্রমশ বেহাল হয়েছে।যদিও পার্কটিকে নতুন ভাবে সাজানোর উদ্যোগ নিয়েছে আমতা ১ নং পঞ্চায়েত সমিতি। তবে এখনও সেই কাজ শেষ হয়ে ওঠেনি। এত সুন্দর পার্কের এই বেহাল দশা দেখে মন খারাপ স্থানীয় বাসিন্দাদের।

পঞ্চায়েত সমিতির সভাপতি ধনঞ্জয় বাকুলি এই প্রসঙ্গে বলেন, “ইতিমধ্যেই ইকো পার্কটিকে নতুন করে গড়ে তোলার ব্যাপারে প্রশাসনিক স্তরে ও জেলা পরিষদে কথা চলছে।পার্কটিকে সাজিয়ে তুলতে নানা পরিকল্পনা রয়েছে। পার্কে গাছপালার পাশাপাশি থাকবে বিভিন্ন জয় রাইড। এর পাশাপাশি স্থানীয়দের মর্নিং ওয়াকের ব্যবস্থাও থাকবে। এর সঙ্গে এই পার্কে কমিউনিটি হল ও বোটিংয়ের ব্যবস্থাও করে দেওয়া হবে।”

J&K School Girl : ‘মোদীজি একটা ভাল স্কুল বানিয়ে দিন’, প্রধানমন্ত্রীকে কাতর আর্তি একরত্তির
২০১১ সালে তৃণমূল ক্ষমতা আসার পর থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় সৌন্দর্যায়নের উপর বাড়তি জোর দিয়েছিল সরকার। সেই মতো এলাকায় এলাকায় শুরু হয়েছিল সৌন্দর্যায়নের কাজও। এমনকী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও একাধিকবার সৌন্দর্যায়নের কাজে জোর দিতে শোনা গিয়েছে। সেখানে দীর্ঘদিন কীভাবে একটি পার্ক এই অবস্থায় পড়ে রয়েছে, সেই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। স্থানীয়দের আশা, সামনেই পঞ্চায়েত নির্বাচন। তার আগেই পার্কের সংস্কারের কাজ শুরু হবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *