জানা গিয়েছে, খড়িকাশোল গ্রামে এক আত্মীয়ের বিয়েবাড়ি অনুষ্ঠানে পরিবারের সঙ্গে এসেছিল দুই কিশোর। আজ দুপুরে বিয়ে বাড়িতে বৌভাতের অনুষ্ঠান ছিল। তার আগেই সকালে নদীতে স্নান করতে যায় দু’জন কিশোর। কিন্তু বেশ কিছুক্ষন ফিরে না আসায় দুই কিশোরের খোঁজ করেন আত্মীয় স্বজনরা।
পরে জানা যায় নদীর জলে দু’জন তলিয়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে দু’জনকে উদ্ধার করে গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত বলে ঘোষণা করেন।
মৃত দেবব্রত সাউ-এর মামা দেবাশীষ গিরি বলেন, “বিয়ে বাড়ির অনুষ্ঠানের জন্য পরিবারের লোকজনের সঙ্গে তারা এসেছিল। আজ বৌভাতের অনুষ্ঠান ছিল। সুবর্ণরেখা নদীতে দু’জনের স্নান করতে যায়। অনেকক্ষণ ধরে ফিরে না আসায় খোঁজ খবর করে জানতে পারি নদীতে তলিয়ে গিয়েছে। তারপর দু’জনকে উদ্ধার করে হাসপাতাল নিয়ে আসলে ডাক্তার দু’জনকে মৃত ঘোষণা করেছেন।”
এই ঘটনার জেরে শোকের ছায়া নেমেছে এলাকায়। বিয়ে বাড়ির উৎসব মুখর পরিবেশ এখন কান্নার রোলে পরিনত হয়েছে। স্থানীয় এক বাসিন্দা জানান, “আজ সকালে আমরা নদীর পাড়ে বসেছিলাম। তখন দুজন কিশোরকে আমরা নদীর জলে নামতে দেখি। তারপর কি হয়েছে অতটা খেয়াল করিনি। পরে ওদের পরিবারের সদস্যরা খোঁজ করতে এলে তাঁদের বলি যে দুজনকে আমরা স্নান করতে নামতে দেখেছি। তারপরেই বেশ কিছু লোক নদী থেকে তাঁদের উদ্ধার করে নিয়ে আসে। ওদের মৃত্যু হয়েছে শুনে খুব খারাপ লাগছে।”
প্রসঙ্গত উল্লেখ্য, গত বছর জুন মাস নাগাদএই সুবর্ণরেখা নদীতেই স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত্যু হয় দুই ভাইয়ের। দুই শিশু নদীতে যাওয়ার পর দীর্ঘক্ষণ তাদের খোঁজ না পেয়ে এলাকাবাসী খোঁজখবর শুরু করে৷ এরপর একটি শিশুর দেহ ওই নদীতে ভেসে উঠতেই অপরজনের খোঁজে জলে নেমে তল্লাশি শুরু করে পুলিশ৷ নদী থেকেই অপর ভাইয়ের দেহও উদ্ধার হয়৷