Kaliyaganj Case : কালিয়াগঞ্জ কাণ্ডে কড়া NCPCR! ৬ সপ্তাহের মধ্যে রাজ্যের রিপোর্ট তলব – national commission for protection of child rights seeks report on kaliaganj case from west bengal government


কালিয়াগঞ্জ নিয়ে উত্তাল রাজ্য। মঙ্গলবারই কালিয়াগঞ্জ থানায় আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। কালিয়াগঞ্জে নাবালিকা ছাত্রীকে ধর্ষণ করে খুনের অভিযোগ ও তাঁর মৃত দেহ পুলিশের টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার ঘটনায় রাজ্য সরকারে রিপোর্ট তলব করল জাতীয় শিশু সুরক্ষা অধিকার কমিশন (National Commission for Protection of Child Rights)।সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর রাজ্যের মুখ্য সচিব ও রাজ্য পুলিশের ডিজির কাছ আগামী ছ’সপ্তাহে এই সংক্রান্ত রিপোর্ট তলব করা হয়েছে। রিপোর্টে অভিযুক্ত পুলিশকর্মীদের বিরুদ্ধে কী পদক্ষেপ করা হল, তার উল্লেখ করতে বলা হয়েছে। এর পাশাপাশি অপরাধের তদন্ত ও মৃতার পরিবারকে ক্ষতিপূরণের বিস্তারিত তথ্য রিপেোর্টে উল্লেখ করতে বলা হয়েছে।

জাতীয় শিশু সুরক্ষা কমিশন জানিয়েছে, মানুষের একটি মৃতদেহকে যথাযথ মর্যাদা দেওয়া ও সম্মান দেওয়ার প্রয়োজন ছিল। কালিয়াগঞ্জের ঘটনার ক্ষেত্রে তা করা হয়নি। জাতীয় শিশু সুরক্ষা অধিকার কমিশনের পাঠানো রিপোর্টে এই বিষয়টিরও উল্লেখ রয়েছে।\

Kaliaganj Rape Case : ‘শিশুর মৃতদেহ নিয়ে রাজনীতি!’ কালিয়াগঞ্জ ধর্ষণকাণ্ডে জাতীয় ও রাজ্য শিশু সুরক্ষা কমিটির টুইট তরজা
এই প্রসঙ্গে রাজ্যসভার সাংসদ তথা তৃণমূল মুখপাত্র শান্তনু সেন বলেন, “জাতীয় শিশু সুরক্ষা কমিশন বজরঙ্গ দল ও আরএসএসের প্রাক্তন নেতা। মধ্য প্রদেশে বিজেপি যুব মোর্চার প্রাক্তন সাধারণ সম্পাদক ছিলেন। জাতীয় মহিলা কমিশনেও বিজেপি নেত্রীদের স্থান দেওয়া হয়েছিল। বাংলার থেকে বড় ঘটনা অন্য কোনও রাজ্যে ঘটলে সেখানে কোনও কেন্দ্রীয় দল যায় না। তবে বাংলাতে সামান্য ঘটনা ঘটলে রাজনৈতিক প্রতিহিংসার কারণে টিম পাঠানো হয়। বিগত ২ বছরে বাংলায় ১৫১টি টিম এসেছে। এইসব কমিশন বিজেপি তল্পি বাহকতার কাজ করে।”

Kaliyaganj News : কালিয়াগঞ্জ ধর্ষণ-খুনের প্রতিবাদে আদিবাসী আন্দোলনে তুমুল অশান্তি, থানায় আগুন
অন্যদিকে এদিন ফের একবার উত্তপ্ত হয়ে ওঠে কালিয়াগঞ্জ।ছাত্রী ধর্ষণ ও খুনের ঘটনায় দোষীদের গ্রেফতার ও কঠোর শাস্তির দাবি জানিয়ে এদিন রাস্তায় নামে তফসিলি, রাজবংশী আদিবাসী সংগঠনগুলির সমন্বয় কমিটি। আন্দোলন ঘিরে উত্তপ্ত হয়ে কালিয়াগঞ্জ থানা এলাকায়। পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধে জড়িয়ে পড়েন আন্দোলনকারীরা।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতেই পুলিশের দিকে ঢিল, ইট ছোড়া হতে থাকে। এমনকী পথ চলতি মানুষ ও সংবাধ্যমের দিকেও ইট ছোড়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পালটা কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে র‌্যাফ ও কমব্যাট ফোর্স নামানো হয়। শেষমেশ আন্দোলনকারীরা কালিয়াগঞ্জ থানাক একটি অংশে আগুন ধরিয়ে দেয়। এমনকী থানার একটি পাঁচিল ও ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *