Local Train : দুই পড়ুয়ার বুদ্ধিতে দুর্ঘটনা এড়াল ট্রেন – local train averted an accident when two school students saw a big crack in the rail line and alerted the gateman in birbhum


বর্ধমান-সাহেবগঞ্জ লুপ লাইনে লক্ষ্মীপুর-লোহাপুর রেল লাইনের মাঝে বড়সড় ফাটল দেখে দুই স্কুল পড়ুয়া গেটম্যানকে খবর দেওয়ায় দুর্ঘটনা এড়াল ট্রেন।

 

Birbhum News
দুর্ঘটনা এড়াল ট্রেন(প্রতীকী ছবি)

হাইলাইটস

  • দুই স্কুল পড়ুয়ার বুদ্ধিতে দুর্ঘটনা থেকে বাঁচল লোকাল ট্রেন।
  • সোমবার বিকেলে বর্ধমান-সাহেবগঞ্জ লুপ লাইনে লক্ষ্মীপুর-লোহাপুর রেল লাইনের মাঝে বড়সড় ফাটল দেখতে পায় দ্বাদশ শ্রেণির দুই পড়ুয়া জয়রাম মাল ও গৌরব মাল।
  • কী হতে পারে বুঝতে পেরে সঙ্গে সঙ্গে দু’জনে ছুটে গিয়ে খবর দেয় গেটম্যানকে।
এই সময়, নলহাটি:দুই স্কুল পড়ুয়ার বুদ্ধিতে দুর্ঘটনা থেকে বাঁচল লোকাল ট্রেন। সোমবার বিকেলে বর্ধমান-সাহেবগঞ্জ লুপ লাইনে লক্ষ্মীপুর-লোহাপুর রেল লাইনের মাঝে বড়সড় ফাটল দেখতে পায় দ্বাদশ শ্রেণির দুই পড়ুয়া জয়রাম মাল ও গৌরব মাল। দু’জনেরই বাড়ি তৈহার গ্রামে। লোহাপুর এমআরএম হাইস্কুলের ছাত্র তারা। এ দিন গ্রাম থেকে দু’জনে বাজার আসার সময়ে লোহাপুর রেলগেট থেকে কিছুটা দূরে রেললাইনে ফাটল দেখে দাঁড়িয়ে পড়ে তারা।

Sealdah Local Train : উত্তর থেকে দক্ষিণ, ট্রেন বন্ধে চরম ভোগান্তি
কী হতে পারে বুঝতে পেরে সঙ্গে সঙ্গে দু’জনে ছুটে গিয়ে খবর দেয় গেটম্যানকে। সেখান থেকে ফোন যায় লোহাপুর স্টেশনে। রামপুরহাট-আজিমগঞ্জ লোকাল ট্রেন তখন লক্ষ্মীপুর স্টেশন ছেড়ে বেরিয়ে গিয়েছে। লোহাপুর ঢোকার আগে লাইনে চওড়া ফাটল চোখ এড়ালে দুর্ঘটনা নিশ্চিত। দ্রুত ফাটল লাইনের উপরে লাল পতাকা লাগানো হয়। যাত্রী বোঝাই লোকাল ট্রেনের চালক বিপদ বুঝে মাঝপথে ট্রেন থামিয়ে দেন। ট্রেনটিকে দাঁড় করিয়ে চলে রেললাইন মেরামতির কাজ। আধ ঘণ্টা পরে ধীর গতিতে ওই লাইনের উপর দিয়ে নিয়ে যাওয়া হয় ট্রেনটিকে। দুই কিশোরের বুদ্ধির প্রশংসা করেছেন রেল কর্তৃপক্ষ।

আশপাশের শহরের খবর

Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *