Murshidabad Road Accident : স্কুলে যাওয়ার পথে মারাত্মক দুর্ঘটনা, লরি-ম্যাজিক গাড়ির সংঘর্ষে আহত ১৫ শিশু – fifteen school students injured due to road accident at berhampore


West Bengal News : সকাল বেলা এক ভয়াবহ দুর্ঘটনার মুখোমুখি হল বহরমপুর শহর। পড়ুয়া বোঝাই একটি স্কুল গাড়ি ও লরির মুখোমুখি সংঘর্ষ ঘটল। স্কুলে যাওয়ার পথে পথ দুর্ঘটনায় আহত হয়েছে ১৫ জন শিশু সহ স্কুল গাড়ির চালক। আজ মঙ্গলবার সকাল দশটা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বহরমপুর থানার আখের মিল এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কে।

Purba Medinipur Road Accident : নিয়ন্ত্রণ হারিয়ে পর পর গাড়িতে ধাক্কা সিলিন্ডার বোঝাই ট্রাকের, নিমতৌড়িতে মৃত ১
রামকৃষ্ণ মিশন স্কুলের ছাত্র বোঝাই একটি ম্যাজিক গাড়িকে স্কুলে যাওয়ার সময় আখের মিল এলাকায় জাতীয় সড়কের ওপর একটি লরি ধাক্কা মারে। লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় স্কুল গাড়িটির। স্থানীয়দের তৎপরতায় ও উলটো দিক থেকে আসা একটি সরকারি বাসের সাহায্যে সমস্ত ছাত্র এবং চালককে বহরমপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এসে ভর্তি করা হয়।

বাচ্চাদের পরিচয়পত্র দেখে সনাক্ত করে তাদের অভিভাবকদের খবর দেওয়া হয় বাড়িতে। এদিকে খবর পেয়ে স্কুল শিক্ষক এবং অভিভাবকেরা হাসপাতালে পৌঁছন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও চালকসহ তিনজন ছাত্র গুরুতর আহত বলে জানা গিয়েছে। ঘাতক লরিটি পলাতক বলে জানা গিয়েছে।

Kolkata Road Accident : ইদের দিনেই সল্টলেক-হাওড়ায় দুটি পৃথক দুর্ঘটনায় মৃত ১, জখম ২ বাইক আরোহী
ওই লরি ও তার চালকের সন্ধানে তল্লাশি শুরু করেছে পুলিশ। আহত এক স্কুল ছাত্রের মা জানান, “মঙ্গলবার সকালে অন্যান্য দিনের মতোই পড়ুয়ারা স্কুল যাচ্ছিল ওই ম্যাজিক গাড়িতে করে। প্রথম শ্রেণি থেকে চতুর্থ শ্রেণির ছাত্ররা ছিল বাসে। আমাদেরকে হঠাৎই ফোন করে জানানো হয় বহরমপুরের আঁখের মিলের কাছে বাস ও লরির সংঘর্ষ ঘটে। বাসে আমাদের সন্তানরা ছিল। আমরা সরাসরি হাসপাতালে এসে পৌঁছই। বর্তমানে সকল পড়ুয়াদের চিকিৎসা চলছে হাসপাতালে। তবে দু’জন পড়ুয়ার অবস্থা আশঙ্কাজনক আছে বলে জানানো হয়েছে।”

জানা গিয়েছে, বহরমপুরে বিভিন্ন এলাকা থেকে সারগাছি রামকৃষ্ণ মিশনে যাচ্ছিল একটি ম্যাজিক গাড়ি ভর্তি স্কুলের ছাত্ররা। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে যায় বহরমপুর থানার পুলিশ। এই ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়েছে গোটা শহর জুড়ে। এরপর কিভাবে এই প্রাইভেট গাড়িগুলিতে শিশুদেরকে স্কুলে পাঠাবেন অভিভাবকরা, এই ভেবেই আতঙ্কে আছেন সকলে।

Malda Accident : রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে নতুন জামা-কাপড়, ইদের বাজার করে ফেরার পথেই মর্মান্তিক দুর্ঘটনা মালদায়
স্থানীয় এক বাসিন্দা জানান, “যেভাবে এখানে আজ দুর্ঘটনাটি ঘটেছে, তাতে মারাত্মক কিছু ঘটতে পারত।বরাত জোরে অল্পের ওপর দিয়ে দুর্ঘটনাটি ঘটেছে। আর একটু এদিক ওদিক হলেই যে কত বড় ঘটনা ঘটতে পারত, সেই ভেবেই আতঙ্কিত হয়ে পড়ছি আমরা।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *