Nadia News : ডায়ালিসিস করাতে গিয়ে HIV আক্রান্ত ৬ রোগী, শোরগোল কল্যাণীর হাসপাতালে – hiv infection is dialysis centre at kalyani jnm hospital


West Bengal News : সরকারি হাসপাতালে ডায়ালিসিস করাতে গিয়ে HIV সংক্রমণের শিকার হলেন ছয় রোগী। এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে কল্যাণীর জেএনএম হাসপাতালের পিপিপি মডেলে পরিচালিত ডায়ালিসিস সেন্টারের বিরুদ্ধে। হাসপাতালে ডায়ালিসিস করানোর পর সবাই HIV পজিটিভ হয়ে পড়েন, এমনই অভিযোগ জানানো হয়েছে স্বাস্থ্য ভবনে।

জানা গিয়েছে, কল্যাণী জওহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে ডায়ালাইসিস করাতে গিয়েছিলেন ৬ জন। আর তারপরই HIV আক্রান্ত হন ওই ৬ জন। এদিকে, এই খবর পাওয়ার পরেই নড়েচড়ে বসেছে স্বাস্থ্য ভবন।

Santipur State General Hospital : নেই অ্যানাস্থেসিয়ার ডাক্তার! চূড়ান্ত বেহাল দশা শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালের
স্বাস্থ্য দফতরের নির্দেশ পেয়ে ৮ সদস্যের উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে ওই মেডিকেল কলেজ ও হাসপাতাল। নদিয়ার কল্যাণী কলেজ অফ মেডিসিন অ্যান্ড জেএনএম হাসপাতালে ঘটনাটি ঘটেছে। এক রোগী কল্যাণী জে এন এম হাসপাতালের ডায়ালিসিস বিভাগে ডায়ালিসিস করানোর পর তিনি HIV আক্রান্ত হন বলে অভিযোগ ওঠে।

বিষয়টি নিয়ে তিনি হাসপাতালের বিরুদ্ধে স্বাস্থ্য ভবনে অভিযোগ করেন। তার পাশাপাশি আরও ৫ জন আক্রান্ত হয়েছেন বলেও জানতে পারেন তিনি। এর পরই অভিযোগ জানান স্বাস্থ্য ভবনে। রাজ্য স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কল্যাণী জেএনএম হাসপাতাল ও মেডিক্যাল কলেজে পিপিপি মডেলে গত কয়েক বছর ধরে ডায়ালিসিস ইউনিট চলছে।

Bardhaman News : টাকার অভাবে অ্যাম্বুল্যান্স জোগাড় করতে না পেরে ট্রেনেই রোগীকে নিয়ে যাত্রা, তারপর…
১০ শয্যা বিশিষ্ট এই ডায়ালিসিস ইউনিটে ৬ টি শয্যা সাধারণ রোগীর জন্য, ৪ টি শয্যা হেপাটাইটিস আক্রান্ত রোগীর জন্য ও ১ টি শয্যা এইচআইভি আক্রান্তদের জন্য ব্যবহার করা হয়, এমনটাই দাবি কর্তৃপক্ষের। রাজ্য স্বাস্থ্য দফতরের নির্দেশ পেয়ে স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় মারফত তদন্তের নির্দেশ আসে হাসপাতালে।

নির্দেশ মেনে ৮ সদস্যের উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করে কর্তৃপক্ষ। আজই একটি প্রাইমারি রিপোর্ট স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় মারফত স্বাস্থ্য ভবনে পাঠানো হচ্ছে বলে জানানো হয়। কল্যাণী জওহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতাল কলেজ অ্যান্ড মেডিকেলের প্রিন্সিপাল অভিজিৎ মুখার্জী এই বিষয়ে বলেন, “এটি একটি অনভিপ্রেত ঘটনা। তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দ্রুতগতিতে তদন্ত চলবে। তদন্তে কেউ দোষী প্রমানিত হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে।”

রোগীদের অভিযোগ, একাধিক রোগীর জন্য একই সিরিঞ্জ ব্যবহার করা হচ্ছে। ডায়ালিসিস যন্ত্রের স্টেরিলাইজেশনেও গাফিলতি রয়েছে বলেও অভিযোগ জানিয়েছেন তাঁরা। রোগীদের আরও অভিযোগ, আরও প্ল্যান্ট যন্ত্রে ব্যাকটেরিয়া, ছত্রাক বাসা বেঁধেছে।

Covid Ward In Hospital : করোনার বাড়বাড়ন্তে আগাম সতর্কতা! হাওড়ার হাসপাতালে চালু কোভিড ওয়ার্ড
যার জেরেরোগীরা সংক্রমণের শিকার হতে পারেন বলেও আশঙ্কা জানিয়েছেন। তাঁরা জানান, শরীরে যন্ত্রণা হচ্ছে। প্রয়োজনীয় মাত্রায় হেপারিন না দেওয়ায় শরীরে রক্ত জমাট বাঁধছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *