Purulia News : গলায় লাগানো ওড়নার ফাঁস, পুরুলিয়ার যুগলের দেহ উদ্ধার ঘিরে রহস্য – couple body recovered in purulia police starts investigation


West Bengal Local News : গলায় ওড়নার ফাঁস লাগানো অবস্থায় এক যুগলের ঝুলন্ত দেহ উদ্ধার। ঘটনায় চাঞ্চল্য পুরুলিয়া জেলার চিরুমাচা গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই যুগলের নাম জিয়ারুল আনসারী (২২) ও জাবেরুন খাতুন (১৯)। কী কারণে তাঁরা আত্মঘাতী হল তা খতিয়ে দেখছে পুলিশ।

Howrah News : সাত সকালে পুলিশ কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য হাওড়া ট্রাফিক ব্যারাকে
পুরুলিয়া মফস্বল থানার চিরুমাচা গ্রামে আজ ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। আজ ভোরে গ্রামের অদূরে ওড়নার ফাঁসে দুই যুবক যুবতীকে ঝুলতে দেখা যায়। তাঁদের ওই ভাবে ঝুলতে দেখে স্থানীয় গ্রামবাসীরা পুলিশে খবর দেন। পুলিশ এসে দেহ দুটি উদ্ধার করে পুরুলিয়া মেডিক্যাল কলেজে পাঠায় । সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত বলে ঘোষণা করেন।

TMC Leader : দলীয় কার্যালয়ের ভেতর থেকে উদ্ধার তৃণমূল কর্মীর ঝুলন্ত দেহ, চাঞ্চল্য পানিহাটিতে
মঙ্গলবার দেহ দুটি ময়নাতদন্তের জন্য পুরুলিয়া মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়। তবে কী ভাবে ওই যুগলের মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের রিপোর্ট আসার পরেই পরিষ্কার হবে বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, প্রেম ঘটিত কারণেই এমন ঘটনা ঘটে থাকতে পারে। যদিও একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুরুলিয়া মফস্বল থানার পুলিশ।

Murshidabad News : জলাশয় থেকে কিশোরীর রক্তাক্ত দেহ উদ্ধার, খুনের অভিযোগ পরিবারের
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এদিন ভোরে চিরুমাচা গ্রামে একটি গাছের সঙ্গে ওড়নার ফাঁস লাগিয়ে দুজনের দেহ ঝুলতে দেখা যায়। স্থানীয় কিছু পথচারী প্রথম বিষয়টি খেয়াল করেন। এরপরেই সঙ্গে সঙ্গে থানায় খবর দেওয়া হয়। খবর দেওয়া হয় ওই দুই যুগলের পরিবারকেও। তবে গোটা ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় তদন্ত শুরু করেছে পুরুলিয়া মফস্বল থানার।

Cooch Behar News : ঘর থেকে বের হচ্ছিল পচা দুর্গন্ধ, কোচবিহারে উদ্ধার নিঃসঙ্গ বৃদ্ধার মৃতদেহ
প্রসঙ্গত, বেশ কয়েক মাস আগেই পুরুলিয়া মফস্বল থানার রানিবাঁধ গ্রামের কাছে এক প্রেমিক যুগলের আত্মহত্যার ঘটনা ঘটেছিল। গলায় ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছিল প্রেমিক যুগল। তাঁদের সম্পর্ক বাড়ি থেকে মেনে না নেওয়ায় এই পদক্ষেপ বলে খবর পাওয়া যায়৷ আত্মহত্যা করার আগে তাঁরা মন্দিরে পুজো দেন৷ সেখানেই তাঁরা বিবাহ বন্ধনে আবদ্ধ হয় বলে মনে করা হয়।

কিছুদিন আগেই খড়গ্রাম থানার বরার গ্রামে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় সদ্য বিবাহিত প্রেমিক যুগল। মৃতদের নাম ছিল রাজেশ ঘোষ, বয়স ৩০ বছর ও রাখি মণ্ডলের বয়স ২৬ বছর। বোলপুরের বাসিন্দা রাখি মণ্ডলের মামার বাড়ি লাভপুরের দুনাইপুরে৷ আর দুনাইপুরেরই বাসিন্দা রাজেশ ঘোষ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *