TMC Conflict : একই অঞ্চলের দুটি পৃথক কমিটি ঘোষণা, কেশিয়াড়িতে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে? – tmc committee announcement from 2 different places in keshiyary


Paschim Medinipur : অঞ্চল একটাই। কমিটি দুটি জায়গা থেকে ঘোষিত। তৃণমূলের কেশিয়াড়ি ব্লকের অঞ্চল কমিটি গঠন নিয়ে চূড়ান্ত নাটক। একই কমিটি, একবার জেলা সভাপতি ঘোষণা করছেন, একবার ব্লক সভাপতি ঘোষণা করছেন। যদিও বিষয়টি নেহাত ‘ভুল বোঝাবুঝি’ বলে ব্যাখ্যা তৃণমূল জেলা নেতৃত্বের। তবে গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে কটাক্ষের সুযোগ ছাড়েনি বিজেপি।

TMC Conflict : ফের দ্বন্দ্ব, ব্লক কমিটি গঠন নিয়ে ক্ষোভ উগরে দিলেন বাঁকুড়া TMC সাধারণ সম্পাদক
কোন্দল কাঁটায় বিদ্ধ শাসকদল। অঞ্চল কমিটি ঘোষণা নিয়েও এবার কোন্দলে জড়ালেন বিধায়ক ও ব্লক সভাপতি। প্রকাশ্যে জেলা সভাপতি ও বিধায়কের সঙ্গে বর্তমান ব্লক সভাপতির গোষ্ঠীকোন্দল। পঞ্চায়েত নির্বাচনের আগে যা শাসকদলের অস্বস্তি বাড়াল বলেই মনে করছেন অনেকে।

TMC Conflict : ব্লক সভাপতিকে গ্রেফতারের দাবিতে বিধায়ক অনুগামীদের মিছিল! ইসলামপুরে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব
রবিবার মেদিনীপুর শহরে জেলা তৃণমূল কার্যালয় থেকে বিধায়ক পরেশ মুর্মুকে পাশে বসিয়ে কেশিয়াড়ি ব্লকের অঞ্চল কমিটি ঘোষণা করেন তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরা। আর সোমবার বিকালে তড়িঘড়ি কেশিয়াড়িতে মহিলা তৃণমূল কংগ্রেসের জেলা সভানেত্রীকে পাশে বসিয়ে তৃণমূলের ব্লক অফিস থেকে ব্লক সভাপতি শ্রীনাথ হেমব্রম অঞ্চল কমিটি ঘোষণা করেন।

TMC Conflict : টাকার বিনিময়ে কমিটিতে ঠাঁই, তৃণমূল জেলা সভাপতি-চেয়ারম্যানের বিরুদ্ধে ক্ষোভ মালদায়
একদিকে জেলা তৃণমূল সভাপতি অঞ্চল কমিটি ঘোষণা অন্যদিকে ব্লক সভাপতি অঞ্চল কমিটি ঘোষণা, আর তা নিয়েই তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়েনি জেলা বিজেপি নেতৃত্ব। জেলা বিজেপির মুখপাত্র অরূপ দাস-এর অভিযোগ, গোষ্ঠীদ্বন্দ্বের মাধ্যমে তৃণমূলের জন্ম হয়েছে আর আগামী দিনে গোষ্ঠীদ্বন্দ্বের মাধ্যমে তার শেষ হবে বলে কটাক্ষ তাঁর।

TMC Leader : ‘বুথ এজেন্টকে দেখিয়ে ভোট দেবেন…’, শালবনিতে তৃণমূল পঞ্চায়েত সদস্যার মন্তব্য ঘিরে বিতর্ক
তবে জেলা তৃণমূল সভাপতি সুজয় হাজরা বলেন, “নিজেদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হয়েছে আর তার ফলে এ ধরনের ঘটনা ঘটেছে গোষ্ঠীদ্বন্দ্বের কিছু নেই।” তবে জেলা তৃণমূলের ঘোষিত অঞ্চল কমিটি বৈধ না ব্লক সভাপতি ঘোষিত অঞ্চল কমিটি বৈধ এ নিয়ে ধন্দে রয়েছে তৃণমূল কর্মীরাই। অন্যদিকে, শ্রীনাথ বলেন, “দলের নির্দেশেই জেলা কো অর্ডিনেটর অজিত মাইতিকে জানিয়ে কমিটি গঠন করা হয়েছে। ব্লক সভাপতি ব্যতিত কে, কারা কমিটি ঘোষণা করেছে আমি জানি না।”

Trinamool Congress : কোথাও পুলিশ কোথাও সিভিক তৃণমূলের কমিটিতে! অভিযোগ তুলে তোপ BJP সাংসদের
একই অঞ্চলের দুটি কমিটি ঘোষণার কারণে আগামী দিনে কোন কমিটি কাজ করবে, পঞ্চায়েত নির্বাচনে কোন কমিটি পরিচালনা করবে তা নিয়ে ধন্দে পড়েছেন তৃণমূলের নিচু তলার কর্মীরাও। যা নির্বাচনের আগে দলের পক্ষে ক্ষতিকর বলে মনে করছেন অনেকেই। বিষয়টি নিয়ে এখনও কোনও স্থানীয় সমাধান সূত্র বের হয়নি। দুপক্ষকে বসিয়ে আলোচনার মাধ্যমে নতুন করে কমিটি নির্বাচন হতে পারে বলে তৃণমূল সূত্রে খবর।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *