Trinamool Congress : জনসংযোগ যাত্রার শুরুতেই ধাক্কা! পটাশপুরে দল বেঁধে পদ থেকে ইস্তফা ৩০ তৃণমূল নেতার – thirty trinamool congress leader gave resignation from party post in purba medinipur


মঙ্গলবার কোচবিহার থেকে জনসংযোগ যাত্রা শুরু করছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দু’মাস ধরে গোটা রাজ্যে ঘুরবেন অভিষেক। এর মধ্যে শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার পূর্ব মেদিনীপুর। তৃণমূলে নব জোয়ার যাত্রা শুরুর আগেই পূর্ব মেদিনীপুরের পটাশপুরে দল থেকে ইস্তফা দিলেন একের পর এক পদাধিকারীরা। এই ঘটনায় জেলা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে।

পটাশপুর দুই ব্লকের মথুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান, অঞ্চল তৃণমূলের সভাপতি, অঞ্চল যুব সভাপতি, পঞ্চায়েত সদস্য, তৃণমূলের বুথ সভাপতি সহ মোট ৩০ জন তৃণমূলের পদাধিকারী ইতিমধ্যেই পদ থেকে ইস্তফা দিয়েছেন। ঘটনাকে ঘিরে ব্যাপক রাজনৈতিক শোরগোল পড়ে গিয়েছে পটাশপুরে। দলের বিরুদ্ধে অসন্তোষের কারণে এই গণইস্তফা বলেই জানিয়েছেন তাঁরা।

TMC Conflict : টাকার বিনিময়ে কমিটিতে ঠাঁই, তৃণমূল জেলা সভাপতি-চেয়ারম্যানের বিরুদ্ধে ক্ষোভ মালদায়
জেলা তৃণমূল সূত্রে জানা গিয়েছে, কয়েকমাসের মধ্যেই পঞ্চায়েত নির্বাচন। পঞ্চায়েত ভোটের আগে জেলা, ব্লক, অঞ্চল ও বুথ স্তরের নেতৃত্বে রদবদল করছে তৃণমূল। সেই মতো জেলার বিভিন্ন অঞ্চলের পাশাপাশি সেই কমিটিরে জায়গা না পেয়ে ব্লক নেতৃত্বের বিরুদ্ধে দলবাজির অভিযোগ তুলেছেন পদত্যাগী তৃণমূল নেতৃত্ব। এবং সেই কারণে দলীয় পদ থেকে তাঁরা পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছে। আর এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। তৃণমূলকে আক্রমণ করেছে বিজেপি।

পদত্যাগী তৃণমূল নেতা শান্তনু কুমার মান্না বলেন, “মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর আমার পূর্ণ আস্থা রয়েছে। তবে ব্লক নেতৃত্বের দলবাজির বিরুদ্ধেই এই পদত্যাগ। ওনারা অভিষেক বন্দ্যোপাধ্যায় ও জেলা সভাপতির নাম ভাঙিয়ে আমাদের বিভিন্ন কথা বলা হচ্ছে। আমরা নাম পাঠিয়েছিলাম, কিন্তু আমাদের তা গ্রাহ্য হয়নি। আমাদের ব্লকে পূর্ণাঙ্গ ব্লক কমিটি হয়েছে। আমাদের কোনও অনুমতি ছাড়া ব্লক কমিটিতে জায়গা দেওয়া হয়েছিল। সেখান থেকে আমরা পদত্যাগ করেছি। দিদির দূত কর্মসূচিতে আমরা অঞ্চলে কাজ করেছি। আমি সহ ১৮ জন বুথ সভাপতি পদত্যাগ করেছেন।”

Trinamool Congress : কোথাও পুলিশ কোথাও সিভিক তৃণমূলের কমিটিতে! অভিযোগ তুলে তোপ BJP সাংসদের
মথুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান অমিত মণ্ডল বলেন, “আমি ছাড়া পঞ্চায়েতের অধিকাংশ সদস্য পদত্যাহ করেছে। গোষ্ঠীদ্বন্দ্বের কারণে এই পদত্যাগ করেছি। কোনও আলোচনা ছাড়া সিদ্ধান্ত নিয়ে আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। আমরা চাই বুথ সভাপতি ও আমাদের সকলের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হোক। ব্লক নেতৃত্বের একাংশ পুলিশ দিয়ে দলের কর্মীদেরই গ্রেফতার করিয়েছে। আমার পদ ছাড়লেও দল ছাড়ছি না। দলের অনুগত সৈনিক হিসেবে দলের সঙ্গেই থাকব।”

BJP TMC Clash : পতাকা ছেঁড়াকে কেন্দ্র করে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, উত্তেজনা তুফানগঞ্জে
কাঁথি সাংগঠনিক জেলারবিজেপিসাধারণ সম্পাদক চন্দ্রশেখর মণ্ডল বলেন, “তৃণমূল নেতৃত্বরা দল বেঁধে দল ছেড়ে দিচ্ছে। যে যত বড় চোর এই দলে সে তত বড় পদ পায়। তৃণমূল মানুষ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। তাই আতঙ্কে তাঁরা দল ছাড়ছে।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *