অরিজিৎ বাকি সবার থেকে কোথায় আলাদা? জানালেন ললিত…


পায়েল মুখার্জী: ২৫ এপ্রিল ৩৬ বছরে পা দিলেন অরিজিৎ সিং। নিজের বাড়িতেই পরিবারের সঙ্গে তাঁর এই বিশেষ দিন কাটান গায়ক। তাঁর জন্মদিনে বিভিন্ন সমাজ মাধ্যমে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই। সেই তালিকা থেকে বাদ যাননি ললিত পণ্ডিত। অরিজিতের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা শেয়ার করে নেন তিনি। অরিজিতের বিষয়ে কথা বলতে গিয়ে ললিত বলেন, ‘এই ইন্ডাস্ট্রির একটা নতুন গলার ভীষণ প্রয়োজন ছিল ১৯৯০ -এর শিল্পীদের ব্যাচের পর। একটা সময় মনে হয়েছিল সেটা হয়তো আর পাওয়া যাবে না। কিন্তু তারপর ধীরে ধীরে এই ছেলেটা নিজের গুণ দেখিয়েই ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা করে নিল।’

আরও পড়ুন, Harry Belafonte: সময় থমকে গেলে বটের ছায়ে, পথের প্রান্তে একলা ফেলে বিদায় বেলাফন্টের…

তিনি অরিজিতের সঙ্গে প্রথমবার দেখা হওয়ার দিনটির কথা মনে করে বলেন, ‘আমি মিস্টার রমেশ তরুণীর মাধ্যমে প্রথমবার অরিজিতকে দেখেছিলাম। ওঁর মাধ্যমেই আলাপ হয় আমাদের। তখন সদ্যই তিনজন নতুন ছেলে মেয়ে একটা রিয়েলিটি শো ফেম গুরুকুল শেষ করেছিল। অরিজিতের সঙ্গে সমিত ত্যাগী এবং মোনা ভাট ছিল। এই তিনজনের সঙ্গে ‘টিপস’ সই করেছিল এবং একটি অ্যালবাম বের করার কথা ছিল। রমেশ জি আমায় বলেছিলেন আমি ওদের শেখাতে পারব কিনা বা ওদের সঙ্গে এই অ্যালবামের ৬টা গানে কাজ করতে পারব কিনা। আমি রাজি হই এবং ওদের তিনজনের সঙ্গে আমার দেখা হয়। ওরা ভীষণ উচ্ছ্বসিত ছিল কাজ করার জন্য। কী করে গান তৈরি হয়, রেকর্ড হয় এসব জানার জন্য ওরা অধীর হয়ে উঠেছিল।’

তারপর ছয় মাস ধরে এই অ্যালবামের জন্য অরিজিতের সঙ্গে কাজ করেন সুরকার ললিত পণ্ডিত। সেই কথা প্রসঙ্গেই তিনি বলেন, ‘দারুণ মজা হয়েছিল কাজ করতে গিয়ে। আমার সহকারীরা এবং আমি বেশ বুঝেছিলাম বাকিদের থেকে অরিজিৎ অনেক ভালো গায়। ও ভীষণই ভালো গায়।’

ললিত অরিজিতের বিষয়ে আরও বলেন, ‘এই অ্যালবামের কাজ শেষ হওয়ার পরেও ও আসত আমার কাছে। আমরা একসঙ্গে বহু গানের স্ক্রাচ রেকর্ডিং বানাতাম, ডাব করতাম। আমার সঙ্গে কিছুদিন কাজ করার পর ও প্রীতমের সঙ্গে কাজ শুরু করে, আরও শেখে ওর থেকে। ও বিভিন্ন ধরনের গান গাইতে পারে। আর নিজের ছাপ ইতোমধ্যেই এই ইন্ডাস্ট্রিতে ও তৈরি করে নিয়েছে।’

আরও পড়ুন, Nisha Noor: অভিনয় ছেড়ে বাধ্য দেহ বেচতে, মাত্র ৪৪ বছরেই মর্মান্তিক পরিণতি অভিনেত্রীর…

কিন্তু অরিজিৎ বাকি সবার থেকে কী ভাবে আলাদা? এই প্রসঙ্গে ললিত জানিয়েছেন যে সবার থেকে অরিজিতকে যে জিনিসটা আলাদা করে সেটা হল ওর এক্সপ্রেসিভ ভয়েস। গান গাওয়ার ধরনের পাশাপাশি, কঠর পরিশ্রম। সত্যিই ও খুব পরিশ্রম করেছে। শুধু একাধিক গুণ থাকলেই হয় না, গানের ক্ষেত্রে ঠিক মতো রেওয়াজ না করা হলে কিছুই হবে না। ও প্রচণ্ড খেটেছে। আমি দেখেছি ওকে স্ট্রাগল করতে। তবে ও শুধু ভালো গায়কই নয়, অত্যন্ত বুদ্ধিমান এবং নম্রও বটে।’

ললিত পণ্ডিত আরও জানান যে অরিজিতের এই সাফল্যে তিনি খুশি। গায়ক তাঁর প্রচেষ্টায় এই জায়গা তৈরি করে নিয়েছেন। তিনি আরও বলেন অরিজিৎ যে কেবল ভালো গায়ক সেটা নয়। তিনি ভালো টেকনিশিয়ান এবং প্রোগ্রামারও বটে। তিনি জানেন কী করে মানুষের মন জয় করতে হয়।

 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *