সিমকার্ডে লক্ষাধিক টাকার প্রতারণা! দিল্লি পুলিসের জালে দুর্গাপুরের ৩ যুবক 3 Persons arrested for fraud by Delhi Police from Durgapur


চিত্তরঞ্জন দাস: মোবাইলের সিম কার্ডে জালিয়াতি? লক্ষাধিক টাকার প্রতারণা? দুর্গাপুর থেকে ৩ অভিযুক্তকে গ্রেফতার করল দিল্লি পুলিস। ধৃতদের ২ দিনের ট্রানজিট রিমান্ডের নির্দেশ দিয়েছে আদালত।

জানা গিয়েছে, ধৃতেরা হল দীপঙ্কর আঁকুড়ে, অনিকেশ দাস ও অর্ঘ্য মজুমদার। দুর্গাপুরে কোকওভেন থানার বীরভানপুরের বাড়ি দীপঙ্করের।   ডিপিএলের ক্ষুদিরাম কলোনির বাসিন্দা অনিকেশ ও অর্ঘ্য। মঙ্গলরাতে দিল্লি পুলিসের হাতে গ্রেফতার হয় ওই ৩ জন।

দিল্লি পুলিস সূত্রে খবর, দীপঙ্কর ও অনিকেশের কাছ থেকে তাঁদের পুরনো সিম কার্ড কিনে নাকি প্রতারণা চক্র চালাত অর্ঘ্য! কীভাবে? জামতাড়া গ্যাংয়ের মাধ্যমে। অভিযোগ, দিল্লিতেই প্রতারণা শিকার হন এক ব্যক্তি। সিমকার্ড ব্য়বহার করে তাঁর অ্য়াকাউন্ট থেকে ১ লক্ষ ৩৬ হাজার টাকা হাতিয়ে নেয় প্রতারকরা। অভিযোগ দায়ের করা হয় সাইবার ক্রাইমে। 

আরও পড়ুন: Howrah Court: আদালতেও এবার ‘জালিয়াতি’! হাওড়ায় পুলিসের জালে মুহুরী…

২৮ এপ্রিল দিল্লি আদালতে পেশ করা হবে র, দীপঙ্কর, অনিকেশ ও অর্ঘ্যকে। দীপঙ্কের বাবা অবশ্য দাবি, ‘এ বিষয়ে কিছুই জানেন না। ছেলেকে নির্দোষ’।  

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *