Abhishek Banerjee : নেতাদের সুপারিশে যাঁরা টিকিট পাবেন বলে ভাবছেন, তাঁদের অসুবিধা হবে : অভিষেক – trinamool congress leader abhishek banerjee says one section of party cadres will face problem in this new rule


‘তৃণমূলে নব জোয়ার’ কর্মসূচির আওতায় জনসংযোগ যাত্রার আজ দ্বিতীয় দিন। এদিন কোচবিহার দক্ষিণ জনসভা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিনের সভা থেকে ফের একবার মানুষের পঞ্চায়েত গঠনের ডাক দিয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ। দল মানুষের মতামত নিয়ে প্রার্থী বাছতে বন্ধপরিকর সে কথা জানিয়ে ফের একবার দলীয় নেতৃত্বকে কড়া বার্তা দেন অভিষেক।

কোচবিহারের দক্ষিণ বিধানসভা কেন্দ্রের এই সভা থেকে তিনি বলেন, “নির্ভয়ে, নির্দ্বিধায়, মাথা উঁচু করে লড়ার যাঁর মানসিকতা আছে, তাঁকেই প্রার্থী করা হবে। এই পদ্ধতিতে প্রার্থী ঠিক করলে অনেকের অসুবিধা হবে। তাঁরা ভেবেছিলেন ব্লক সভাপতি, জেলা সভাপতি বা বিধায়কের সুপারিশ নিয়ে টিকিট পেয়ে যাবেন। ১০০ জনের মধ্যে পাঁচজনের অসুবিধা হবে।”

Abhishek Banerjee : ‘জানতাম এমন হবে!’ প্রার্থী বাছতে গোঁসামারিতে পুনর্নিবাচন ঘোষণা অভিষেকের
জনসংযোগ যাত্রার প্রথম দিন, অভিষেকের সভা শেষ হওয়ার পর গোপন ব্যালটে ভোটদান নিয়ে সাহেবগঞ্জ, গোঁসাইমারি ও শীতলকুচিতে উত্তেজনা ছড়ায়। তৃণমূল কর্মী সমর্থকদের বিবাদে বানচাল হয়ে যায় ‘মানুষের প্রার্থী’ বেছে নেওয়ার প্রক্রিয়া। এদিন কোচবিহার দক্ষিণের জনসভা থেকে সেই নিয়ে কড়া বার্তা দেন অভিষেক। এমনকী প্রার্থী বাছতে শৃঙ্খলাপরায়ণভাবে ভোট দেওয়ার আবেদন করেন তিনি।

তিনি বলেন, “কেউ কেউ প্রভাবিত করার চেষ্টা করছেন। যাঁরা ভাবছেন ২০টি ভোট অতিরিক্ত ফেলে নিজের জায়গা সুরক্ষিত করতে পারবেন, তাঁরা মূর্খের স্বর্গে বাস করছেন। কারণ আমি যে ফোন নম্বর দিয়েছি সেখানে তৃণমূল কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও নিজের মতামত দেবেন। আগামী পাঁচ বছর প্রগতিশীল পঞ্চায়েতের প্রথম ধাপ সঠিক প্রার্থী চয়ন করা। সেই কাজটা আমরা করব।”

Abhishek Banerjee : ‘শপথ নিয়েছি, মানুষের মতামত নিয়েই বাড়িতে ফিরব’, আত্মপ্রত্যয়ী অভিষেক
এদিন হোমিওপ্যাথি গ্রাউন্ডের সভা থেকে কোচবিহারের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে আক্রমণ করেন অভিষেক। তিনি বলেন, “২০১৯ সালে মানুষ ভোট দিয়ে নিশীথ প্রামাণিককে জিতিয়ছিল। সেই নিশীথ প্রামাণিক মানুষের ভোট নিয়েছে শুধু। নরেন্দ্র মোদী নয় বছর ধরে দেশের প্রধানমন্ত্রী। কেউ যদি দেখাতে পারেন কোচবিহারের স্বার্থের কথা মাথা রেখে এই মাটিতে একটিও পর্যালোচনা বৈঠক হয়েছে, তবে আমি এই জনসংযোগ যাত্রা বন্ধ করে দেব।”

Abhishek Banerjee : ‘মানুষের প্রার্থী দিয়ে তৃণমূল পঞ্চায়েত গড়বে…’, কোচবিহারে নেমেই বার্তা অভিষেকের
অভিষেক এদিন ফের একবার কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সুর চড়িয়েছেন।তিনি জানিয়েছেন, প্রতিহিংসা চরিতার্থ করার কারণে রাজ্যের প্রাপ্য টাকা আটকে রাখা হয়েছে। আগামী দিনে মানুষ সঙ্গে থাকলে দিল্লির বুক থেকে বাংলার প্রাপ্য টাকা তিনি ছিনিয়ে আনবেন বলে ফের হুংকার দেন অভিষেক।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *