Anganwadi Centre : অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির হালহকিকত কেমন? জানতে সারপ্রাইজ ভিজিটে জেলাশাসক – dakshin dinajpur district magistrate visited surprisingly to anganwadi centre


South Dinajpur : কখনও উঠে আসছে নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ, কখনও আবার অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে খাদ্য সামগ্রী চুরির ঘটনা ঘটছে। জেলার অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির অবস্থা কীরকম? জানতে সারপ্রাইজ ভিজিট জেলাশাসকের। আগামীদিনে এই ধরণের অভিযান কর্মসূচি চালিয়ে যাওয়া হবে বলেও জানান জেলাশাসক বিজিন কৃষ্ণা।

Anganwadi Centre : টোটোয় করে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের চাল চুরি! সহায়িকাকে হাতেনাতে পাকড়াও গ্রামবাসীদের
দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্র বা আইসিডিএস সেন্টারগুলোর অবস্থা কী তা সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার সকালে কুমারগঞ্জের একটি সেন্টারে সারপ্রাইজ ভিজিট করেন জেলাশাসক। জেলাশাসকের সঙ্গে জেলা পুলিশ সুপারও এই অভিযান কর্মসূচিতে অংশ নেন। এদিন সকালে কুমারগঞ্জ ব্লকের শিয়ালপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্র পরিদর্শন করেন জেলাশাসক বিজিন কৃষ্ণা, পুলিশ সুপার রাহুল দে। সঙ্গে ছিলেন কুমারগঞ্জের বিডিও ছেওয়াং তামাং সহ অন্যান্য আধিকারিকরা।

Mid Day Meal : ফের নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ! অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বিক্ষোভ গ্রামবাসীদের
অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বাচ্চাদের যে খাবার দেওয়া হচ্ছে, তার গুণগত মান খতিয়ে দেখেন জেলাশাসক। কথা বলেন বাচ্চা ও তাদের অভিভাবকদের সঙ্গে৷ পরিষেবা ভাল থাকলেও কেন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কম বাচ্চা আসছে তা জানতে চান সেন্টারের কর্মী, সহায়িকাদের কাছে। কোথায় সমস্যা রয়েছে? সহায়িকা, কর্মীদের বাচ্চার অভিভাবকদের সঙ্গে কথা বলতে বলেন জেলা শাসক। পাশাপাশি জেলা শাসক ও পুলিশ সুপার বাচ্চাদের হাতে বিভিন্ন খেলনা তুলে দেন।

ICDS Centre : গোয়ালঘরে চলছে পড়াশোনা! পোকা ভর্তি খাবার দেওয়ার অভিযোগ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বিরুদ্ধে
প্রসঙ্গত, বিভিন্ন সময় দেখা যায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বিরুদ্ধে নানা অভিযোগ সামনে আসে। কোথাও মিড ডে মিলে খাবারের গুণগত মান খারাপ। আবার কখন খাবারের মধ্যে সাপ, টিকটিকি পাওয়া গিয়েছে৷ এই বিষয়কে সামনে রেখেই দিনাজপুর জেলা প্রশাসন বিশেষ উদ্যোগী হয়েছে৷ জেলা প্রশাসনের বিভিন্ন স্তরের আধিকারিকরা নিজ এলাকার বা অন্য এলাকার অঙ্গনওয়াড়ি কেন্দ্র পরিদর্শন করছেন।

Bankura News: অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাবারে সাপ! অসুস্থ হয়ে হাসপাতালে গর্ভবতী মহিলা সহ ১০
বেশিরভাগ ক্ষেত্রেই মূলত সারপ্রাইজ ভিজিট করা হয়। যাতে জেলার অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে বাচ্চা ও প্রসূতিরা সঠিক পরিষেবা পান। অন্যান্য আধিকারিকের পাশাপাশি জেলাশাসক নিজেও মাঝেমধ্যে এমন সারপ্রাইজ ভিজিট করেন। এদিন সকালে কুমারগঞ্জ ব্লকের শিয়ালপাড়া এলাকার অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি পরিদর্শনের জন্য বেছে নেনে তাঁরা। আগামী দিনে এই সারপ্রাইজ ভিজিট চলবে বলে জেলা শাসক বিজিন কৃষ্ণা জানিয়েছেন।

উল্লেখ্য, মাঝেমধ্যেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির খাবারের মান নিয়ে প্রশ্ন তোলা হয়। গত ডিসেম্বর মাসেই হিলি থানার ২৯ নম্বর লালপুর অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে একাধিক মালপত্র চুরি যাওয়ারও অভিযোগ ওঠে। বারংবার এই ধরণের অভিযোগ আসায় কড়া ব্যবস্থা গ্রহণে উদ্যোগী জেলা প্রশাসন বলেই মনে করা হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *