Anubrata Mondal Daughter : ‘মমতার বাঘ ও তাঁর কন্যা গ্রেফতার, এবার…’, দুর্নীতির মূলচ্ছেদের দাবি বিরোধীদের – anubrata mondal daughter sukanya mondal arrested bjp and cpi m leaders react


অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা গ্রেফতার হতেই সরব বিরোধী রাজনৈতিক দলগুলি। তৃণমূল কংগ্রেস দুর্নীতিতে জড়িতে তা ধীরে ধীরে প্রকাশ্যে আসছে বলেই দাবি করছেন CPIM এবং BJP নেতারা। CPIM সাংসদ বিকাশ ভট্টাচার্যের সরাসরি আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়কে। BJP নেতা রাহুল সিনহার মতে, কেষ্ট কন্যার গ্রেফতারি একদম সঠিক।

Sukanya Mondal Arrested : বারবার ED-র ডাক উপেক্ষা, গ্রেফতার অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডল

কী প্রতিক্রিয়া CPIM-এর?

গোরুপাচার মামলায়সুকন্যা মণ্ডলের গ্রেফতারিনিয়ে বিকাশ ভট্টাচার্যের আক্রমণের নিশানায় মমতা বন্দ্যোপাধ্যায়। আইনজীবী তথা বাম সাংসদ বলেন, “রাজ্য দুর্নীতির পরিবেশ তৈরি হয়েছে এবং তা মমতার নেতৃত্বেই। দেখা যাচ্ছে এক একজন নয়, গোটা পরিবারই দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে। মানিক ভট্টাচার্যের স্ত্রী-পুত্রও এখন জেলে। মমতার বাঘ অনুব্রত মণ্ডল জেলে। এবার তাঁর কন্যা সুকন্যা মণ্ডলও গ্রেফতার। গোটা সমাজকে দুর্নীতিতে জড়িয়ে ফেলাই এদের টার্গেট ছিল। দিনে দিনে জানা যাবে আরও কেউ জড়িত এই নিয়ে। এবার ওঁর পরিবারের লোককেও গ্রেফতার করতে হবেন না হলে চূড়ান্ত রূপ পাওয়া যাবে না। আমরা চাইব তদন্তকারী সংস্থা সেই পথেই ধীরে ধীরে এগোক।”

Mamata Banerjee : ‘মুখ্যমন্ত্রীকে হেফাজতে নিয়ে জেরা করলেই সব বেরিয়ে আসবে…’, বিস্ফোরক বিকাশ ভট্টাচার্য

সুকন্যার গ্রেফতারি নিয়ে কী বলছে BJP?

BJP নেতা রাহুল সিনহা বলেন, “এই গ্রেফতার একদম সঠিক গ্রেফতার। এর মাধ্যমে আরও অনেক তথ্য বেরিয়ে আসবে। এই দুর্নীতির মূলচ্ছেদ সারা বাংলার মানুষ চাইছে। যত এজেন্ট আছে গ্রেফতার হোক আর এদেজেন্টদের নেতাও গ্রেফতার হোক। এটাই বাংলার মানুষের আকাঙ্খা।”

কী মন্তব্য কুণাল ঘোষের?

এদিন সুকন্যা মণ্ডলের গ্রেফতারির পর কুণাল ঘোষ বলেন, “অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডল গ্রেফতার। এটি একটি আইনি প্রক্রিয়া। কেউ যদি দোষী হন তাহলে তিনি সাজা পাবেন। আইনের সামনে তৃণমূল কংগ্রেস কাউকে বাঁচাতে যায়নি, যাবেও না।”

বুধবার সন্ধ্যায় দিল্লিতে ED-র হাতে গ্রেফতার হন অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা। গোরুপাচার মামলায় বাবার পর এবার মেয়েকে গ্রেফতার করল কেন্দ্রীয় এজেন্সি। জানা গিয়েছে, এদিন জিজ্ঞাসাবাদ চলকালীন সুকন্যার ED আধিকারিকদের প্রায় সমস্ত প্রশ্নের উত্তর এড়িয়ে যান। আর সেই কারণেই তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে সূত্রের খবর। বাবার গ্রেফতারির আটমাসের মধ্যেই সুকন্যার গ্রেফতারি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। ফিক্সড ডিপোজিট থেকে শুরু করে একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোটি কোটি টাকার লেনদেন, সুকন্যা দীর্ঘদিন ধরেই ছিলেন ED স্ক্যানারে। বারবার হাজিরা এড়ানোই কাল হল তাঁর।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *