Cooch Behar News : তৃণমূলের প্রার্থী বাছাইয়ের ব্যালট বাক্স তদারকিতে পুলিশ! কটাক্ষ বিরোধীদের – trinamool candidate selection ballot box supervision by police in cooch behar


West Bengal News : কোচবিহার জেলা জুড়ে চলছে তৃণমূল কংগ্রেসের নবজোয়ার কর্মসূচি। জেলায় উপস্থিত আছেন খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাতেও আটকানো যায়নি গোষ্ঠীদ্বন্দ্ব, ভোট দেওয়াকে কেন্দ্র করে মারামারি। কাজ হয়নি অভিষেকের কড়া বার্তাতেও।

তাই এবার আসরে নামল খোদ পুলিশ। তাই তৃণমূলের প্রার্থী বাছাইয়ের জন্য ভোটদান, নাকি পুলিশের কোনও কর্মসূচি তা দেখে বোঝার উপায় নেই। ঘুঘুমারিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভায় তৃণমূলের প্রার্থী বাছাইয়ের ব্যালট বাক্স কার্যত আগাগোড়া পুলিশের দখলেই থাকল।

Cooch Behar TMC : তৃণমূলের নবজোয়ার কর্মসূচিতে ফের বিশৃঙ্খলা, ভোট প্রক্রিয়াকে ঘিরে তুমুল গণ্ডগোল
ব্যালট পেপার বিলি থেকে ব্যালট বাক্সে তা ঢোকানো, সবটাই করলেন পুলিশ আধিকারিক, কর্মী ও সিভিক ভলান্টিয়াররা। সেখানে অবশ্য তৃণমূলের কোনও নেতার দেখা মেলেনি। তাই বিষয়টি নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধী রাজনৈতিক দলগুলি।

একটি দলীয় কর্মসূচিতে পুলিশ কীভাবে এসব কাজ করতে পারে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা। বিরোধীদের বক্তব্য, পুলিশের কাজ নিরাপত্তার বিষয়টি দেখা। কিন্তু ব্যালট পেপার বিলি, বাক্সে ব্যালট পেপার ঢোকানো, বাক্স নিয়ে যাওয়া এই কাজগুলি তো পুলিশের নয়।

স্থানীয় এক BJP নেতা এই ঘটনাকে রীতিমতো কটাক্ষ করে বলেছেন, “এরা কি পুলিশ নাকি তৃণমূলের ক্যাডার! দেখে তো কিছুই বোঝা যাচ্ছে না। একটি দলীয় কাজ, তাতে পুলিশ কিভাবে এসব কাজকর্ম করতে পারে! যদি কোনও ঝামেলা বা মারামারি হয়, সেক্ষেত্রে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিতে পারে। কিন্তু এখানে দেখা যাচ্ছে পুলিশ তৃণমূল পার্টির কাজ করে দিচ্ছে। তাহলে একথাই প্রমাণ হল যে পুলিশ এখন তৃণমূলের দলদাস।”

Abhishek Banerjee : মমতা-জনতার মধ্যে দেওয়াল ভাঙার বার্তা
কোচবিহার থেকে জনসংযোগ যাত্রা শুরু করেছেনতৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর ঘোষিত ‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচিতে মানুষ তাঁদের পছন্দের প্রার্থীর নাম কাগজে লিখে ব্যালট বাক্সে ফেলবেন। সেগুলি পর্যবেক্ষণ করেই আগামি পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী ঠিক করা হবে বলেঅভিষেক বন্দ্যোপাধ্যায়জানিয়েছিলেন।

গোসানিমারি, মাথাভাঙ্গা ও সাহেবগঞ্জে এইকর্মসূচিতে ব্যালট জমা দিতে গিয়ে বিশৃঙ্খলা হয়েছিল। তৃণমূল কর্মীরা ব্যালট বাক্স ভাঙচুরও করেন। বুধবার ঘুঘুমারিতে যাতে সেরকম কোনও ঘটনা না ঘটে, সেজন্য ব্যালট বাক্স দেখভালের দায়িত্বে ছিলেন বেশ কয়েকজন পুলিশকর্মী। তাঁদের তদারকিতেই এই প্রক্রিয়া সম্পন্ন হয়।

Abhishek Banerjee : অভিষেক যেতেই TMC vs TMC! গোপন ব্যালট ছিনতাইয়ের অভিযোগে উত্তপ্ত সাহবেগঞ্জ-গোঁসানিমারি
পুলিশের তৎপরতায় এদিন কোনও বিশৃঙ্খলা হয়নি। পুলিশকে অনেক তৃণমূল কর্মী সমর্থকদের হাত থেকে কাগজ নিয়ে ব্যালট বক্সে ফেলতে দেখা যায়। এছাড়াও কোনও ঝামেলা সৃষ্টি হতে গেলেই পুলিশ সেখানে গিয়ে হস্তক্ষেপ করে ঝামেলা মিটিয়ে দেয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *