Howrah News : বিচারকের স্বাক্ষর নকল করে বন্দিকে জামিনের চেষ্টা, হাওড়া আদালতে গ্রেফতার মুহুরি – attempt to bail a prisoner by forging the judge signature muhuri arrested in howrah court


West Bengal News : পকসো মামলায় বিচারাধীন বন্দিকে জামিন করানোর জন্য বিচারকের স্বাক্ষর জাল করায় অভিযুক্ত এক মুহুরি। অভিযুক্ত হাওড়া আদালতে কর্মরত মুহুরির নাম অমিত দেবনাথ। মঙ্গলবার সন্ধ্যায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। আগামী দিনে ওই মুহুরি যাতে হাওড়া আদালতে আর কাজ করতে না পারে, এমনকি তার লাইসেন্স বাতিলের কথাও জানিয়েছে ল ক্লার্ক অ্যাসোসিয়েশন।

Fake Recruitment : চাকরির প্রলোভন দেখিয়ে স্বাক্ষর জাল করে প্রতারণা, সল্টলেকে ধৃত ১৮
আদালত সূত্রে খবর, হাওড়া আদালতের বিচারকের স্বাক্ষর জাল করার অভিযোগে গ্রেফতার হন এক মুহুরি। গতকাল সন্ধ্যায় তাকে হাওড়া আদালত চত্বর থেকে গ্রেফতার করা হয়। বুধবার তাকে আদালতে পেশ করা হয়। ধৃতের বিরুদ্ধে প্রতারণা সহ একাধিক ধারায় মামলা শুরু করেছে হাওড়া থানার পুলিশ।

Eid Ul Fitr 2023 : রাম নবমীর অশান্তি থেকে শিক্ষা, ইদের ২ দিন আগেই শিবপুরে বাড়তি নজরদারি পুলিশের
জানা গিয়েছে, পকসো আদালতের বিচারাধীন জেলবন্দি অমিত ধানুকা নামে এক ব্যক্তিকে জামিন করানোর ব্যাপারে ষড়যন্ত্র করেন অভিযুক্ত ব্যক্তি।
চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নকল স্বাক্ষর করা রিলিজ অর্ডার তৈরি করে অমিত দেবনাথ নামে ওই মুহুরি। এই অর্ডার হাওড়া জেলা সংশোধনাগারে পাঠানো হয়। অর্ডার দেখে সন্দেহ হয় জেলের আধিকারিকদের।

Fake Currency Recovered : মুর্শিদাবাদে উদ্ধার হাজার হাজার জাল নোট, ফরাক্কা পুলিশের জালে ধৃত ১
জেলা সংশোধনাগার কর্তৃপক্ষ বেশ কিছু অসঙ্গতি লক্ষ্য করেন। তাঁরা লক্ষ্য করেন, গতকাল আদালতে কর্মবিরতি ছিল আইনজীবীদের। পাশাপাশি, রিলিজ অর্ডার হওয়ার কথা পকসো আদালত থেকে। সেখানে সেই আদালতের বিচারকের সই থাকার কথা। কিন্তু সই ছিল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের। পুরো বিষয়টি নিয়ে ধোঁয়াশা তৈরি হয় জেলা সংশোধনাগার কর্তৃপক্ষের কাছে।

Howrah News : কানামাছি খেলতে গিয়ে পাঁচতলার ছাদ থেকে পড়ে জখম বালক, চাঞ্চল্য হাওড়ায়
জেলা সংশোধনাগার কর্তৃপক্ষ নিজেদের তরফে তদন্ত শুরু করেন। তদন্ত করে জানা যায়, ওটা নকল রিলিজ অর্ডার ছিল। ঘটনাটি জানানো হয় হাওড়া আদালতের ল ক্লার্ক অ্যাসোসিয়েশনে। সংগঠনের পক্ষ থেকে অভিযুক্ত মুহুরি অমিত দেবনাথকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। গোটা ঘটনায় হইচই পড়ে যায় গোটা আদালত চত্বরে। একজন ল ক্লার্ক রীতিমতো বিচারকের স্বাক্ষর জাল করে এরকম কাণ্ড ঘটানোয় অবাক হয়ে যান অনেকেই।

ওয়েস্ট বেঙ্গল ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের হাওড়া ইউনিটের সভাপতি সন্তোষ দাস জানান, বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্ত মুহুরিকে তাঁরা সাসপেন্ড করবেন বলেও জানানো হয়। আগামীকাল এই নিয়ে বৈঠক করা হবে আদালতে। মুহুরির কাজ করতে গেলে ল ক্লার্ক কাউন্সিল থেকে যে বৈধ অনুমতি নিতে হয়, তা বাতিল করার জন্যেও আবেদন করা হবে। হাওড়া আদালতে যাতে অমিত দেবনাথ কাজ না করতে পারে সে ব্যবস্থাও করা হবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *