Kaliyaganj Case: কালিয়াগঞ্জে থানা হামলায় গুলি? জখম টোটো চালককে নিয়ে দানা বাঁধল নতুন রহস্য – toto driver injury create new suspicion on kaliyaganj police station fire and vandalism incident


কালিয়াগঞ্জে এক টোটো চালক গুলিবিদ্ধ হওয়ার অভিযোগ ঘিরে নতুন করে রহস্য দানা বাঁধল। মঙ্গলবার থানায় বিক্ষোভের মাঝে গুলিবিদ্ধ হন এক টোটো চালক এমন অভিযোগ ঘিরে নতুন করে সরগরম কালিয়াগঞ্জ (Kaliyaganj Case)। ওই টোটো চালকের বাম হাতে গুলি লাগে বলে অভিযোগ। রায়গঞ্জ মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন রয়েছেন ওই টোটো চালক।সূত্রের খবর, মঙ্গলবার কাালিয়াগঞ্জে থানায় হামলার সময় ওই এলাকা দিয়ে সওয়ারি নিয়ে যাওয়ার সময় গুলিবিদ্ধ হন টোটো চালক। বিক্ষোভ চলাকালীন কিভাবে টোটো চালকের গুলিবিদ্ধ হলেন তা নিয়েই উঠেছে প্রশ্ন? বিক্ষোভকারীদের মাঝ থেকেই গুলি চালানো হয়েছিল কিনা তা নিয়েও দানা বাঁধছে রহস্য।

Kaliyaganj Police Station Fire: ‘মরে যাব…’, পুলিশের আর্তনাদেও থামল না মার! দেখুন ভয়াবহ ভিডিয়ো

মঙ্গলবার দিনভর উত্তাল ছিল কালিয়াগঞ্জ এলাকা। রাজবংশী ও আদিবাসী সমন্বয় সমিতির বিক্ষোভকে ঘিরে দফায় দফায় সংঘর্ষ বাঁধে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে। আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল কালিয়াগঞ্জ থানায়, পুলিশের বাইক-গাড়ি ও আবাসনের একটি বাড়িতে।

পুলিশ বিক্ষোভকারীদের সংঘর্ষের মাঝেই এক টোটো চালকের গুলিবিদ্ধ হওয়ার অভিযোগ উঠল। ঘটনায় দানা বাঁধছে রহস্য। যদিও সামাজিক মাধ্যমে ঘুরে বেড়ানো একটি ভিডিয়োতে পুলিশকে গুলি চালাতে দেখা যাচ্ছে। যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি এইসময় ডিজিটাল।

Kaliyaganj Police Station Fire: কালিয়াগঞ্জে তাণ্ডব! অর্ধনগ্ন করে বেধড়ক মার, বিক্ষোভকারীদের কাছে প্রাণভিক্ষা রক্তাক্ত পুলিশকর্মীদের

অন্যদিকে পুলিশ সূত্রে দাবি, হামলাকারীদের রুখতে রবারের গুলি চালানো হয়েছিল বলে খবর। কিন্তু তাতে এভাবে ওই টোটোচালকের আহতক হওয়ার কথা নয় বলে দাবি। তবে গোটা ঘটনায় নতুন করে বির্তক শুরু হয়েছে।

Mamata Banerjee Kaliyaganj Case: ‘ইডি-সিবিআইয়ের মতো…’, কালিয়াগঞ্জে অশান্তির দায় বিজেপির দিকে ঠেললেন মমতা

প্রসঙ্গত, উন্মত্ত জনতার হাতে পুলিশের মার খাওয়ার ভিডিয়ো ভাইরাল হতেও ছড়ায় শোরগোল। লাঠি, টুল, রড দিয়ে বেধড়ক মারধর করা হয় পুলিশকে। বিক্ষোভকারীদের হাত থেকে বাঁচতে সাধারণের কাছে করজোড়ে আশ্রয় চান আইনরক্ষকেরা। তাতেও শেষ রক্ষা হয়নি। ঘরে ঢুকে টেনে হিঁচড়ে বার করে ব্যাপক মারধর করা হয় পুলিশকে। হাতজোড় করে ছেড়ে দেওয়ার আর্জি জানালেও মেলেনি রেহাই। এই ঘটনায় ব্যাপক ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দল না দেখে অবিলম্বে দোষীদের গ্রেফতার করার নির্দেশ দিয়েছেন তিনি।

Sukanta Majumdar : ‘CBI তদন্ত হোক’, কালিয়াগঞ্জে কিশোরী মৃত্যুর ঘটনায় পরিবারের সঙ্গে সাক্ষাৎ সুকান্তের

অন্যদিকে, এই ঘটনায় উদ্বিগ্ন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose)। মুখ্য সচিব ও রাজ্য পুলিশের ডিজি এর সঙ্গে কথা বলে থানায় আগুন ধরিয়ে দেওয়ার ঘটনায় দ্রুত কড়া পদক্ষেপের নির্দেশ দেন তিনি। এমনকী ডিজি ও মুখ্যসচিবকে আলাদা আলাদা রিপোর্ট জমা দেওয়ার কথাও বলেছেন তিনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *