Kolkata Road Accident : দশমের পড়ুয়ার বাঁ পা পিষে দিল বাসের চাকা – a class 10 student fell down while getting off a moving bus and the rear wheel ran over his left leg


এই সময়:স্কুল যেখানে, সেখানকার বাসস্টপ এসে গিয়েছে। বাসের গতি কমলেও বাস তখনও থামেনি। সেই অবস্থাতেই, অর্থাৎ চলন্ত বাস থেকে নামতে গিয়ে পা পিছলে রাস্তায় পড়ে গেল দশম শ্রেণির এক পড়ুয়া। পর মুহূর্তে তার বাঁ পায়ের উপর দিয়ে চলে গেল ওই বাসেরই পিছনের চাকা। মঙ্গলবার সকাল তখন সাড়ে ৭টা। দিল্লি পাবলিক স্কুল (ডিপিএস) রুবি পার্কের ওই ছাত্র, ১৫ বছরের ঋষভ সাহা তখন যন্ত্রণায় ছটফট করছে ইএম বাইপাস কানেক্টরের উপর, কসবা এলাকার রাজডাঙা কাছে।

Murshidabad Road Accident : স্কুলে যাওয়ার পথে মারাত্মক দুর্ঘটনা, লরি-ম্যাজিক গাড়ির সংঘর্ষে আহত ১৫ শিশু
হরিদেবপুর এলাকার বরোদা সরণির ঋষভকে গুরুতর জখম অবস্থায় পুলিশ উদ্ধার করে নিয়ে যায় রুবি মোড়ের কাছে একটি বেসরকারি হাসপাতালে। পুলিশকে ওই হাসপাতালের চিকিৎসকরা জানান, বাসের চাকায় ঋষভের বাঁ পায়ের চারটি আঙুল পিষে গিয়েছে। হাসপাতালে ঋষভের পায়ে দীর্ঘক্ষণ ধরে অস্ত্রোপচার হয়। তার পায়ে প্লেট বসেছে।

Siliguri News : বাসযাত্রীর ব্যাগ থেকে উদ্ধার সোনার বাট! দোকানে নিয়ে পরীক্ষা করতেই ‘চক্ষু ছানাবড়া’ পুলিশের
অস্ত্রোপচারের পর হাসপাতালের তরফে জানানো হয়, ওই নাবালকের শারীরিক অবস্থা স্থিতিশীল। ঋষভ যে বাসে ছিল, সেটি একটি বেসরকারি বাস- থ্রি-সি বাই ওয়ান রুটের। দুর্ঘটনার পর সেটি ওখানে না-থেমে বেরিয়ে যায়। পরে পুলিশ ওই এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে বাসটিকে শনাক্ত করে আটক করে। ঋষভের বাবার অভিযোগের ভিত্তিতে পুলিশ বাসের চালক ও কন্ডাক্টরকে গ্রেপ্তার করেছে।

সকাল সকাল, স্কুলশুরু হওয়ার ঠিক আগে ওই ঘটনায় ডিপিএস রুবি পার্কের বহু পড়ুয়ার অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। উদ্বিগ্ন হন স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের একাংশও। যেখানে ঘটনাটি ঘটে, তার অদূরে, রাজডাঙা চক্রবর্তী পাড়া রোডে ডিপিএস রুবি পার্কে সিনিয়র স্কুল, যেখানে ঋষভের ক্লাস হয়।

Kolkata Bus : মেয়াদ উত্তীর্ণ সরকারি বাস পথে? উঠল অভিযোগ
পুলিশ সূত্রের খবর, এ দিন দুপুরে কলকাতা পুলিশের কর্তারা ওই জখম পড়ুয়ার সঙ্গে কথা বলেন। পুলিশের বক্তব্য, ঋষভ জানিয়েছে, সে বাসের দরজার মুখে সিঁড়িতে দাড়িয়েছিল। তার বক্তব্য, অনেক সময়ে স্কুলের স্টপ চলে এলেও বাস সেখানে না-থেমে অনেকটা দূরে নিয়ে যাত্রীদের নামায়। এ দিনও তেমনটা হবে ভেবে সে চলন্ত বাস থেকে নামতে গিয়েছিল।

Kolkata Road Accident : ইদের দিনেই সল্টলেক-হাওড়ায় দুটি পৃথক দুর্ঘটনায় মৃত ১, জখম ২ বাইক আরোহী
তখনই ওই ঘটনা। ঘটনাস্থলে কর্তব্যরত ট্র্যাফিক পুলিশের কর্মী ও অফিসাররা ওই জখম স্কুলপড়ুয়াকে উদ্ধার করতে ছুটে যান। ঋষভের বাড়ির লোকজনকে পুলিশই ফোন করে দুর্ঘটনার খবর দেয়। ঋষভের মা-বাবা জানান, তাদের ছেলে রোজ সাধারণত বাসে করেই স্কুলে যাতায়াত করত।

লালবাজারের এক কর্তা জানিয়েছেন, দুর্ঘটনার পরেও বাসটি কেন থামল না, ধৃত বাসচালককে জেরা করে সেটা জানার চেষ্টা হচ্ছে। স্থানীয় একটি সূত্রের খবর, বাসটির পিছনেই একই রুটের অন্য একটি বাস চলে আসায় চালক তাড়াহুড়ো করছিলেন। লালবাজারের এক কর্তার বক্তব্য, ‘বহু পড়ুয়া স্কুলবাসে যাতায়াত করে না, তারা একাই যাতায়াত করে বিভিন্ন সরকারি ও বেসরকারি বাসে। পড়ুয়াদের বাসে ওঠা ও নামার সময়ে চালক ও কন্ডাক্টররা যাতে বিশেষ ভাবে সতর্ক থাকেন, তা নিয়ে ধারাবাহিক প্রচার চালানোর ব্যাপারে আলোচনা চলছে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *