ফের বাড়বে গরম
হাওয়া অফিস জানাচ্ছে, আবারও দক্ষিণবঙ্গের তাপমাত্রা বাড়তে চলেছে। তিন থেকে চার ডিগ্রি তাপমাত্রা বাড়বে দিনের বেলায়। আগামী পাঁচদিনের মধ্যেই আরামদায়ক আবহাওয়া চলে গিয়ে ফিরবে জ্বালাপোড়া গরম। বুধ এবং বৃহস্পতিবার স্থানীয় ভাবে মেঘ তৈরি হয়ে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বেশ কিছু জেলায়। কিন্তু, তা স্থায়ী হবে না বলেই জানাচ্ছে আলিপুর। তারপর আবার সেই ভ্যাপসা গরম ফিরবে। এদিকে উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলা অর্থাৎ জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং দার্জিলিঙে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা। বাকি দুই দিনাজপুর এবং মালদায় বৃষ্টিপাতের সম্ভাবনা খুব কম।
কলকাতায় ফের ভ্যাপসা গরম
জানা গিয়েছে, কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে সামান্য বৃষ্টি হতে পারে তবে। আকাশ আংশিক মেঘলা থাকবে। মঙ্গলবার কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৭ ডিগ্রি সেলসিয়াস (Kolkata Temperature)। যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি কম। বুধবার সকালের সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৩ ডিগ্রি সেলসিয়াস । বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে ৫০ থেকে ৮৬ শতাংশ।
কলকাতা শহরে গত দু’দিন ধরে আবহাওয়া ছিল মনোরম। দিনভর মেঘলা ছিল শহরের আকাশ। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গেই কালো মেঘে ঢেকে যায় শহর। সোমবার ঝেঁপে বৃষ্টি নামে শহরে । দোসর ছিল ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। মঙ্গলবার পর্যন্ত আবহাওয়া এমনই মনোরম ছিল। দু’দিনের জন্য হলেও তাপপ্রবাহ থেকে অবশেষে মুক্তি পেল তিলোত্তমা। কিন্তু, দু’দিন যেতে না যেতেই ফের ফিরল ভ্যাপসা এবং অস্বস্তিকর পরিস্থিতি। মঙ্গল সন্ধ্য়ার পর থেকেই আর্দ্রতাজনিত অস্বস্তি বেড়েছে শহরে। গলদর্ঘম অবস্থা ফিরেছে কলকাতায়। যা আগামী কয়েকদিন থাকবে বলেই মনে করা হচ্ছে ।
অন্যদিকে, কেবলমাত্র এ রাজ্যই নয়, বৃষ্টির শেষে ফের একবার তাপমাত্রার পারদ চড়তে পারে উত্তর ভারতের রাজ্যগুলিতেও। দিল্লি, পঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, হিমাচল প্রদেশেও নতুন করে আপাতত আর ঝড়-বৃষ্টির কোনও পূর্বাভাস নেই ।