Kurmi Protest: নবান্নে ডেকে দুর্ব্যবহারের অভিযোগ, কুড়মিদের ডাকা ১২ ঘণ্টার বনধে ব্যাপক প্রভাব জেলায় জেলায় – kurmi called 12 hrs strike in jhargram bankura purulia and west midnapore


রেল রোকো থেকে ছদিনের টানা রাস্তা অবরোধের এক মাস কাটতে না কাটতেই ফের দাবি আদায়ে পথে কুড়মিরা। বুধবার সকাল ছটা থেকে বনধের ডাক কুড়মিদের। জঙ্গলমহলের চার জেলা ঝাড়গ্রাম,পুরুলিয়া,বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুরে এদিন সকাল ছ’টা থেকে সন্ধ্যা ছ’টা পর্যন্ত ১২ ঘণ্টা বনধের ডাক দেয় কুড়মি সামাজিক সংগঠনের ঘাঘর ঘেরা কেন্দ্রীয় কমিটি ।বুধবার সকাল থেকে বিভিন্ন জেলায় কুড়মিদের হুড়কা জ্যাম অবরোধ শুরু হয়েছে। ঝাড়গ্রাম, মেদিনীপুরে বনধের ব্যাপক প্রভাব পড়েছে বলে দাবি স্থানীয়দের। জেলায় জেলায় গুরুত্বপূর্ণ মোড়ে অবরোধের জেরে দুর্ভোগে সাধারণ মানুষ। সকাল ৬টা থেকে সন্ধে ৬টা অবধি চলবে এই বনধ।

Kurmi Protest: ‘কিছু কুড়মি নেতা অন্য রাজনৈতিক দলের হয়ে গান গাইছেন…’, আন্দোলনকে কটাক্ষ করে ভোটে লড়ার চ্যালেঞ্জ তৃণমূল বিধায়কের

আলোচনার নামে নবান্নে ডেকে তাদের প্রতিনিধিদের সঙ্গে ‘দুর্ব্যবহার’ করার অভিযোগ এনেছেন কুড়মি সম্প্রদায়ের আন্দোলনকারীরা। সেই ঘটনার প্রতিবাদ জানিয়ে এবং নিজের দাবি তুলে ধরে ১২ ঘন্টার বনধের ডাক দিয়েছে আদিবাসী কুড়মি সমাজ।

বাঁকুড়া

বুধবার সকাল থেকে এই বনধের জেরে বাঁকুড়ার জঙ্গলমহলের স্বাভাবিক জনজীবন ব্যাহত। সরকারি-বেসরকারি যানবাহন রাস্তায় নামেনি। সিমলাপালের বিক্রমপুর,খাতড়া সহ জঙ্গল মহলের একাধিক জায়গায় দোকানপাট বন্ধ। একইসঙ্গে বাঁকুড়া-ঝাড়গ্রাম রাজ্য সড়কের উপর বিক্রমপুর মোড়ে পথ অবরোধ করেছেন ওই সংগঠনের সদস্যরা।

মেদিনীপুর

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী মেদিনীপুরেও শুরু বনধ কর্মসূচি। বুধবার সকাল থেকে কেশিয়াড়ীর হাতিগেড়িয়া এলাকায় ব্যাসস্ট্যান্ড এ রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি শুরু করে কুড়মি সংগঠনের নেতৃত্বরা। কুড়মিদের ডাকা হুরকা জ্যাম এর ব্যাপক প্রভাব পড়েছে একদা মাহমুধ্যুষিত পিড়াকাটায়। সকাল থেকেই বন্ধ দোকানপাট। রাস্তাঘাট শুনশান। অশান্তি আটকাতে এলাকায় মোতায়েন পুলিশ বাহিনী। কুড়মিদের ডাকা হুরকা জ্যাম এর ব্যাপক প্রভাব পড়ল একদা মাহমুধ্যুষিত পিড়াকাটায়। সকাল থেকেই বন্ধ দোকানপাট। রাস্তাঘাটে শুনশান। এলাকায় মোতায়েন পুলিশ বাহিনী।

Kurmi Protest: শাসক থেকে মুখ ফেরাচ্ছে কুড়মি সমাজ? নেতাদের মুখে শুধু, ‘বঞ্চনা আর বঞ্চনা’

উল্লেখ্য, এসটি তালিকাভুক্ত হওয়ার ক্ষেত্রে অবিলম্বে রাজ্যের তরফে সিআরআই জাস্টিফিকেশন কেন্দ্রের কাছে পাঠানোর দাবিতে বুধবার সকাল থেকেই কুড়মি সমাজের ডাকা হুড়কা জ্যাম চলছে জঙ্গলমহল জুড়ে। জেলার অন্যান্য প্রান্তে বন্ধের সেরকম প্রভাব না পড়লেও শালবনি ব্লকের পিড়াকাটায় বন্ধের প্রভাব চোখে পড়ার মতো।

ঝাড়গ্রাম

বুধবার সকাল থেকে ঝাড়গ্রাম শহরের প্রাণকেন্দ্র পাঁচ মাথার মোড় প্রায় জনশূন্য বললেই চলে । খাঁ খাঁ করছে রাস্তাঘাট । যেখানে সকালবেলায় দাঁড়িয়ে থেকে দূরপাল্লার বহু সরকারি এবং বেসরকারি বাস সেখানে কেবলমাত্র একটি সরকারি বাস দাঁড়িয়ে রয়েছে তাও আবার রাস্তা বন্ধ থাকায় কলকাতা না গিয়ে ফিরে এসেছে পাঁচ মাথার মোড়ে । সরকারি বাসের কন্টাকটার সুনিত বিষয় বলেন, “সকালে বাস নিয়ে বেরিয়েছিলাম । কিন্তু রাস্তা বন্ধ থাকায় আবার ফিরে এসেছি । কলকাতা যাবার কথা ছিল যেতে পারিনি । বনধের জেরে সকাল থেকে এখানে কোন বেসরকারি বাসেরও দেখা নেই। ভাবছি বাস ডিপোতে ফিরে যাব।”

Kurmi Protest : দীর্ঘদিনের বঞ্চনাতেই ক্ষোভের বহিঃপ্রকাশ? জানুন কুড়মি সমাজের ইতিহাস-আন্দোলনের কারণ

কুড়মি সামাজিক সংগঠনের লোকেরা সরকারি অফিস, ব্যাঙ্ক সহ বিভিন্ন প্রতিষ্ঠানে তাদের সামাজিক সংগঠনের পতাকা বেঁধে দিয়েছে। ঝাড়গ্রাম পুরসভার গেটে বাঁধা রয়েছে কুড়মি সামাজিক সংগঠনের ঝান্ডা । ঝাড়গ্রাম জেলা শহরের পাশাপাশি ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি, শিলদা, বিনপুর, গিধনি, জামবনি গোপীবল্লভপুর, সাঁকরাইলেও যথেষ্ট প্রভাব পড়েছে কুড়মিদের ডাকা বনধের । আদিবাসী জনজাতি কুড়মি সমাজের রাজ্য সভাপতি শিবাজী মাহাতো বলেন, “এদিন সকাল থেকে বনধের যথেষ্ট প্রভাব পড়েছে । আমাদের দাবিগুলিকে সাধারণ মানুষ সমর্থন করছে । তাই এই বনধ সাধারণ মানুষ সমর্থন করেছে সেই জন্যই রাস্তাঘাট ফাঁকা রয়েছে এবং দোকানপাট বন্ধ রয়েছে”।

প্রসঙ্গত, তফশিলি জাতিভুক্ত করা, কুড়মালি ভাষাকে অষ্টম তপশিলের অন্তর্ভূক্ত করা ও সারনা ধর্মের পৃথক কোড চালুর দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন কুড়মি সমাজের মানুষ৷ কুড়মি সমাজের তরফে দাবি করা হয়েছে, স্বাধীনতার আগে এরা ‘তফশিল জাতি’ ভুক্ত ছিলেন৷ কিন্তু, দেশ স্বাধীন হওয়ার পরে কোন অজ্ঞাত কারণে হঠাৎই এই সম্প্রদায়ের তালিকা থেকে তাদের নাম বাদ দেওয়া হয়৷ ফলে অনগ্রসর শ্রেণীর হলেও শুধুমাত্র সরকারিভাবে তালিকাভুক্ত না হওয়ার কারণে সমস্ত ধরণের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত থাকতে হচ্ছে৷

Balurghat News : দণ্ডি বিতর্কের আবহে সরকারি সুযোগ-সুবিধা ঠিকঠাক পাচ্ছেন তো? খোঁজ নিতে সারপ্রাইজ ভিজিটে জেলাশাসক

কুড়মি সমাজের তরফে এদিন দাবি করা হয়েছে, দীর্ঘ সাত বছর হয়ে গেলেও রাজ্য সরকার সঠিক সি.আর.আই রিপোর্ট এখনও কেন্দ্রের কাছে পাঠায়নি। গত ৭৩ বছরের যন্ত্রণা থেকে মুক্তি পেতে আন্দোলন ছাড়া দ্বিতীয় কোনও পথ খোলা নেই, তাই তাঁরা রাস্তায় নেমেই আন্দোলনে নেমেছেন বলে জানিয়েছেন।

ধারাবাহিক রেল রোকো, পথ অবরোধের পর সমস্যা সমাধানে সম্প্রতি নবান্নের কুড়মি সমাজের প্রতিনিধিদের ডাকা হয়, কিন্তু আলোচনার নামে ওই প্রতিনিধিদের সঙ্গে ‘দুর্ব্যবহার’ করা হয় বলে অভিযোগ তুলেছেন আন্দোলনকারীরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *