Malda School Attack: হাতে পিস্তল, পায়ে ছুরি! মালদার স্কুলে বন্দুকবাজের হামলার কারণ কী? – hostage situation in malda school know the details of accused person


রাজ্যের সাম্প্রতিক সময় তো নয়ই, মালদার স্কুলের মতো ঘটনা বলা ভালো, ‘হস্টেজ সিচুয়েশন’ আদৌ বাংলায় কোনওদিন ঘটেছে কি না তা অনেকেই মনে করতে পারছেন না। কিন্তু শীর্ণকায় চেহারা, চোখে চশমা পরা ওই ব্যক্তি এমন কাণ্ড ঘটালেন কেন? কোনও কোনও মহলের দাবি, মানসিক ভারসাম্য ঠিক নেই ওই ব্যক্তির। স্থানীয় অনেকের দাবি, প্রায় এক বছর ধরে স্ত্রী-সন্তান নিখোঁজ৷ সন্ধান পেতে একাধিকবার পুলিশের দ্বারস্থ হয়েছেন৷ কাজ হয়নি। ভয় দেখিয়ে কাজ উদ্ধারেই এই কাজ। পুলিশ তদন্ত করে দেখছে গোটা ঘটনা। তবে এই ঘটনা রীতিমতো চিন্তায় ফেলেছে পুলিশের কর্তাদের।

এর আগেও বিষয়টি সকলের নজরে আনতে সোশাল মিডিয়ায় পিস্তল দেখিয়ে ভিডিয়ো পোস্ট করেছে অভিযুক্ত। তা ভাইরাল হতেই অভিযোগ দায়ের হয় ৷ তার জেরে তাকে জেলেও যেতে হয়েছে৷ জামিনে মুক্তি পেয়েই কি সে ফের নেমে পড়েছেন স্ত্রী-সন্তানের খোঁজে? খতিয়ে দেখছে পুলিশ।

Malda School Gunman : ‘এটা চক্রান্ত! পুলিশ বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে’, মালদার স্কুলে বন্দুকবাজ হামলায় মন্তব্য মমতার
পিস্তল হাতে রীতিমতো রণংদেহী মেজাজে ক্লাসরুমে ঢুকে পড়ে সে। পড়ুয়া ও শিক্ষকদের খুনের হুমকি দিতে থাকে মালদার মুচিয়া গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা দেব বল্লভ। বয়স তার ৪৪ মতো। বুধবার স্কুল চলাকালীন তার এমন কাণ্ডে আতঙ্ক ছড়িয়ে পড়ে স্কুলে ৷ শুধু হাতে পিস্তলই নয়, নিজের ব্যাগে কয়েকটি পেট্রল বোমাও নিয়ে এসেছিল সে৷ ক্লাসরুমের টেবিলে সেই পেট্রোল বোমা সাজিয়েও রেখেছিলেন৷

Malda School : মালদার স্কুলে আগ্নেয়াস্ত্র হাতে যুবক, পণবন্দি করার চেষ্টা! স্কুল ঘিরল পুলিশ
পিস্তাল ধরার কায়দা দেখে, সে যে পাকা দুষ্কৃতী নয় তা কিন্তু পুলিশ কর্তারা মনে করছেন। তবে অপরাধ বিজ্ঞান বলে, মানুষ মরিয়া হয়ে যখন এমন কাণ্ড ঘটায় তা কিন্তু ভয়াবহ হতে পারে। কারণ, বেপোরয়া হয়েই এমন সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে পুলিশ বুদ্ধিমত্তার পরিচয় না দিলে অপ্রীতিকর অনেক কিছুই ঘটে যেতে পারত। DSP (DNT) আজহারউদ্দিন খান অভিযুক্তর দিকে অকুতোভয় হয়ে ধেয়ে না গেলে অভিযুক্ত খেই হারাত না। তারপর যদিও স্থানীয় মানুষজনই তাকে মারধর করে পুলিশের হাতে তুলে দেয়।

Mamata Banerjee Kaliyaganj Case: ‘লাভ ইস্যু কিন্তু নাবালিকা আত্মহত্যা করেনি…’, কালিয়াগঞ্জকাণ্ডে পুলিশি ভূমিকায় চরম ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী
একটি সূত্রে খবর, ধৃত দেব বল্লভের স্ত্রী গত পঞ্চায়েত নির্বাচনে বিজেপির টিকিটে পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির সদস্য নির্বাচিত হয়েছিলেন৷ কিন্তু বছরখানেক ধরে তাঁর কোনও খোঁজ নেই৷ মায়ের সঙ্গেই নিখোঁজ দেববাবুর একমাত্র ছেলেও৷ স্ত্রী ও ছেলের খোঁজে এক বছর ধরে চেষ্টা করে চলেছেন তিনি৷ সফল হননি, মনে করা হচ্ছে, স্ত্রী-সন্তানকে খুঁজে পেতে প্রশাসনের উপর চাপ বাড়াতেই সে এই কাজ করেছেন৷ সে নিজেই ক্যামেরার সামনে বলেছে, ‘আমার ছেলে-স্ত্রীকে অপহরণ করা হয়েছে অনেকদিন আগে। আমি মিসিং ডায়েরিও করেছিলাম। আমাকে ব্ল্যাক মেইল করা হয়েছে। পুলিশ ডেকে পাঠিয়ে আমার সমস্যা না মিটিয়ে উলটো চাপ দিয়েছে।’

Dakshin Dinajpur : দণ্ডিকাণ্ডের পর ফের বিতর্ক, আদিবাসীদের ‘নিচুজাত’ সম্বোধনে হিলি থানায় ঘেরাও
পুলিশ সুপার প্রদীপকুমার যাদব বলেন, ‘আগেও এই অভিযুক্ত ফেসবুকে হুমকি দেওয়ার জন্য গ্রেফতার হয়েছেন। ওর একটা পারিবারিক সমস্যা রয়েছে। গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কী ভাবে তিনি স্কুলে ঢুকে গেলেন তাও খতিয়ে দেখা হচ্ছে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *