Malda School Gunman : ‘রোখ চেপে, টার্গেট তখন একটাই!’ মুখ খুললেন মালদায় ৭০ শিশুর প্রাণরক্ষার নায়ক – malda dsp d&t azharuddin khan opens mouth on gunman incident rescue operation


মালদার স্কুলে আগ্নেয়াস্ত্র ও পেট্রোল বোমা নিয়ে হানা দেয় এক বন্দুকবাজ। মুচিয়া চন্দ্রমোহন হাইস্কুলের একটি ক্লাসরুমে ঢুকে ৭০ জন পড়ুয়াকে পণবন্দি করার চেষ্টা করে ওই বন্দুকবাজ। আগ্নেয়াস্ত্র উঁচিয়ে পড়ুয়াদের গুলি করার হুমকি দিতে থাকে। তখন হঠাৎ করে আকাশি টিশার্ট পরা এক ব্যক্তিকে ওই বন্দুকবাজের দিকে ঝাঁপিয়ে পড়তে দেখা যায়। হঠাৎ হানা সামাল দিতে পারেনি বন্দুকবাজ। এরপরই পুলিশকর্মীরা ক্লাসে ঢুকে ওই বন্দুকবাজকে ধরে ফেলেন।

উঁচিয়ে রাখা বন্দুকের মুখেও জীবনের তোয়াক্কা না করে শিশুদের প্রাণ বাঁচাতে যে ব্যক্তি ঝাঁপিয়ে পড়লেন, তাঁর পরিচয় জানতে গোটা রাজ্যবাসীর মনে কৌতুহল দানা বেঁধেছিল। শেষমেশ জানা গেল ওই ব্যক্তির পরিচয়। তিনি মালদা পুলিশের ডিএসপি ডি অ্যান্ড টি আজহারউদ্দিন খান।

Malda School Gunman : ‘এটা চক্রান্ত! পুলিশ বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে’, মালদার স্কুলে বন্দুকবাজ হামলায় মন্তব্য মমতার
আগ্নেয়াস্ত্র দেখেও তার সামনে ঝাঁপিয়ে পড়ার আগে একবারও প্রাণের মায়া হল না? মালদা থেকে ফোনে এই সময় ডিজিটালকে এই প্রসঙ্গে ডিএসপি আজহারউদ্দিন খান বলেন, “৭০টি শিশু প্রাণের থেকে কি আমার জীবনের মূল্য বেশি? কখনই নয়। ওই পরিস্থিতিতে আমার এত কিছু মাথায় ছিল না। আমরা যখন খবর পেয়ে ওই স্কুলে যাই, একটা জিনিসই ভাবছিলাম যেভাবেই হোক ওই ক্লাসরুমে উপস্থিত প্রত্যেক শিশুকে অক্ষত অবস্থায় বের করতে হবে।”

তিনি আরও বলেন, “জন্ম-মৃত্যু সবই আল্লার হাতে। আল্লা না চাইলে কেউ কারও প্রাণ নিতে পারবে না। তখন ওই স্কুলে কোনওকিছু ভাবার মতো পরিস্থিতি ছিল না। স্কুলে বাচ্চারা অক্ষত অবস্থায় রয়েছে। এর থেকে বড় আর কী হতে পারে।”

Malda School : মালদার স্কুলে আগ্নেয়াস্ত্র হাতে যুবক, পণবন্দি করার চেষ্টা! স্কুল ঘিরল পুলিশ
এদিন মালদার স্কুলে তৎপরতা ও পুলিশের ভূমিকার প্রশংসা করছেন সকলে। তাঁদের মতে পুলিশ দ্রুত পদক্ষেপ না করলে বড় ধরনের ঘটনা ঘটতে পারত। এমনকী এদিন নবান্ন থেকে পুলিশের ভূমিকার প্রশংসা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বলেন, “মালদাতে আরও বড় ধরনের ঘটনা ঘটতে পারত। পুলিশ বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে।” মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায় ও জেলার পুলিশ সুপারকেও ধন্যবাদ জানিয়েছেন আজহারউদ্দিন বাবু।

Mamata Banerjee Kaliyaganj Case: ‘লাভ ইস্যু কিন্তু নাবালিকা আত্মহত্যা করেনি…’, কালিয়াগঞ্জকাণ্ডে পুলিশি ভূমিকায় চরম ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী
এদিন পিঠে কালোব্যাগ ও হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে মালদার স্কুলে ঢুকে পড়ে দেব বল্লভ নামে ওই ব্যক্তি। ক্লাসরুমে ঢুকে পড়ে বন্দুক উঁচিয়ে পড়ুয়াদের হুমকি দেয় ওই ব্যক্তি। ওই ব্যক্তি দাবি করতে থাকে, তাঁ স্ত্রী চলে গিয়েছেন এবং তাঁর পুত্রও নিখোঁজ। শেষমেশ তাঁকে আটক করে মালদা থানায় নিয়ে যাওয়া হয়। ওই ব্যক্তির থেকে দুটি আগ্নেয়াস্ত্র ও পায়ে বাঁধা ছুরি উদ্ধার করা হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *