Malda School Gunman : ‘এটা চক্রান্ত! পুলিশ বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে’, মালদার স্কুলে বন্দুকবাজ হামলায় মন্তব্য মমতার – conspiracy is there in malda school gunman case says cm mamata banerjee


মালদার স্কুলে ঢুকে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে পড়ুয়াদের পণবন্দি করার চেষ্টা করেন এক ব্যক্তি। নবান্নে সাংবাদিক বৈঠকে থেকে মুখ খোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোনও বড় ধরনের দুর্ঘটনা রোধ করার জন্য পুলিশ ও মালদার সাংবাদিকদের প্রশংসা শোনা যায় মুখ্যমন্ত্রীর মুখে।

বুধবার মালদার ঘটনা প্রসঙ্গে নবান্নের সাংবাদিক বৈঠক থেকে মমতা বলেন, “মালদার ঘটনা পুলিশ বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে। সাংবাদিকরাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ভগবানকে ধন্যবাদ যে এত বড় ঘটনা থেকে রক্ষা পাওয়া গিয়েছে। স্কুলে শিক্ষক ও পডুয়াদের পাশাপাশি পুলিশকর্মীরাও সুস্থ রয়েছেন।”

Malda School : মালদার স্কুলে আগ্নেয়াস্ত্র হাতে যুবক, পণবন্দি করার চেষ্টা! স্কুল ঘিরল পুলিশ
মমতা আরও বলেন, “চক্রান্ত করে যে কায়গায় পণবন্দি করার চেষ্টা হয়েছিল, সেই ঘটনাটিকে পুলিশ বুদ্ধিমত্তার সঙ্গে টেনে ফেলে দিয়েছে। স্কুলে অভিভাবক থেকে শুরু করে সবাই ঢোকে। আমি স্কুল কমিটিকে বলব নজর রাখার জন্য। প্রয়োজন হলে স্কুলের গেটে দারোয়ান রাখা যেতে পারে। আপনারা দরকারে পুলিশরে সাহায্য নিতে পারেন। আইডি কার্ড ছাড়া কেউ তো এখন স্কুলেও ঢুকতে পারে না। বাচ্চাদেরও আইডি কার্ড রয়েছে। এইসব পরিকল্পনা চলবে।”

মুখ্যমন্ত্রী বলেন, “গ্রাম বাংলার মানুষ অনেক সহজ সরল। তারা ভেবেছে কোনও অভিভাবক স্কুলে ঢুকছেন। এখন এত সহজভাবে সব কিছু নিলে চলবে না। এই যুগটা সাইবার ক্রাইমের যুগ। ফোনের মাধ্যমেও এখন চক্রান্ত করা হয়। সেই কারণে আমি সব এলাকায় সবাইকে সতর্ক থাকার জন্য বলব।

Mamata Banerjee Justice Abhijit Ganguly : ‘বিজেপির কথায় চাকরি খেয়ে নেওয়া হয়েছে..’, নাম না করে বিচারপতি গঙ্গোপাধ্যায়কে নিশানা মমতার?
বুধবার মালদার মুচিয়া চন্দ্রমোহন হাইস্কুলে ঢুকে পড়েন এক ব্যক্তি।ক্লাস চলাকালীন স্কুলে ভিতরে ঢুকে পড়ে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে পড়ুয়াদের হুমকি দিতে থাকে ওই ব্যক্তি। হালকা নীল রঙের জামা পরা ওই ব্যক্তির পিঠে একটি কালো রঙের ব্যাগ ছিল। টেবিলের উপর দুটি পেট্রোল বোমার বোতল রেখে সে হুমকি দিতে থাকে যে তাঁকে বাধা দেওয়ার চেষ্টা করা হলে তিনি বিস্ফোরণ করবেন।

এই ঘটনায় মুচিয়া চন্দ্রমোহন হাইস্কুলে শোরগোল পড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে মালদা থানার বিশাল পুলিশ বাহিনী। প্রথম থেকে তৎপরতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করার চেষ্টা করেন পুলিশ আধিকারিকরা। ডিএনটি ডিএসপি আজারউদ্দিন খানও ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হন।

Delhi Public School : বিস্ফোরণে দিল্লি পাবলিক স্কুল ওড়ানোর হুমকি, আতঙ্কে পড়ুয়ারা
ক্লাসরুমের বাইরে রণকৌশল ঠিক করতে ব্যস্ত ছিলেন পুলিশ আধিকারিকরা। তখনই অতর্কিতে জীবনের তোয়াক্কা না করে বন্দুকবাজের উপর ঝাঁপিয়ে পড়েন ওই পুলিশ আধিকারিক। তাঁকে কোনওক্রমে নিরস্ত্র করতেই অন্যান্য পুলিশ আধিকারিকরা সেখানে ঢুকে ওই ব্যক্তিকে ধরে ফেলেন। তাঁকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশের অনুমান ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন। সেই কারণেই এই ঘটনা ঘটিয়েছেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *