কালিয়াগঞ্জকাণ্ড নিয়ে অবশেষে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনায় পুলিশি ভূমিকায় ব্যাপক ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। একইসঙ্গে ঘটনায় অশান্তির ক্ষেত্রে বিজেপির চক্রান্ত রয়েছে বলে অভিযোগ তাঁর।এদিন নবান্নে সাংবাদিক বৈঠক থেকে কালিয়াগঞ্জে নাবালিকার রহস্যমৃত্যুর ঘটনা প্রসঙ্গে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ”খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। প্রাথমিকভাবে যা জানতে পেরেছি এটা একটা প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু সেটা নিয়ে কোনও কথা বলতে চাই না। কারণ, পুলিশ পুরো বিষয়টি তদন্ত করে দেখছে। আমি নিজে পুলিশকে বলেছি ঘটনায় কড়া পদক্ষেপ নিতে। ঘটনাটি নিয়ে অনেক ভুল তথ্য ছড়িয়েছে। চিকিৎসক বলছেন, বিষের কারণে নাবালিকার মৃত্যু। তবে এটা নিশ্চিত ওই নাবালিকা আত্মহত্যা করেনি।” Kaliyaganj Police Station Fire: কালিয়াগঞ্জে তাণ্ডব! অর্ধনগ্ন করে বেধড়ক মার, বিক্ষোভকারীদের কাছে প্রাণভিক্ষা রক্তাক্ত পুলিশকর্মীদের
এখানেই শেষ নয়, কালিয়াগঞ্জে নাবালিকা দেহ উদ্ধার নিয়েও পুলিশি গাফিলতির অভিযোগ সামনে আসে। সেই প্রসঙ্গে কালিয়াগঞ্জের পুলিশের ভূমিকার সমালোচনা করেন তিনি। এই বিতর্কে ভুল স্বীকার করে ভবিষ্যতের জন্য বড় সিদ্ধান্ত নেন তিনি। কালিয়াগঞ্জকাণ্ডের পর এবার থানাগুলিকে ১০টি করে শববহনকারী ব্যাগ দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, কোভিডের সময় যেরকম ব্যাগে মৃতদেহ নিয়ে যাওয়া হত শেষকৃত্যের জন্য, এবার থেকে মৃতদেহ নিয়ে যাওয়ার জন্যে থানাকেও সেরকমই প্লাস্টিক ব্যাগ দেওয়া হবে।
একইসঙ্গে তিনি বলেন, ”কালিয়াগঞ্জের ঘটনা দুর্ভাগ্যজনক। নির্যাতিতার পরিবারের পাশে আছে সরকার। ডেডবডি ওইভাবে নিয়ে যাওয়া উচিত হয়নি। মৃতদেহ জীবিত অবস্থার থেকেও আরও সম্মানীয়। সেটা লক্ষ্য রাখা উচিত ছিল। কিন্তু, সেসময় পুলিশকে লক্ষ্য করে ঢিল ছুঁড়ছিল কয়েকজন।” মুখ্যমন্ত্রীর মতে, বিহার থেকে লোক ঢুকিয়ে পরিবেশ অশান্ত করে তুলছে বিজেপি।