Siliguri News : শিলিগুড়ির ক্লাবে তালা ভেঙে ট্রফি গায়েব! তদন্তে নেমে কুল কিনারা পাচ্ছে না পুলিশ – cricket tournament trophy theft from siliguri club police started investigation


শিলিগুড়িতে আজব চোরের ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে।। চোরের কাণ্ড দেখে চমকে গেলেন সকলে। এমনকি তদন্ত এসেও পুলিশও অবাক। মঙ্গলবার রাতে শিলিগুড়ির ৬ নম্বর ওয়ার্ডে স্বস্তিকা যুবক সংঘে চুরির ঘটনা ঘটে। বুধবার দুপুরে ক্লাবের সদস্যরা এসে দেখেন যে ক্লাবের দরজার তালা ভাঙা। ক্লাবের সদস্যরা ভেবেছিলেন ভিতর থেকে সব হয়তো চুরি হয়ে গিয়েছে।

এদিন ক্লাবে ঢোকার পর সদস্য ও কর্মকর্তারা দেখেন ক্লাবের মধ্যে টিভি, টেবিল সবই রয়েছে। কিন্তু খোয়া গিয়েছে ট্রফি। কিছুদিন আগে শিলিগুড়ি মহকুমার ক্রীড়া পরিষদের শিলিগুড়ি সুপার ডিভিশন ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন হয়েছিল স্বস্তিকা যুবক সংঘ। সেই লিগের চ্যাম্পিয়ন ট্রফিটি চুরি করে পালিয়েছে চোর। এছাড়াও আরও কিছু ট্রফি চুরি গিয়েছে ক্লাব ঘর থেকে।
North Bengal Medical College : সরকারি হাসপাতাল থেকে শিশু চুরি! স্কেচের সূত্রে মা-র কোলে নবজাতককে ফেরাল পুলিশ
ক্লাবের চুরির ঘটনার পর সদস্যরা পুলিশে খবর দিলে খালপাড়া ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে যায়।ক্লাবে মূল্যবান ও অত্যাধুনিক টিভি থাকতেও শুধু ট্রফি চুরি করা হয়েছে দেখে ক্লাব সদস্যদের পাশাপাশি হতবাক পুলিশকর্মীরা। ঠিক কী কারণে এই ঘটনা তা ঠাওর করে উঠতে পারছেন না পুলিশকর্মীরা। এলাকার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করার চেষটা করছে পুলিশ।

পুলিশের অনুমান নেশায় আসক্তদের একাজ হতে পারে। এর আগেও ওই এলাকায় কিছু জায়গায় চুরি হয়েছে। মাঝেমধ্যেই রাতে ট্রেন লাইনের পাশে নেশার আসর বসে বলে অভিযোগ বাসিন্দাদের। এ নিয়ে পুলিশেও অভিযোগ দায়ের হয়েছে। ওই ক্লাব থেকে চুরি হওয়া পিতলের ট্রফি বিক্রি করে নেশার টাকা জোগাড় করার জন্য এসব হয়ে থাকতে পারে বলে অনুমান ক্লাব সদস্যদের।

Toronto Airport : দুঃসাহসিক! কানাডা বিমানবন্দর থেকে চুরি গেল দেড় কোটি ডলারের সোনার কন্টেনার
এদিন ক্লাবের কর্মকর্তা মনোজ ভার্মা বলেন, “এর আগে কোনোদিন ক্লাবে চুরির ঘটনা ঘটেনি। কিছুদিন আগে ক্লাবে ক্রিকেট লিগে শিলিগুড়িতে চ্যাম্পিয়ন হয়েছিল। পিতল এর তৈরি একটি ট্রফি দেওয়া হয়েছিল। সেই ট্রফিটি সহ কিছু ট্রফি চুরি গিয়েছে।

NJP Railway Station : এনজেপি স্টেশনে ধারাল অস্ত্রের কোপ যুবকের! আতঙ্কে কাঁটা পর্যটকরা
শিলিগুড়ি শহরে মাঝেমধ্যেই বিভিন্ন দোকান ও বাড়িতে চুরির ঘটনা ঘটছে। দেখা যাচ্ছে মূলত নেশায় আসক্তরা এই চুরির ঘটনার সঙ্গে যুক্ত। যেকারণে কিছু জায়গায় বারবার চুরির ঘটনায় অতিষ্ঠ হয়ে উঠেছেন বাসিন্দারা। তাঁদের দাবি পুলিশকে জানানো হলেও যথাযথ পদক্ষেপ করা হয়নি। শিলিগুড়ির বাসিন্দা প্রবীর পাল বলেন, “এখানে মাঝেমধ্যে চুরির ঘটনা ঘটে। একাধিকবার পুলিশকে জাানানো হলেও কোনও পদক্ষেপ করা হয়নি। চুরি নিয়ে কঠোর পদক্ষেপ করা উচিত।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *