Sprite Ad Nawazuddin : স্প্রাইটের বিজ্ঞাপনে বাঙালিকে অপমান, নওয়াজউদ্দিন সিদ্দিকির নামে পুলিশে অভিযোগ – complaint filed in kolkata police against nawazuddin siddiqui and sprite india ceo for allegedly hurting bengali sentiments in an advertisement


নওয়াজউদ্দিন সিদ্দিকির বিরুদ্ধে এবার অভিযোগ দায়ের হল কলকাতা পুলিশে। অভিযোগ, বাঙালি ভাবাবেগে আঘাত করেছেন অভিনেতা। সমগ্র বাঙালি জাতিকেই অপমান করেছেন নওয়াজ। এমনটাও উল্লেখ করা হয়েছে এক আইনজীবীর দায়ের করা অভিযোগে। সম্প্রতি স্প্রাইট ইন্ডিয়ার একটি বিজ্ঞাপনে দেখা গিয়েছিল নওয়াজকে। জানা গিয়েছে, সেই বিজ্ঞাপন নিয়েই আপত্তি রয়েছে অভিযোগকারী আইনজীবীর। বিষয়টি ঠিক কী?

Superme Court of WFI : কুস্তিগিরদের অভিযোগ ‘গুরুতর’, দিল্লি পুলিশকে নোটিশ সুপ্রিম কোর্টের
স্প্রাইট ইন্ডিয়ার একটি নতুন বিজ্ঞাপন সম্প্রতি খুবই জনপ্রিয় হয়েছে। হিন্দি ওই বিজ্ঞাপনে দেখা গিয়েছে নওয়াজউদ্দিন সিদ্দিকিকে। বিজ্ঞাপনটির বাংলা ডাবিংও করা হয়েছে। যেখানে নওয়াজের মুখেই বাংলা কথাগুলি বসানো হয়েছে। যা নিয়ে আপত্তি তুলেছেন কলকাতা হাইকোর্টের আইনজীবী দিব্যায়ন বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, এই বিজ্ঞাপনের বাংলা ডাব করা ভার্সনটি বাঙালি ভাবাবেগে আঘাত করেছে। বাঙালি জাতির ভাবমূর্তি ক্ষুন্ন করা হয়েছে বলেও দাবি তাঁর। এই মর্মে তিনি অভিনেতা এবং স্প্রাইট ইন্ডিয়ার CEO-র বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছেন।

Badshah Song Controversy : ভগবানের নামে অশ্লীল শব্দ উচ্চরণ! আইনি জটে ব়্যাপার বাদশা
স্প্রাইটের এই সাম্প্রতিক বিজ্ঞাপনে সেক্রেড গেমস খ্যাত অভিনেতার মুখ দিয়ে বলানো হয়েছে, “সোজা আঙুলে ঘি না উঠলে, বাঙালি খালি পেটে ঘুমিয়ে পড়ে।” অভিযোগকারী আইনজীবীর কথায়, যা বাঙালি জাতির পক্ষে অত্যন্ত অপমানজনক এবং এ জিনিস মেনে নেওয়া যায় না। মূল বিজ্ঞাপনটি হিন্দিতে এবং সেটি নিয়ে অভিযোগকারীর কোনও সমস্য়া নেই। তবে ওই বিজ্ঞাপনটি বাংলা ডাবিং করার ক্ষেত্রেই বেঁধেছে গোল। ইতিমধ্যেই একাধিক বাংলা চ্য়ানেল এবং সোশাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে এই বিজ্ঞাপনটি রমরমিয়ে চলেছে। যা নিয়ে বিরূপ প্রতিক্রিয়া দিয়েছেন বাঙালি নেটিজেনরাও।

Banna Gupta Video : সোশাল মিডিয়ায় ফাঁস অশালীন ভিডিয়ো! বিপাকে ঝাড়খণ্ডের স্বাস্থ্যমন্ত্রী
বিজ্ঞাপনের বাংলা ভার্সনটিকে ঘিরে ভারতীয় দণ্ডবিধির ১৫৩-এ ধারা এবং আইটি অ্যাক্টের ৬৬-এ ধারায় অভিযোগ জানিয়েছেন ওই আইনজীবী। ভবিষ্যতে এই ধরণের অবমাননাকর মনোবৃত্তির বিষয় প্রচার থেকে বিরত থাকা উচিত বলে মনে করেন ওই তিনি।

এই নিয়ে নেগেটিভ প্রতিক্রিয়া পাওয়ার পর অবশ্য নড়েচড়ে বসেছে স্প্রাইট ইন্ডিয়া। সংস্থার পক্ষ থেকে গোটা বিষয়টি নিয়ে ক্ষমাও চাওয়া হয়েছে। টুইটে অফিসিয়াল বিবৃতি দিয়ে স্প্রাইটের তরফে লেখা হয়, “সাম্প্রতিক স্প্রাইটের একটা বাংলা বিজ্ঞাপন প্রচারের জন্য আমরা তীব্র অনুশোচনা অনুভব করচি। আমাদের অনিচ্ছাকৃত এই ভুলটা আমরা বাংলা মাধ্যম থেকে অবিলম্বে প্রত্যাহার করছি। আমাদের কোম্পানি বাংলা ভাষাকে যথাযথ সম্মান প্রদান করে।” উদাহরণস্বরূপ কোক স্টুডিও বাংলার কথা উল্লেখ করা হয়।

Rapido Bike Booking : বাইক চালাতে চালাতেই মহিলা যাত্রীর গায়ে হাত! ব়্যাপিডো থেকে ঝাঁপ তরুণীর
এই অফিসিয়াল বিবৃতি দিয়েও ট্রোলেন মুখে পড়ে স্প্রাইট ইন্ডিয়া। নেটিজেনরা লেখেন, “এত বাজে বাংলা! বোঝাই যাচ্ছে গুগল ট্রান্সলেটরে লেখা। আরও একবার ক্ষমা চাওয়া উচিত স্প্রাইটের।” অপর একজন লেখেন, “এত কোটি টাকার কোম্পানি, অথচ PR ডিপার্টমেন্টে একজন বাংলা অনুবাদককে মাইনে দিয়ে রাখতে পারেন না? ছি ছি!”

Pilot Calls Girlfriend In Cockpit : ককপিটে বান্ধবীর সঙ্গে প্রেমে মজে পাইলট, চাইলেন বালিশ-ড্রিংক! হতবাক DGCA
এর আগে অভিনেতা পরেশ রাওয়ালের বিরুদ্ধে বাঙালি ভাবাবেগে আঘাত দেওয়ার জন্য কলকাতা পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছিল। মাছে-ভাতে বাঙালি নিয়ে তাঁর করা মন্তব্যের জেরে থানায় হাজিরা দিতে বলা হয়েছিল অভিনেতাকে। যদিও পরে অবশ্য এই মামলা থেকে আদালত তাঁকে মুক্ত করে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *