Vidyasagar Setu : সপ্তাহান্তে বন্ধ বিদ্যাসাগর সেতু, বিকল্প রাস্তা কী ব্যবহার করবেন জানেন? – hooghly bridge is set to remain closed over the weekend for repairs


দ্বিতীয় হুগলি সেতুর পরীক্ষা ও মেরামতির কাজ শুরু হচ্ছে। আগামী দু’দিন নির্দিষ্ট সূচি মেনে বন্ধ রাখা হবে যান চলাচল। স্বাভাবিকভাবেই, হাওড়া ব্রিজ ও নিবেদিতা সেতুর উপর ট্রাফিক চাপ পড়বে বলে মনে করা হচ্ছে। সেই কারণে যান চলাচল নিয়ন্ত্রনের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Chingrighata Flyover : চিংড়িঘাটা উড়ালপুলে ধসের জেরে আতঙ্ক, সল্টলেকগামী রাস্তায় যানজট
জানা গিয়েছে, আগামী শনিবার রাত ১১.৫৫ থেকে ভোর ৫টা পর্যন্ত, রবিবার রাত ১১ টা থেকে পরের দিন ভোর ৬ টা পর্যন্ত সম্পূর্ণ বন্ধ রাখা হবে দ্বিতীয় হুগলি সেতু দিয়ে যান চলাচল। ঠিক হয়েছে, ওই সময়ের জন্য মালবাহী গাড়ি যাবে নিবেদিতা সেতু হয়ে। অন্যান্য গাড়ি হাওড়া ব্রিজ ও নিবেদিতা সেতু হয়ে যাবে। দু’দিনই যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। তবে যান চলাচলের ভারসাম্য বজায় রাখতেই রাতে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Behala Metro : বেহালাবাসীর জন্য সুখবর, পুজোর আগেই জোকা থেকে মাঝেরহাট পর্যন্ত গড়াবে মেট্রোর চাকা
এই দুই দিন দ্বিতীয় হুগলি সেতু বন্ধ থাকাকালীন অবস্থায় যাতে কোনও ধরনের সমস্যার সৃষ্টি না হয়, তার জন্য মঙ্গলবার কলকাতা পুলিশের কর্তারা বৈঠক করেন হাওড়া, ব্যারাকপুর এবং ডায়মন্ড হারবার জেলার পুলিশকর্তাদের সঙ্গে। বৈঠকে ঠিক হয়, হাওড়া ব্রিজ ও নিবেদিতা সেতু দিয়ে নির্দিষ্ট সময়টুকুর জন্য যান চলাচল সচল রাখা হবে। দ্বিতীয় হুগলি সেতুগামী গাড়িগুলিকে হাওড়া বা নিবেদিতা সেতুর দিকে ঘুরিয়ে দেওয়া হবে।

Joka Esplanade Metro : বসলো দীর্ঘতম গার্ডার, সাফল্য পার্পেল লাইনে
লালবাজার সূত্রে জানা গিয়েছে, বেহালা, আলিপুর-এর দিক থেকে আসা গাড়িগুলিকে হসপিটাল রোড, ধর্মতলা, চিত্তরঞ্জন অ্যাভিনিউ, শ্যামবাজার পাঁচমাথার মোড়, টালা সেতু, বি টি রোড হয়ে নিবেদিতা সেতুর দিকে ঘুরিয়ে দেওয়া হবে। অন্যদিকে, টালিগঞ্জ-ভবানীপুরের দিক থেকে আসা যানবাহনকে এক্সাইড মোড়, ধর্মতলা হয়ে নিবেদিতা সেতুতে পাঠানো হবে।

Uluberia Bridge : মিটতে চলেছে নদী পারাপারের সমস্যা, উলুবেড়িয়ায় সেতুর শিলান্যাস পূর্ত মন্ত্রীর
পাশাপাশি, বন্দর এলাকা থেকে আসা গাড়িগুলিকে হেস্টিংস মোড় দিয়ে ঘুরিয়ে স্ট্র্যান্ড রোড, কিংস ওয়ে, ধর্মতলা হয়ে পাঠানো হবে। ছোট বালি গাড়ি ব্রিজে উঠতে দেওয়া হবে না। সেগুলি স্ট্র্যান্ড রোড এবং হাওড়া ব্রিজ হয়ে যাতায়াত করবে বলে ঠিক করা হয়। মালবাহী গাড়ি যাবে নিবেদিতা সেতু হয়ে।

Chingrighata Flyover : ফাটলে চিন্তা, নয়া উড়ালপুলের ভাবনা চিংড়িঘাটায়
দ্বিতীয় হুগলি সেতুর পাশাপাশি হাওড়া ব্রিজেরও মেরামতির কাজ শুরু হবে খুব শীঘ্রই। তার জন্য রাতে ট্রায়াল রান হচ্ছে। অর্থাৎ যে অংশে মেরামত হবে প্রথমে সেখানে গার্ড রেল দিয়ে ঘিরে রাখা হচ্ছে। পরীক্ষা করে দেখা হচ্ছে এর ফলে যানজট কতটা হতে পারে। এই রিপোর্ট জমা দেওয়ার পর আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে কবে থেকে ব্রিজের রাস্তা তৈরির কাজ শুরু হবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *