Kaliyaganj News : যুবকের মৃত্যুতে ফের উত্তপ্ত কালিয়াগঞ্জ, পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ BJP-র – bjp allegedly accuses the police of shooting death of an youth in kalyaganj


North Dinajpur : স্কুল ছাত্রীকে ধর্ষণ করে খুনের অভিযোগ ঘিরে উত্তপ্ত কালিয়াগঞ্জ। এরই মধ্যে গুলিবিদ্ধ হয়ে এক যুবকের মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়াল কালিয়াগঞ্জের রাধিকাপুর গ্রাম পঞ্চায়েতের চাঁদগা গ্রাম এলাকায়। জানা গিয়েছে, মৃত যুবকের নাম মৃত্যুঞ্জয় বর্মন (৩৩)। মৃত যুবক স্থানীয় বিজেপি পঞ্চায়েত সদস্যের ভাইপো। মৃতদেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Kaliyaganj News : কালিয়াগঞ্জ ধর্ষণ-খুনের প্রতিবাদে আদিবাসী আন্দোলনে তুমুল অশান্তি, থানায় আগুন
তবে এই ঘটনা নিয়ে পুলিশের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ একই অভিযোগ তুলেছেন রায়গঞ্জের বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরীও৷ দেবশ্রী দেবী জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে পুলিশ বিজেপি কার্যকর্তাদের উপর অত্যাচার চালাচ্ছে ও গ্রেফতার করছে।

Kaliyaganj Case : কালিয়াগঞ্জ কাণ্ডে কড়া NCPCR! ৬ সপ্তাহের মধ্যে রাজ্যের রিপোর্ট তলব
বিজেপির দাবি, বিষ্ণু বর্মন কালিয়াগঞ্জের পঞ্চায়েত সমিতির সদস্য। বুধবার রাতে তার বাড়িতে যায় পুলিশ। কিন্তু তাঁকে না পেয়ে তাঁর বৃদ্ধ বাবাকে টেনে হিঁচড়ে মারতে মারতে গাড়িতে তোলা হয়। পাশ থেকে বিষ্ণুর ভাইপো মৃত্যুঞ্জয় এর প্রতিবাদ করলে পুলিশ সটান তাঁকে গুলি করে খুন করে। মৃত্যুঞ্জয় বিজেপি দলের সক্রিয় কর্মী। কালিয়াগঞ্জে থানা জ্বালানো কিংবা পুলিশের উপর আক্রমণ তাতে কোথাও বিজেপি যুক্ত নেই বলে দাবি সাংসদের।

Kaliaganj Conflict News : কালিয়াগঞ্জের ঘটনায় এখনও উত্তাল জেলা, পথে নামল CPIM-BJP-ABVP
সাংসদ দেবশ্রী চৌধুরী জানান, বিজেপির আলাদা কর্মসূচি ছিল এসপি ঘেরাও। সেখানে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। কিন্তু মুখ্যমন্ত্রী পুলিশকে নির্দেশ দিয়ে গুলি করে খুন, গ্রেফতার, অত্যাচার করে বিজেপিকে শেষ করতে চাইছে। যদি তিনি মনে করেন এভাবে বিজেপিকে শেষ করা যাবে তা কোনওদিনই সম্ভব না। এর বিরুদ্ধে আমরা পরবর্তী পদক্ষেপ নিচ্ছি।

Kaliaganj Rape Case : ‘শিশুর মৃতদেহ নিয়ে রাজনীতি!’ কালিয়াগঞ্জ ধর্ষণকাণ্ডে জাতীয় ও রাজ্য শিশু সুরক্ষা কমিটির টুইট তরজা
জানা গিয়েছে, গতকাল রাতে কালিয়াগঞ্জের রাধিকাপুর গ্রাম পঞ্চায়েতের চাঁদগা গ্রামে যায় পুলিশ। অশান্তির ঘটনায় বেশ কয়েকজন অভিযুক্তকে আটক করতে যায় পুলিশের একটি টিম। এর মধ্যে স্থানীয় গ্রামবাসীদের সঙ্গে পুলিশের বচসা শুরু হয়। সেই সময়ই পুলিশ গুলি চালিয়ে দেয় বলে অভিযোগ।

Kaliyaganj Case: কালিয়াগঞ্জে থানা হামলায় গুলি? জখম টোটো চালককে নিয়ে দানা বাঁধল নতুন রহস্য
উল্লেখ্য, কালিয়াগঞ্জে থানায় অগ্নিসংযোগ এবং অশান্তির ঘটনায় বুধবার রাত পর্যন্ত মোট ৩২ জনকে গ্রেফতার করা হয়। ধৃতদের আদালতে পেশ করে পুলিশ। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে সেদিনের ঘটনার বিস্তারিত তথ্য ও ঘটনায় যুক্ত কারা, তা খতিয়ে দেখছে পুলিশ।

Kaliaganj Conflict : এখনও থমথমে কালিয়াগঞ্জ, মৃত কিশোরীর বাড়িতে জাতীয় শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধিরা
থানায় অগ্নিসংযোগ ও অশান্তির ঘটনায় ‘চক্রান্ত’ তত্ত্ব তুলে ধরেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি ওই কাণ্ড ঘটানোর জন্য বিহার থেকেও লোক নিয়ে আসা হয়েছিল বলে দাবি করেন তিনি। দলমত না দেখে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে বিজেপির অভিযোগ, অশান্তির ঘটনায় বিজেপি কর্মী, নেতাদেরই টার্গেট করা হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *