Kolkata Municipal Corporation : বস্তির বাসিন্দাদের হাতে ফ্ল্যাটের চাবি তুলে দিল কলকাতা পুরসভা – the kolkata municipality handed over the keys of the flats to the slum dwellers


বেহালার পর্ণশ্রীতে বুধবার নতুন ফ্ল্যাটের চাবি বস্তির বাসিন্দাদের হাতে লে দিল কলকাতা পুরসভা। ফ্ল্যাটের নাম দেওয়া হয়েছে ‘আনন্দধাম।

 

Kolkata News
বস্তির বাসিন্দাদের হাতে ফ্ল্যাটের চাবি (প্রতীকী ছবি)

হাইলাইটস

  • বেহালার পর্ণশ্রীতে সকলদেও বস্তির বাসিন্দাদের হাতে বুধবার নতুন ফ্ল্যাটের চাবি তুলে দিল কলকাতা পুরসভা
  • বস্তির বাসিন্দাদের জন্যে তৈরি ফ্ল্যাটের নাম দেওয়া হয়েছে ‘আনন্দধাম
  • বাংলার বাড়ি প্রকল্পে ফ্ল্যাটগুলি তৈরি করা হয়েছে বলে পুরসভা সূত্রে জানা গিয়েছে
এই সময়:বেহালার পর্ণশ্রীতে সকলদেও বস্তির বাসিন্দাদের হাতে বুধবার নতুন ফ্ল্যাটের চাবি তুলে দিল কলকাতা পুরসভা। বস্তির বাসিন্দাদের জন্যে তৈরি ফ্ল্যাটের নাম দেওয়া হয়েছে ‘আনন্দধাম’। বাংলার বাড়ি প্রকল্পে ফ্ল্যাটগুলি তৈরি করা হয়েছে বলে পুরসভা সূত্রে জানা গিয়েছে।

Nirmal Hriday Mother Teresa : মতিঝিল বস্তিতে মাদারের দীর্ঘ কাজের পুর-স্বীকৃতি, মিলল জমি
এই উপলক্ষ্যে এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ কলকাতার সাংসদ মালা রায়, স্থানীয় বিধায়ক রত্না চট্টোপাধ্যায়।

আশপাশের শহরের খবর

Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *