Malda School Gunnman : ‘ভেবেছিলাম খেলনা বন্দুক, তারপর…’, মালদার স্কুলে ভয়াবহ অভিজ্ঞতা জয়ন্তী-শুভদীপদের – malda school student shares their horrible experience of gunman attack


বুধবার মালদার মুচিয়া চন্দ্রমোহন হাইস্কুলের ক্লাসরুমে ঢুকে পড়ে এক বন্দুকবাজ। আগ্নেয়াস্ত্র উঁচিয়ে ও বোতল বোমা দেখিয়ে ক্লাসের প্রায় ৭০ জন খুদে পড়ুয়াকে পণবন্দিকে করার চেষ্টা করে দেবকুমার বল্লভ নামে এক ব্যক্তি। জীবনে ঝুঁকি নিয়ে তাঁরে নিরস্ত্র করেন বাঁকুড়ার ডিএসপি ডিঅ্যান্ডটি আজহারউদ্দিন খান। দেবকে ইতিমধ্যে আটক করা হয়েছে।বুধবারের ঘটনার পর বৃহস্পতিবারও স্বাভাবিক নিয়মেই খোলা ছিল মুচিয়া চন্দ্রমোহন হাইস্কুল। তবে বুধবারের ঘটনার আতঙ্কের রেশ এখনও সেখানে রয়ে গিয়েছে। এই সময় ডিজিটালের ক্যামেরার সামনে পড়ুয়া থেকে শুরু করে শিক্ষক-শিক্ষিকা সকলের মুখেই ধরা পড়েছে আতঙ্ক।

Malda School Attack : ‘এটা চক্রান্ত! পুলিশ বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে’, মালদার স্কুলে বন্দুকবাজ হামলায় মন্তব্য মমতার
সপ্তম শ্রেণির পড়ুয়া জয়ন্তী বিশ্বাস এই প্রসঙ্গে বলে, “উনি স্কুলে ঢুকে অনেকক্ষণ ধরে মাঠে ঘুরছিল। ম্যাম জিজ্ঞেস করতে বলে প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলতে এসেছেন। হঠাৎ করেই এই ঘরে ঢুকে পড়ে বন্দুক বের করে সবাইকে গুলি করার হুমকি দিতে থাকে। আমরা খুবই ভয় পেয়ে গিয়েছিলাম। আমরা প্রথমে ভেবেছিলাম নকল বন্দুক, পরে বুঝতে পেরে আরও ভয় পেয়েছি। এখন আমরা আর ভয় পাচ্ছি না। ভয় পেয়ে অনেকেই আসেনি, সবাইকে স্কুলে আসার কথা বলব।”

শুভদীপ বন্দ্যোপাধ্যায় নামে ক্লাসের আরও এক পড়ুয়া বলেন, “বাইক নিয়ে ওই লোকটা স্কুলে ঢুকেছিল। আমাদেরকে বলে চুপ করে বসে থাক। শিক্ষিকাকেও ক্লাস রুম থেকে বের করে দেওয়া হয়। সে বলে আমার ছেলে চলে গিয়েছে। প্রতিবাদ না করলে আমি তোমাদের ছাড়ব না। কেউ এদিক ওদিক করলে পুরো স্কুল উড়িয়ে দেব। আমরা ভেবেছিলাম খেলনা বন্দুক নিয়ে এসে। পরে খুব ভয় পেয়ে যাই। তবে এখন আমাদের কোনও ভয় নেই।”

Malda School Attack : ‘রোখ চেপে, টার্গেট তখন একটাই!’ মুখ খুললেন মালদায় ৭০ শিশুর প্রাণরক্ষার নায়ক
স্কুলের প্রধান শিক্ষক স্বাগতম সাহা এই প্রসঙ্গে বলেন, “যে ক্লাসে এই ঘটনা ঘটেছে আমি সকালে স্কুলে এসেই প্রথম সেখানকার পড়ুয়াদের সঙ্গে কথা বলি। পরে অ্যাসেম্বলি চলার সময় আমি তাঁদের জানিয়েছি যে আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। প্রশাসন আমাদের সঙ্গে রয়েছে। স্কুলের গেটে দারোয়ান বসানো হয়েছে। ছাত্রছাত্রীদের অন্যান্যদিকের মতো স্কুলে আসার জন্য বলেছি। আতঙ্ক কাটতে কয়েকদিন সময় লাগবে। আমরা পড়ুয়াদের অভিভাবকদের সঙ্গেও কথা বলব। স্কুলের সামনে পুলিশি বন্দোবস্ত করা হয়েছে। অন্যান্যদিনের তুলনায় অনেক কম ছাত্রছাত্রী আজ স্কুলে এসেছে।”

Malda School : মালদার স্কুলে আগ্নেয়াস্ত্র হাতে যুবক, পণবন্দি করার চেষ্টা! স্কুল ঘিরল পুলিশ
কীভাবে ঘটনার কথা জানতে পারলেন সেকথাও জানিয়েছেন প্রধান শিক্ষক। তিনি বলেন, “হঠাতই স্কুলের এক শিক্ষক এসে খবর দেন যে একজন পিস্তল নিয়ে ঢুকে পড়েছে। তখন আমি উপর থেকে পুলিশ ও প্রশাসনকে খবর দিই। স্কুলের সামনে অভিভাবকদের ভিড় জমে যায়। পুলিশ সঙ্গে সঙ্গে জানায় যে তারা আসছে। অন্যান্য ছাত্রছাত্রীদের স্কুল থেকে বের করার নির্দেশ দেওয়া হয়। ওই ব্যক্তি বারবার সাংবাদিকদের সঙ্গে কথা বলতে চাইছিল। তখনই সাংবাদিক সেজে এক পুলিশ অফিসার তাঁকে ধরে ফেলেন। স্কুলে প্রায় ১৮০০-র বেশি ছাত্রছাত্রী থাকলেও স্কুলে আজ ১৫০-২০০ জন এসেছে।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *