Mamata Banerjee : বর্ষার আগে নিকাশি পরিকাঠামোতে জোর – mamata banerjee instructs emphasis on drainage infrastructure before monsoon


এই সময়:বর্ষা নামতে এখনও দেরি আছে ঠিকই। কিন্তু সেজন্য প্রস্তুতিতে দেরি করতে নারাজ রাজ্য প্রশাসন। এখন থেকেই জল যাতে না জমে, সেজন্য যা যা করণীয়, তা করতে হবে। এই নির্দেশই সেচ দপ্তরকে বুধবারের প্রশাসনিক বৈঠক থেকে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের বৈঠক থেকে মমতা জানান, সামনে বৃষ্টি আসছে। এখন থেকেই বাঁধ মেরামতির কাজ শুরু করতে হবে।

Vidyasagar Setu : সপ্তাহান্তে বন্ধ বিদ্যাসাগর সেতু, বিকল্প রাস্তা কী ব্যবহার করবেন জানেন?
সেচ দপ্তরের কর্তাদের অবশ্য দাবি, জল যন্ত্রণার সমস্যা যাতে সাধারণ মানুষকে ভোগ করতে না হয়, সেজন্য অনেক আগেই কাজ শুরু হয়েছে। পিছিয়ে নেই কলকাতা পুরসভাও। পুরসভার নিকাশি বিভাগের কর্তাদের বক্তব্য, বর্ষার সময়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জ জল জমার হাত থেকে কলকাতাকে মুক্তি দেওয়া। সেজন্য জানুয়ারি মাস থেকেই তাঁরা নিয়মিত কাজ করছেন।

E Auto In Kolkata : বায়ুদূষণ রুখতে নিউ টাউনে এবার চালানো হবে ই-অটো
টানা কয়েক ঘণ্টা বৃষ্টি হলেই শহরে যে যে জায়গাগুলি জলমগ্ন হয়ে পড়ে সেগুলি হলো ঠনঠনিয়া, চিত্তরঞ্জন অ্যাভিনিউ, খিদিরপুর, বেহালা, নিউ আলিপুর। এই এলাকাগুলিই শুধু নয়, গোটা শহরজুড়ে নিকাশি নালা সাফাইয়ের জন্য ৯৬ টি ম্যানহোল ডিসিল্টিং মেশিন জানুয়ারি মাসের শুরু থেকে পথে নামানো হয়েছে, যাতে রাস্তা থেকে জল সহজেই নিকাশি নালার মাধ্যমে নিকাশি খালে গিয়ে পড়ে।

Government Employees : আর সই নয়, মুখ চিনিয়ে কর্মীদের ঢুকতে হবে নবান্নে
ফি বছরই নিকাশি নালা থেকে প্রচুর পরিমাণ প্লাস্টিক উদ্ধার হয়, যা জল জমার জন্য দায়ী। এই সমস্যা মেটাতে শহরের নিকাশি নালার মুখ তারের নেট দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। শহরের জল জমার জন্য প্রধান ভরসা যে খালগুলি, সেগুলিও সংস্কারের কাজ প্রায় শেষের পথে। শহরের জল দ্রুত বের করার জন্য রয়েছে ৭৪টি পাম্পিং স্টেশন।

Kolkata Municipal Corporation : ইউনিট এরিয়া নিয়ে বিস্তর নালিশে নাজেহাল পুরসভা
পুরসভা সূত্রে খবর, এরমধ্যে বেহালা এবং উত্তর কলকাতার জল জমাপ্রবণ এলাকার ১৪টি পাম্পিং স্টেশনের ক্ষমতা বাড়ানো হয়েছে। এর ফলে রাস্তার জল দ্রুত নিকাশি নালায় গিয়ে পড়বে। এর বাইরেও ১৩১টি পোর্টেবল পাম্প মজুত রাখা হবে, যাতে জল দ্রুত নিকাশি খালে ফেলা যায়। নিকাশি বিভাগের এক কর্তা বলছেন, ‘কলকাতা তুলনায় নীচু শহর। ফলে, টানা বৃষ্টি হলে কিছু জায়গায় জল জমবে ঠিকই। তবে সেই জল বেশিক্ষণ যাতে না থাকে সেজন্য সব ব্যবস্থা করা হয়েছে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *