বৃহস্পতিবার দুপুরে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার লক্ষীনগরে। মৃত ওই যুবকের নাম সালাউদ্দিন শেখ (২১)। তার বাড়ি ফরাক্কা থানার মহেশপুর গ্রাম পঞ্চায়েতের এনায়েতনগর গ্রামে। মাস কয়েক আগেই বিয়ে হয়েছিল ওই যুবকের।
জানা গিয়েছে, এদিন দুপুরে পাশের গ্রাম লক্ষীনগরের গঙ্গা নদীর ধারে এসেছিলেন ওই যুবক। সেই সময় নদীতে থাকা একটি নৌকা ডাঙাতে নিয়ে আসার জন্য কাজ করছিলেন আরও তিন যুবক। তাদের সহযোগিতা করতে নৌকা ডাঙায় উঠিয়ে নিয়ে আসতে নদীর ধারে যায় বছর একুশের যুবক সালাউদ্দিন শেখ।
তখনই শুরু হয় প্রবল ঝড় বৃষ্টি। তার মাঝেই পড়ে বাজ। নদীর তীরে বাজ পড়তেই সংজ্ঞা হারান চার যুবকই। গুরুতর অসুস্থ অবস্থায় স্থানীয় বাসিন্দারা চারজনকে সামশেরগঞ্জের অনুপনগর হাসপাতালে নিয়ে যান। সেখানেই সালাউদ্দিন শেখকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
মাস কয়েক আগেই বিয়ে হওয়া ওই যুবকের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। মৃত যুবকের মা শোকার্ত অবস্থায় বলেন, “নদীর ধারে ঘুরতে গিয়ে যে এরকম অবস্থা হবে, আমরা কেউই ভাবতে পারিনি। ছেলেকে যদি বারন করতাম ওই সময় নদীর ধারে যেতে, তাহলে হয়ত শুনত। কিন্তু বারন না করার ফলে ওকে চিরকালের জন্য হারিয়ে ফেললাম।”
এদিকে, একই ভাবে বাজ পড়ে পশ্চিম মেদিনীপুর জেলায় মৃত্যু হয়েছে এক ব্যক্তির। জানা গিয়েছে, মাঠে কৃষি কাজ সেরে বাড়ি ফেরার সময় বাজ পড়ে মৃত্যু হয় তাঁর।
এই ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার যাদবনগর গ্রামে। মৃত ব্যক্তির নাম তাপস পাতর (২৬)। বাড়ি যাদবনগরে।
মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, আজ দুপুর নাগাদ পেশায় কৃষক তাপস পাতর মাঠে কৃষিকাজ সেরে বাড়ি ফিরছিলেন, সেই সময় হঠাৎই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়। বাজ পড়ার ফলে মাঠেই লুটিয়ে পড়েন ওই ব্যক্তি। তাকে উদ্ধার করে চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃতের পরিবারে। রাজ্যে আগামী কয়েকদিনবজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। গত কয়েকদিন ধরেই বিভিন্ন জেলায় ঝড়-বৃষ্টি হচ্ছে। কালবৈশাখীর তাণ্ডবে বহু ক্ষয়ক্ষতি হচ্ছে এই সময়। আর তারমধ্যেই বাজ পড়ে এই মৃত্যুর ঘটনা ঘটল।