North 24 Parganas : জাতীয় স্তরে পাওয়ার লিফটিংয়ে সোনা-ব্রোঞ্জ জয়, নিউ ব্যারাকপুরের রিয়ার সাফল্যের চাবিকাঠি কী? – new barrackpore riya saha won gold and bronze medals in national level powerlifting competition good news


West Bengal News : পাওয়ার লিফটিংয়ে জাতীয় স্তরে সোনা ও ব্রোঞ্জ পদক অর্জন করে বাংলার মুখ উজ্জ্বল করলেন নিউ ব্যারাকপুরের রিয়া সাহা। স্বপ্ন রয়েছে আকাশ ছোঁয়ার। সেই পথেই এক এক ধাপ করে এগিয়ে যাচ্ছে রিয়া। আগামীদিনে আন্তর্জাতিক স্তরেও পদক জেতার স্বপ্ন রয়েছে তাঁর। রিয়ার সাফল্যে আপ্লুত তাঁর প্রশিক্ষক থেকে শুরু করে পরিবারের সদস্যরা।

National Junior Gymnastics Competition 2023 : জাতীয় জুনিয়র জিমন্যাস্টিকে বড় সাফল্য নবদ্বীপের ১০ খুদের, ৩২ টি পদক লাভ
ছোটবেলা থেকে অ্যাথলেটিকে অংশগ্রহণ করে এলেও ২০১৯ সালে পাওয়ার লিফটিংয়ে আগ্রহ বাড়তে থাকে রিয়ার। তারপর চলে সেইমতো প্রশিক্ষণ। তবে কোভিড কিছুটা থমকে দেয়, কোভিড কাটিয়ে ফের কঠিন লড়াইয়ে নামেন রিয়া। রিয়া সাহা পশ্চিমবঙ্গের হয়ে জাতীয় স্তরে সিনিয়র পাওয়ার লিফটিং খেলতে গিয়েছিলেন মহারাষ্ট্রের ভদ্রবাটি ২০২২ এর অক্টোবরে। স্কোয়াটে ১৪৫ কেজিতে প্রথম স্থান এবং ডেড লিফট ১৫২.৫ কেজিতে তৃতীয় স্থান এবং সব মিলিয়ে তৃতীয় স্থান অর্জন করে।

Commonwealth Karate Championship 2022 : কমনওয়েলথ ক্যারাটে চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ হাওড়ার ঐশ্বর্যর
ফের এ বছর পশ্চিমবঙ্গের হয়ে জাতীয় স্তরে সিনিয়র পাওয়ার লিফটিং প্রতিযোগিতায় যোগ দিয়েছিলেন রিয়া। কেরালার কোঝিকোড়ে ১-৫ এপ্রিল অনুষ্ঠিত হয় প্রতিযোগিতা। স্কোয়াটে ১৫২.৫ কেজিতে প্রথম স্থান অধিকার করেছে এবং জাতীয় স্তরে রেকর্ড করেছে ৬৯ কেজি বডি ওয়েট এবং সর্ব মোট তৃতীয় স্থান পেয়ে সকলের নজর কাড়েন।

রিয়া সাহা বালি হেলথ সেন্টার ক্লাবে প্রশিক্ষণ করেন। তাঁর আন্তর্জাতিক স্তরের প্রশিক্ষক জয়ন্ত ভট্টাচার্য, রেখা মাল ভট্টাচার্য। রিয়ার সহযোগিতায় সব সময় পাশে থেকে উৎসাহিত করেছেন বাসুদেব হালদার ও বালি হেলথ সেন্টার ক্লাবের সকল সদস্য। পাশে ছিলেন পাওয়ার লিফটিং অ্যাসোসিয়েশনের সদস্য কানাইলাল দে, অশোক মাঝি, পবিত্র ঘোষ এবং সোমনাথ মণ্ডল।

Lovepreet Singh: ভারোত্তলনে ফের পদক ভারতের, ব্রোঞ্জ জিতলেন লভপ্রীত সিং
রিয়া গত ১০ বছর ধরে নিউ ব্যারাকপুরেই থাকছে পড়াশোনার কারণে। রিয়ার আদি বাড়ি হাওড়া জেলায়। পরিবারের সকলেই থাকেন সেখানে। খেলাধূলার জন্য তাঁর বাবা মা সহ পরিবারের সদস্যরাও পাশে থেকে উৎসাহিত করেন। পাশাপাশি সবরকম ভাবে সহযোগিতা করেন বাসুদেব হালদার। খুব অল্পদিনের পাওয়ার লিফটিং এর সফর হলেও, ইতিমধ্যেই রাজ্যস্তরে, জাতীয় স্তরে পদক অর্জন করেছেন রিয়া।

Northeast Olympics 2022 : অলিম্পিকে পদক আনলেই মিলবে নগদ ১০ হাজার, বড় ঘোষণা নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রীর
এবার স্বপ্ন আন্তর্জাতিক স্তরে দেশের নাম উজ্জ্বল করা। কিন্তু তার জন্য প্রয়োজন প্রচুর অর্থের। যা মধ্যবিত্ত পরিবারের পক্ষে জোগাড় করা সম্ভব নয়। প্রয়োজন সরকারি সাহায্যের। যদি রাজ্য ক্রীড়া দফতর রিয়ার এই স্বপ্ন পূরণ করতে সহযোগিতা করে তাহলে রিয়ার বিশ্বাস সে ভারতের নাম উজ্জ্বল করতে পারবে। এখন একটাই স্বপ্ন আন্তর্জাতিক মেডেল ছিনিয়ে নেওয়ার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *