Purba Medinipur News : ব্যবসায়ীর কাছ থেকে স্বর্ণালঙ্কার হাতিয়ে চম্পট, ১ বছর পর পুলিশের জালে ২ দুষ্কৃতী – a bag of money with gold ornaments was stolen from a businessman police arrested 2 after 1 year


West Bengal News : বড়সড় সাফল্য পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের। পাকড়াও ভিন রাজ্যের কুখ্যাত ২ দুষ্কৃতী। উদ্ধার প্রচুর পরিমাণে ছিনতাই যাওয়া সোনার গয়না, নগদ অর্থ। ছ’মাস আগে পটাশপুরে এক ব্যবসায়ীর কাছ থেকে স্বর্ণালঙ্কার সহ টাকার ব্যাগ ছিনতাইয়ের ঘটনার কিনারা পুলিশের। ওডিশা থেকে ছিনতাই হওয়া আংটি ও নেকলেস, হার মিলিয়ে দুইশত গ্রাম সোনা সহ আশি হাজার টাকা উদ্ধার।

Kolkata Theft Case : ভরদুপুরে খোদ কলকাতা হাইকোর্টের আইনজীবীর বাড়িতে দুঃসাহসিক চুরি, ধৃত মহিলা
গত বছর অক্টোবর মাসে পটাশপুর থানার মংলামাড়ো বাজারে এক স্বর্ণ ব্যাবসায়ী দোকান বন্ধ করে ব্যাগে দোকানের গয়না সহ টাকা নিয়ে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন। সেই সময়ে দুই দুষ্কৃতী বাইকে এসে ব্যবসায়ীর ব্যাগ ছিনতাই করে চম্পট দেয়। তার কিছুদিন আগে ১০ অক্টোবর সেই মংলামাড়ো বাজারে একটি ব্যাঙ্ক থেকে বন্ধকি সোনার গয়না ও টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন।

Purba Medinipur News : ভিক্ষুকের বেশে গৃহস্থের বাড়িতে ঢুকে চুরি! হাতেনাতে পাকড়াও ২ মহিলা
অভিযোগ, সেই সময়ে মহিলার টাকা ও গয়নার ব্যাগ ছিনতাই হয়। ঘটনায় অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে। দুটি ঘটনায় পুলিশ এলাকার সিসি ক্যামেরার ফুটেজ দেখে দুই দুষ্কৃতীকে চিহ্নিত করে। তদন্তের মাঝেই ভগবানপুরে এক ব্যক্তির বাইকের ডিগি ভেঙে ষাট হাজার টাকা ছিনতাই হয়। ঘটনায় বাইকের নম্বর ধরে পুলিশ অভিযুক্তের সন্ধান চালায়। তদন্তের মাঝে দুষ্কৃতীরা অন্ধ্রপ্রদেশ, ওডিশা, ঝাড়খণ্ডে সহ একাধিক রাজ্যে গা ঢাকা দেয়।

Siliguri News : বাসযাত্রীর ব্যাগ থেকে উদ্ধার সোনার বাট! দোকানে নিয়ে পরীক্ষা করতেই ‘চক্ষু ছানাবড়া’ পুলিশের
সূত্রের খবর, এই দলের কয়েকজন পাণ্ডা পশ্চিম মেদিনীপুরের বালিচক এলাকায় ঘরভাড়া নিয়ে থাকতে শুরু করে। গত ১৫ এপ্রিল ফের পটাশপুরের চুরির নেশায় বাইকে আসে দুই দুষ্কৃতী সীতারাম দাস ও কুমার দাস। ধৃতদের বাড়ি ওডিশার জাজপুরে। মংলামাড়ো থেকে বাইকে বিভীষণপুরের দিকে তারা ছিনতাইয়ের উদ্দেশ্যে যাচ্ছিল।

South 24 Parganas : যাত্রী সেজে অভিনব কায়দায় অটো চুরির ফাঁদ বারুইপুরে, গ্রেফতার ৮
বাজার করতে এসে অভিযুক্তদের দেখতে পেয়ে সাদা পোশাকে পটাশপুর থানার এক ভিলেজ পুলিশ কর্মী ধাওয়া করে। বিভীষণপুরে একটি সোনার দোকানে চুরির জন্য এক দুষ্কৃতী ঢোকেন। সেই সুযোগ স্থানীয় লোকেদের সাহায্যে এক দুষ্কৃতীকে পুলিশ গ্রেফতার করে। অপর এক দুষ্কৃতী পালিয়ে গেলেও পুলিশ ধাওয়া করে বাইক সহ তাকে গ্রেফতার করে। আদালতে তোলা হলে তাদের টিআই প্যারেড করা হয়।

Birbhum Robbery : পুলিশকে ফাঁকি দিয়ে পাঁচিল টপকে পগারপার, সকাল হতেই ঘটনার নাটকীয় মোড়!
ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ ওডিশা ডাকবাংলো এলাকায় একটি দোকানের সন্ধান পায়। চুরির হওয়া সোনা সেই দোকানে গলিয়ে নতুন গয়না তৈরি করে বিক্রি করা হতো। সেই দোকান থেকে পুলিশ চুরি যাওয়া গয়না উদ্ধার করে। উদ্ধার হয়েছে তালা ভাঙার দুটি সরঞ্জাম। সেই সঙ্গে অভিযুক্ত দোকানী কেশব চন্দ্র সাউকে পুলিশ গ্রেফতার করেছে।

Bankura Road Accident : নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়ল লরি, বাঁকুড়ার মৃত ১
ধৃত দোকানীকে বুধবার কাঁথি আদালতে তোলা হলে বিচারক তার ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। পটাশপুর থানায় সাংবাদিক বৈঠক করে মহকুমা পুলিশ আধিকারিক মহম্মদ বৈদুজামান উদ্ধার হওয়া সোনা ও টাকা প্রকাশ্যে আনেন। উপস্থিত ছিলেন পটাশপুর থানার ওসি রাজু কুণ্ডু সহ অনান্য তদন্তকারী অফিসাররা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *