Purulia News : ভিলেজ পুলিশকে মারধর করে বালি ভর্তি ট্রাক্টরকে পালিয়ে যেতে সাহায্য! গ্রেফতার সিভিক ভলান্টিয়ার – a civic volunteer arrested in purulia for attack village police and releasing sand tractor


West Bengal News : ফের খবরের শিরোনামে সিভিক ভলান্টিয়ার। বালি পাচার হচ্ছিল দুটি ট্রাক্টরে। আর সেই ট্রাক্টরগুলি আটক করেছিলেন সেই সময় ট্রাফিক ডিউটিতে থাকা একজন গ্রামীণ পুলিশ। অভিযোগ, সেই সময় একজন সিভিক ভলান্টিয়ার ঘটনাস্থলে এসে গাড়িগুলিকে পালিয়ে যেতে সাহায্য করে এবং ওই গ্রামীণ পুলিশকে মারধর করে।

গ্রামীণ পুলিশের অভিযোগের ভিত্তিতে পুরুলিয়া মফস্বল থানার পুলিশ ওই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার করেছে। বুধবার তাকে পুরুলিয়া আদালতে তোলা হলে বিচারক ওই সিভিক ভলান্টিয়ারকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।

Nadia TMC : পুলিশকর্মীর পর ২ সিভিক ভলান্টিয়ারের নাম যুব তৃণমূলের পদের তালিকায়, বিতর্ক শান্তিপুরে
পুরুলিয়া মফস্বল থানার রাঘবপুর অঞ্চলের ধুরহী গ্রামের বাসিন্দা পেশায় গ্রামীণ পুলিশ সন্দীপ কুমার মাহাত অভিযোগ করে বলেন, “রবিবার দুপুর ২ টো নাগাদ আমি যখন ডিয়ার পার্কের কাছে ট্রাফিক ডিউটি করছিলাম, সেই সময় পলাশকোলা মোড় দিক থেকে দুটি বালি বোঝাই ট্রাক্টর ডুবকি গ্রামের দিকে যাচ্ছিল। থানার ডিউটি অফিসারের নির্দেশ মতো গাড়িগুলোকে আমি আটকাই।”

তিনি আরও অভিযোগ করেন যে, “আমি গাড়িগুলি আটকানোর পর পিড়রা অঞ্চলের সিভিক ভলান্টিয়ার অসিত মাহাত ঘটনাস্থলে এসে গাড়িগুলি ছেড়ে দিতে বলেন। আমি গাড়িগুলি ছাড়তে রাজি না হওয়ায় অসিত আমাকে পিছন দিকে থেকে ধরে কিল, চড়, ঘুষি মারেন ও আমার ইউনিফর্ম ছিঁড়ে দেন।”

এই বিষয়ে মঙ্গলবার পুরুলিয়া মফস্বল থানায় একটি লিখিত অভিযোগ করেন তিনি। অভিযোগের ভিত্তিতে পুলিশ গ্রেফতার করেছে এই সিভিক ভলান্টিয়ারকে। স্বাভাবিক ভাবেই এই ঘটনায় রাজনীতির রং লেগেছে।

Purulia News : গলায় লাগানো ওড়নার ফাঁস, পুরুলিয়ার যুগলের দেহ উদ্ধার ঘিরে রহস্য
BJP-র পুরুলিয়া জেলা সভাপতি বিবেক রাঙা বলেন, “সারা রাজ্য জুড়ে কাটমানি খাওয়া নিয়ে প্রতিযোগিতা শুরু হয়েছে।সিভিক ভলান্টিয়াররাভাবছে আমরাই বা পিছনে থাকি কেন? এটি বালি পাচারের টাকার ভাগ কে খাবে সিভিক না গ্রামীণ পুলিশ সেই নিয়ে ওদের মধ্যে ঝামেলা।”

তিনি আরও বলেন, “পুলিশ প্রশাসনের মদতে ছাড়া বালি পাচার, কয়লা পাচারের মতো বেআইনি কাজকর্ম চলতে পারে না। গ্রামের মানুষজন সম্পর্কে ভুল ভাল তথ্য প্রদান ও গ্রামের যাবতীয় ঝামেলা সব কিছুর মূলেই এই সিভিকরা।”

Civic Volunteers : গৃহবধূকে ঘুমের ওষুধ দিয়ে অচৈতন্য করে ধর্ষণের অভিযোগ, লাভপুরে গ্রেফতার ২ সিভিক ভলান্টিয়ার
এই বিষয়ে প্রশ্ন করা হলেপুরুলিয়া জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌমেন বেলথরিয়া বলেন, “সিভিক ভলান্টিয়ারদের প্রথম থেকেই BJP সহ্য করতে পারছে না।এই নিয়ে তারা এর আগে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছে। এই ভাবেও যে নিয়োগ করে বেকার সমস্যার সমাধান করা সম্ভব সেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দেখিয়েছেন। এই ব্যাপারটি BJP-র হজম হচ্ছে না।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *