কেমন থাকবে কলকাতার আবহাওয়া?
বৃহস্পতিবার কলকাতায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সামান্য বাড়তে পারে তাপমাত্রার পারদ। রবিবার থেকে ফের কলকাতায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৫ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৩ ডিগ্রি এবং এদিন সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৮৬ শতাংশ এবং সর্বনিম্ন ৪৪ শতাংশ।
কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী দুই থেকে তিন দিনের মধ্যেতাপমাত্রার পারদবাড়তে পারে দুই থেকে তিন ডিগ্রি। এর পরবর্তী দুই দিন তাপমাত্রার বিশেষ পরিবর্তনের সম্ভাবনা কম। একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফলে অসহনীয় গরম পড়বে না। আগামী এক সপ্তাহ দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই তাপপ্রবাহের সম্ভাবনা নেই।
আগামী ২৪ ঘণ্টায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতে। কোনও কোনও জেলাতে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবার সম্ভাবনা রয়েছে। এদিন মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রামে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুক্রবার থেকে কিছুটা কমবে বৃষ্টি। পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রামে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি থাকবে।
কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?
শুক্র-শনিবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়বে। রবিবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী দুই দিনে দার্জিলিং, কালিম্পংয়ে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা।
উল্লেখ্য, বিদর্ভ থেকে একটিঅক্ষরেখাকর্নাটক পর্যন্ত বিস্তৃত রয়েছে। বিদর্ভে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। আগামী ২৪ ঘণ্টায় তা ঝাড়খণ্ডের দিকে এগোতে পারে। ফলে শুক্রবার পশ্চিমবঙ্গের উপকূলের দিকের জেলাগুলিতে বৃষ্টিপাত বাড়তে পারে।
প্রসঙ্গত, আগামী দুই থেকে তিন দিন দিল্লি, পঞ্জাব, হরিয়ানা সহ উত্তর-পশ্চিম ভারতের সমতলের রাজ্যগুলিতে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ এবং শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে মধ্যপ্রদেশ এবং বিদর্ভে।