Siliguri Accident : স্কুল ছুটির পর মর্মান্তিক দুর্ঘটনা! লরি চাপা পড়ে মৃত মা ও মেয়ে – mother and daughter died in a road accident in siliguri area


মাস তিনেক আগে স্কুলে ভর্তি হয়েছিল। বৃহস্পতিবার স্কুল ছুটির পর মায়ের সঙ্গে সাইকেলে করে বাড়িতে ফিরছিল বছর চারেকের সরস্বতী রায়। কিন্তু মাঝ রাস্তায় মর্মান্তিক দুর্ঘটনা কেড়ে নিল মা ও মেয়ের প্রাণ। এদিন শিলিগুড়ি নিউ জলপাইগুড়ি রেলওয়ে হাসপাতালের সামনে একটি ট্রাক পিষে দেয় মা ও মেয়েকে। ঘটনাস্থলেই মা ও মেয়ের মৃত্যু হয়।দুর্ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। বেপরোয়া ট্রাক চলাচল বন্ধের দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন বাসিন্দারা। এরপর খবর পেয়ে এনজেপি থানার পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ গিয়ে সেখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

Murshidabad Road Accident : স্কুলে যাওয়ার পথে মারাত্মক দুর্ঘটনা, লরি-ম্যাজিক গাড়ির সংঘর্ষে আহত ১৫ শিশু
জানা গিয়েছে, হরিপুর এলাকার বাসিন্দা বিমলা রায়। তিন মাস আগে মেয়েকে সূর্যসেন কলোনির কাছে একটি স্কুলে ভর্তি করেছিলেন। বৃহস্পতিবার দুপুরে স্কুল ছুটির পর মেয়েকে সাইকেলে নিয়ে ফিরছিলেন। রেল হাসপাতালের কাছে একটি ট্রাক তাঁদের সাইকেলে ধাক্কা মারে। ট্রাকের চাকায় পিষ্ট হয় মা ও মেয়ের ঘটনাস্থলেই মৃত্যু হয়। এরপর ঘাতক ট্রাকটি সেখান থেকে পালিয়ে যায়।

ঘটনার খবর পেয়ে এনজেপি থানার পুলিশ গিয়ে মা ও মেয়ের দেহ উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়। ঘটনার খবর পেয়ে বিমলার স্বামী গণেশ রায় পৌঁছান। দুর্ঘটনায় স্ত্রী ও মেয়ের মৃত্যুর ঘটনায় ভেঙে পড়েন তিনি। তিনি বলেন, ‘কিছুদিন আগে মেয়ে স্কুলে ভর্তি হয়েছিল। দুইজনকে ট্রাকটি মেরে দিল।’

Bankura Road Accident : নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়ল লরি, বাঁকুড়ার মৃত ১
এদিকে ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা শুরু হয়ে যায়। বাসিন্দাদের অভিযোগ বহুদিন ধরেই এলাকায় বেপরোয়াভাবে ট্রাকগুলি চলাচল করে। এরপরও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। মাঝেমধ্যেই দুর্ঘটনা ঘটছে। অনেকের প্রাণ যাচ্ছে।

এদিন এনজেপি থানার পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখানো হয়। এরপর রেল হাসপাতালের সামনে দিয়ে ট্রাক চলাচল বন্ধ করে দেন স্থানীয়রা। এদিন এলাকায় যান শিলিগুড়ি মেট্রপলিটন পুলিশের এডিসিপি শুভেন্দ্র কুমার। তিনি জানান, ট্রাকটি ধরা হয়েছে। চালককেও ধরা হয়েছে। ঘটনার তদন্তে নামা হয়েছে।

Purba Medinipur Accident : দিঘা-নন্দকুমার রোডে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, গাড়িতে আটকে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু চালকের
অন্যদিকে মঙ্গলবার মুর্শিদাবাদে এক ভয়ঙ্কর দুর্ঘটনার ঘটনা ঘটে। পড়ুয়াদের একটি স্কুল গাড়ির সঙ্গে একটি লরির মুখোমুখি সংঘর্ষ হয়। এই দুর্ঘটনায় ১৫ জন স্কুল পড়ুয়াসহ গাড়ির চালক আহত হয়েছেন। বহরমপুর থানার অন্তর্গত আখের মিল এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়করে উপর এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দারা শিশুদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *