Sukanta Majumdar : কালিয়াগঞ্জে BJP কর্মী মৃত্যুর ঘটনায় সরব সুকান্ত, বৃহত্তর আন্দোলনের ডাক – sukanta majumdar critised over the death of bjp workers in kaliyaganj


Kaliyaganj News : কালিয়াগঞ্জে বিজেপি কর্মী মৃত্যুর ঘটনায় দু’দিন আন্দোলনের ডাক দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আজ, বৃহস্পতিবার ও আগামীকাল সারা রাজ্য জুড়ে এই ঘটনার প্রতিবাদে নামতে চলেছে বিজেপির এসসি-এসটি মোর্চা। বিজেপি কর্মী নিহত হওয়ার ঘটনায় পুলিশের বিরুদ্ধেই অভিযোগের আঙুল তুলেছেন তিনি।

Kaliyaganj News : যুবকের মৃত্যুতে ফের উত্তপ্ত কালিয়াগঞ্জ, পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ BJP-র
কালিয়াগঞ্জের রাধিকাপুর গ্রাম পঞ্চায়েতের চাঁদগাঁ গ্রামে বিজেপি কর্মী মৃত্যুঞ্জয় বর্মনের মৃত্যুর ঘটনায় সরব বিজেপি। সুকান্ত বলেন, “এই সরকার পিছিয়ে পড়া জাতি আদিবাসী দলিত বিরোধী সরকার। মুখ্যমন্ত্রীর প্রেস মিটের পর থেকেই পুলিশ এই আচরণ শুরু করেছে। তদন্ত করতে যাওয়ার নামে বা তল্লাশি করতে গিয়ে সামান্য প্রশ্ন করতেই পুলিশ গুলি চালিয়েছে।” ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে আজ ও কাল সারা রাজ্য জুড়ে বিজেপির এসসি-এসটি মোর্চার পক্ষ থেকে প্রতিবাদ ও আন্দোলনের কথা জানিয়েছেন তিনি।

Kaliyaganj News : কালিয়াগঞ্জ ধর্ষণ-খুনের প্রতিবাদে আদিবাসী আন্দোলনে তুমুল অশান্তি, থানায় আগুন
প্রসঙ্গত, বুধবার রাতে কালিয়াগঞ্জের রাধিকাপুর গ্রাম পঞ্চায়েতের চাঁদগাঁ গ্রাম এলাকায় এক যুবকের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। জানা যায়, মৃত যুবক মৃত্যুঞ্জয় বর্মন (৩৩) স্থানীয় বিজেপি পঞ্চায়েত সদস্যের ভাইপো। মৃত্যুঞ্জয় নিজেও সক্রিয় বিজেপি কর্মী হিসাবে পরিচিত ছিল এলাকায়। যদিও গুলি চালনার ঘটনার কথা স্বীকার করেনি পুলিশ। বুধবার রাতে চাঁদগাঁ গ্রামে অভিযান চালায় পুলিশ। কালিয়াগঞ্জ থানায় অগ্নি সংযোগ ও অশান্তির ঘটনায় অভিযুক্ত কয়েকজনকে ধরতেই পুলিশ গ্রামে যায়। সেই সময়ই গুলি চালনার ঘটনা ঘটে। নিহত হয় ওই যুবক।

Sukanta Majumdar : ‘CBI তদন্ত হোক’, কালিয়াগঞ্জে কিশোরী মৃত্যুর ঘটনায় পরিবারের সঙ্গে সাক্ষাৎ সুকান্তের
পুরো ঘটনাটি নিয়ে ইতিমধ্যে প্রতিবাদ জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরী জানান, গতকাল রাতে স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্য বিষ্ণু বর্মনের বাড়িতে যায় পুলিশ। তাঁকে না পেয়ে তাঁর বাবাকে মারতে মারতে পুলিশের গাড়িতে তোলা হয়। সেই সময় ঘটনার প্রতিবাদ করে মৃত্যুঞ্জয়। সেই সময় পুলিশ গুলি চালিয়েছে বলে বিজেপির তরফে দাবি করা হয়েছে। পুলিশ বেছে বেছে বিজেপি কর্মীদের টার্গেট করছে বলে দাবি করা হয় বিজেপির তরফে।

Mamata Banerjee Kaliyaganj Case: ‘ইডি-সিবিআইয়ের মতো…’, কালিয়াগঞ্জে অশান্তির দায় বিজেপির দিকে ঠেললেন মমতা
অন্যদিকে, বৃহস্পতিবার থেকে আলিপুরদুয়ার জেলায় জনসংযোগ কর্মসূচি শুরু করছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কোচবিহারে পর এবার আলিপুরদুয়ারের প্রার্থী নির্বাচনে নেওয়া হবে জনগণের মতামত। এই কর্মসূচিকে এদিন কটাক্ষ করেন বালুরঘাট বিজেপি সাংসদ। সুকান্ত বলেন, “চোর ও তৃণমূল সমার্থক হয়ে গিয়েছে। উনি যেখানেই যাবেন সেখানে গিয়ে আবার ব্যালট চুরি হবে, বিশৃঙ্খলা তৈরি হবে। মানুষের দেওয়া করের টাকায় এই ধরনের অনুষ্ঠান হচ্ছে। মানুষের টাকা খরচ করা হচ্ছে এই সমস্ত অনুষ্ঠানে।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *