Sukanya Mondal Sent to There Days ED Remand on Cattle Smuggling Case


দীর্ঘক্ষণের জিজ্ঞাসাবাদের পর বুধবার গোরু পাচারকাণ্ডে অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলকে গ্রেফতার করে ইডি। সুকন্যার বিরুদ্ধে তদন্তে অসহযোগিতার অভিযোগ এনেছিল ইডি। বৃহস্পতিবার সুকন্যাকে দিল্লির রাউজ অ্যাভিনিউ কোর্টে পেশ করা হয়। শুনানির পর এদিন তাঁকে ৩ দিনের ইডি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। যদিও সুকন্যার আইজীবী জানিয়েছেন, গ্রেফতারির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়েছে তাঁরা উচ্চ আদালতের দ্বারস্থ হবেন।

Sukanya Mondal Arrested : বারবার ED-র ডাক উপেক্ষা, গ্রেফতার অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডল
বুধবার রাতেই গ্রেফতারির পর সুকন্যাকে স্বাস্থ্যপরীক্ষা করতে নিয়ে গিয়েছিলেন ইডি আধিকারিকরা। রাতে সেখানেই ছিলেন সুকন্যা। ইডি সূত্রে খবর, তাঁর এক বান্ধবী গিয়ে সেখানে সুকন্যাকে জামাকাপড় দিয়ে আসেন। রাতে ইডি দফতরেই নৈশভোজ সারেন সুকন্যা। এদিন আদালত সুকন্যার ইডি হেফাজত মঞ্জুর করার পর তাঁকে এবার জেরা করা হবে বলে ইডি সূত্রে জানা গিয়েছে।

জানা গিয়েছে, আদালতে তিনদিনের ইডি হেফাজতের পর সুকন্যাকে ইতিমধ্যেই ইডি দফতরে নিয়ে যাওয়া হয়েছে। আদালতকে ইডি জানিয়েছেন, এই মামলার তদন্তে প্রচুর পরিমাণ নথি উদ্ধার হয়েছে। তাঁকে হেফাজতে নিয়ে সেই নিয়ে জেরার করা হবে। এর পাশাপাশি গোরুপাচার মামলার বিভিন্ন সাক্ষীদের মুখোমুখি বসিয়ে জেরা করা হবে।

Sukanya Mondal Arrest : হাজিরা এড়ানোর পর জেরায় অসহযোগিতা! বাবার স্ট্র্যাটেজিই কাল হল অনুব্রত কন্যার?
ইডি সূত্রে জানা গিয়েছে, সুকন্যার তিনদিনের হেফাজত চলকালীন সুকন্যাকে তিহাড় জেলে নিয়ে গিয়ে অনুব্রত মণ্ডলের মুখোমুখি বসিয়ে জেরা করা হতে পারে। গোরু পাচার মামলার অনুব্রত এখন দিল্লির তিহাড় জেলে বন্দি। ইডি কবে তিহাড় জেলে সুকন্যাকে নিয়ে গিয়ে অনুব্রতর মুখোমুখি বসায় সেটাই দেখার।

ইডির আইনজীবী আদালতে এদিন জানিয়েছেন, তদন্তে উদ্ধার হওয়া একাধিক নথিতে সুকন্যা মণ্ডলের নাম রয়েছে।কিন্তু জিজ্ঞাসাবাদের মুখে সব দায় তিনি বাবা অনুব্রত মণ্ডল ও হিসারক্ষক মণীশ কোঠারির দিকে ঠেলে দিয়েছেন। সেই কারণে তাঁকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। এর পাশাপাশি ইডির আইজীবী আদালতে দাবি করেন যে প্রচুর পরিমাণ আর্থিক লেনদেনেও সুকন্যার ভূমিকা রয়েছে। সেই নিয়ে জেরা করে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে। এই মামলা অন্য কোনও প্রভাবশালী জড়িত কিনা তা খতিয়ে দেখতে চাইছেন ইডি আধিকারিকরা।

Sukanya Mondal Arrested: বাবা জেলে, মা হারা অসহায় মেয়েকে গ্রেফতার না করে কি তদন্ত চালানো যাচ্ছিল না: কুণাল
সুকন্যার আইনজীবী অমিত কুমার বলেন, “উদ্ধার হওয়া নথির ভিত্তিতে জেরার করার জন্য সুকন্যাকে গ্রেফতার করা হয়েছে। তাঁর বাবা ও হিসেবরক্ষক জেলে বন্দি। তিনি তদন্তে সহযোগিতাও করছেন। তাসত্ত্বেও জোর খাটিয়ে তাঁকে গ্রেফতার করা হল। এই গ্রেফতারি মোটেও বৈধ নয়। আমরা উচ্চ আদালতে চ্যালেঞ্জ করব।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *