Bardhaman News : টোটোয় মুখ চেপে ধরল যুবক, লাফ দিয়ে বাঁচল পঞ্চমের ছাত্রী – an attempt was made by some youths to abduct class 5 girl in bardhaman but she saved her by jumping from toto


এই সময়, কালনা:একরত্তি হলে কী হবে, মাথা ঠান্ডা রেখে উপস্থিত বুদ্ধি খাটিয়ে দুষ্কৃতীদের হাত থেকে নিজেকে বাঁচাল পঞ্চম শ্রেণির ছাত্রী। বুধবার বিকেলে কালনা থানা এলাকায় স্কুল ছুটির পর বাড়ি ফেরার জন্য ওই ছাত্রী একটি টোটোয় উঠলে তাকে অপহরণের চেষ্টা করা হয় বলে অভিযোগ। পরে টোটো এক জায়গায় দাঁড়ালে ওই ছাত্রী লাফ দিয়ে অন্য একটি টোটোয় উঠে পড়ে।

Malda School Gunnman : ‘ভেবেছিলাম খেলনা বন্দুক, তারপর…’, মালদার স্কুলে ভয়াবহ অভিজ্ঞতা জয়ন্তী-শুভদীপদের
বাড়ি ফিরে কাঁদতে কাঁদতে পুরো ঘটনা অভিভাবকদের জানায় সে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) ধ্রুব দাস বলেন, ‘ঘটনাটি আমরা শুনেছি। তদন্ত শুরু হয়েছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। ছাত্রীটির পরিবারকে অভিযোগ করতে বলা হয়েছে। অভিযোগ পেলে কেস স্টার্ট করা হবে।’

ওই ছাত্রী জানায়, স্কুল ছুটির পর বাড়ি ফেরার জন্য টোটো ধরার সময় তার সঙ্গে ছিল এক সহপাঠী। ছাত্রীটি বলেন, ‘টোটোচালক আমাকে তুলে নিলেও আমার বন্ধুকে নেয়নি। বলল, অত দূর যাবে না। কিন্তু আমাকে নিয়ে টোটো বাড়ির পথ না ধরে অন্য দিকে যেতে শুরু করে। ভেবেছিলাম, হয়তো ঘুরপথে বাড়ির রাস্তায় যাবে।’

Uttar Dinajpur : উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে ধর্ষণ করে খুনের অভিযোগ! রণক্ষেত্র কালিয়াগঞ্জ
ইতিমধ্যে ওই টোটোয় উঠে পড়ে এক যুবক। ছাত্রীটি বলে, ‘আমাকে কোথায় নিয়ে যাচ্ছে জানতে চাইলে টোটোচালক আমাকে ধমক দিয়ে বলে, চুপ করে বসে থাক। আমি চিৎকার করতে গেলে টোটোর ছেলেটি আমার মুখ চেপে ধরে চুপ করে বসে থাকতে বলে।’ এর পর কালনা স্টেশনের কাছাকাছি একটি জায়গায় টোটো থামালে আরও তিন যুবক টোটোয় ওঠে।

Bardhaman News : টাকার অভাবে অ্যাম্বুল্যান্স জোগাড় করতে না পেরে ট্রেনেই রোগীকে নিয়ে যাত্রা, তারপর…
ছাত্রীটি বলে, ‘আমার পাশে বসে দু’জন। উল্টো দিকের সিটে দু’জন। এই অবস্থায় কিছুক্ষণ বসে থাকার পর টোটো থেকে লাফ মারি আমি। দৌড়ে কিছুটা দূরে চলে আসি। দেখি, একটা টোটো আসছে। ওই টোটোতে চড়ে বাড়ি ফিরি।’ ছাত্রীটি জানিয়েছে, টোটো থেকে লাফ মারার পরে ওই যুবকরা আর পিছু নেয়নি।

Tapas Saha : দু’মাসে ২ কোটির লেনদেন প্রবীরের ব্যাঙ্কে! নজরে তাপস
ছাত্রীর বাবা বলেন, ‘মেয়ের বাড়ি ফিরতে দেরি দেখে চিন্তায় পড়ে গিয়েছিলাম। তখনই দেখি, মেয়ে কাঁদতে কাঁদতে বাড়ি ঢুকছে। সব শুনে চমকে যাই। প্রতিবেশীদের ঘটনার কথা জানাই।’ ওই ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার বলেন, ‘ওদের পুলিশের কাছে যেতে বলি। পুলিশ খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নিক।’ ওই ছাত্রীর এক প্রতিবেশী জানিয়েছেন, এমন ঘটনা শুনে তাঁরা আতঙ্কিত বোধ করছেন।

Sealdah Canning Train : মোবাইল ছিনতাইকারীকে ধাওয়া, চলন্ত ট্রেন থেকে ঝাঁপ নার্সের! ক্যানিং লোকালে হুলস্থুল
ওই প্রতিবেশী বলেন, ‘এর পরে আমার নাতনিকে স্কুলে পাঠাতেই ভয় করছে।’ আতঙ্কিত ছাত্রীর বাবা বলেন, ‘পুলিশ খতিয়ে দেখে ব্যবস্থা নিক। আজ আমার মেয়ের ক্ষেত্রে এমন ঘটেছে, কাল অন্য কারও হতে পারে। টোটো থেকে লাফ দেওয়ার সময় মেয়ের আঘাতও লেগেছে। মেয়ে এতটাই আতঙ্কিত যে, এখন স্কুলে যেতে চাইছে না।’ বৃহস্পতিবার স্কুলে যায়নি আতঙ্কিত ওই ছাত্রী।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *