BJP Bandh : ভাঙচুর, জোর করে দোকান বন্ধের চেষ্টা! বনধ সফলে পথে BJP, তৎপর প্রশাসন – bjp workers on the streets since morning to make the bandh successful


উত্তরবঙ্গ জুড়ে ১২ ঘণ্টার বনধ সফল করতে সকাল থেকেই রাস্তায় নেমে পড়েছেন বিজেপি কর্মী, সমর্থকরা। বালুরঘাট, রায়গঞ্জ থেকে শুরু করে মালদা সর্বত্রই বিজেপি কর্মীরা বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তার মোড়গুলিতে পিকেটিং শুরু করে দিয়েছে। তবে রাজ্য সরকারের তরফ থেকেও সমস্ত কিছু সচল রাখতেও সর্বতভাবে চেষ্টা করা হচ্ছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বত্র মোতায়েন রয়েছে পুলিশ বাহিনী।

Uttar Dinajpur : ফের উত্তপ্ত কালিয়াগঞ্জ, দোকানপাট ভাঙচুর! পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের লাঠিচার্জ
বিজেপির ডাকা বনধকে কেন্দ্র করে শুক্রবার সকালে উত্তেজনা ছড়ায় কোচবিহারে। ঘুঘুমারিতে বিজেপির অবরোধ তুলতে গেলে উত্তেজনা ছড়ায়। বিজেপি কর্মীদের দিকে বাঁশ নিয়ে তাড়া করতে দেখা যায় তৃণমূল কর্মীদের। কয়েকজনকে মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। অন্যদিকে, এদিন সকালে কোচবিহার থেকে আলিপুরদুয়ারগামী বারোবিশা রুটের একটি সরকারি বাসে ঢিল ছুঁড়ে কাচ ভেঙে ফেলার অভিযোগ ওঠে বিজেপি কর্মীদের বিরুদ্ধে।

Kaliyaganj News : কালিয়াগঞ্জ ধর্ষণ-খুনের প্রতিবাদে আদিবাসী আন্দোলনে তুমুল অশান্তি, থানায় আগুন
কালিয়াগঞ্জে বিজেপি কর্মীকে গুলি করে খুন করার প্রতিবাদে উত্তরবঙ্গে ১২ ঘণ্টার বনধের ডাক দিয়েছে বিজেপি। সেই বনধকে সফল করতে শুক্রবার সকাল থেকেই দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহর সহ বিভিন্ন এলাকায় পিকেটিং বনধ সমর্থনকারীদের। বিজেপির ডাকা ১২ ঘণ্টা বনধে বালুরঘাট সহ জেলায় কোনও বেসরকারি যানবাহন ও বাস চলাচল করছে না।

Sukanta Majumdar : কালিয়াগঞ্জে BJP কর্মী মৃত্যুর ঘটনায় সরব সুকান্ত, বৃহত্তর আন্দোলনের ডাক
তবে রাস্তায় রয়েছে সরকারি বাস। এদিন সকাল থেকে বনধ সফল করতে বালুরঘাট স্টেট বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় বিজেপির পক্ষ থেকে করা হয় পিকেটিং করা হচ্ছে। পিকেটিংয়ে উপস্থিত ছিলেন তপনের বিজেপি বিধায়ক বুধরাই টুডু, বিজেপির জেলা সাধারণ সম্পাদক বাপি সরকার, প্রাক্তন জেলা সভাপতি শুভেন্দু সরকার সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা।

Balurghat News : দণ্ডি বিতর্কের আবহে সরকারি সুযোগ-সুবিধা ঠিকঠাক পাচ্ছেন তো? খোঁজ নিতে সারপ্রাইজ ভিজিটে জেলাশাসক
এদিকে বনধকে ঘিরে কোন রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য বালুরঘাট স্টেট বাস স্ট্যান্ড সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বিশাল পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়াও মোবাইল ভ্যান করে শহর জুড়ে পুলিশ সারাক্ষণ নজরদারি চালাচ্ছে।

Kaliyaganj News : যুবকের মৃত্যুতে ফের উত্তপ্ত কালিয়াগঞ্জ, পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ BJP-র
সকাল থেকেই সরকারি বাসস্ট্যান্ডের সামনে বিজেপির পিকেটিং থাকলেও এখনও পর্যন্ত কোন বাসস্ট্যান্ড থেকে ছাড়েনি। এদিকে বনধের দিন সকাল থেকেই বালুরঘাট শহরের আংশিক দোকানপাট খোলা রয়েছে বালুঘাটের বিভিন্ন বাজারে। সকাল থেকেই বেশ কিছু দোকানপাট খোলা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি কোন দিকে গড়ায় তা এখন দেখার।

Kaliyaganj Case : কালিয়াগঞ্জকাণ্ডে কড়া NCSC, উত্তর দিনাজপুরের DM-SP সহ আইজি উত্তরবঙ্গকে দিল্লিতে তলব
অন্যদিকে, মালদা জেলার বিজেপির কর্মী, সমর্থকরা শহরের রথবাড়ি মোড়, মঙ্গলবাড়ী মোড়, সাহাপুর, ডিস্কো মোড় সহ আরও একাধিক জায়গায় ইতিমধ্যেই পথ অবরোধ করেছে। জাতীয় সড়কে বসে পথ অবরোধ করছেন কর্মীরা।

Uttar Dinajpur : কালিয়াগঞ্জে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে ধর্ষণ করে খুনের অভিযোগ! গ্রেফতার ছেলে-বাবা
সকাল থেকেই বেসরকারি বাস রাস্তায় চলতে দেখা যায়নি। মালদা জেলার প্রায় দেড়শোটি বেসরকারি বাস আজ চলাচল করেনি। গৌরকন্যা বাসস্ট্যান্ডে বেসরকারি বাস দাঁড়িয়ে রয়েছে। বাসস্ট্যান্ড জনশূন্য। একই চিত্র উত্তরবঙ্গ রাষ্ট্র পরিবহনের বাসস্ট্যান্ডে, নেই কোন যাত্রী।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *