জেলা প্রশাসনের উদ্যোগেই এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। যেখানে রক্তদান করেন খোদ জেলা শাসক বিজিন কৃষ্ণা। এছাড়াও অন্যান্য আধিকারিকরাও রক্তদান করেন। এদিন জেলা প্রশাসনের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলার চিঙ্গিশপুর ও গঙ্গারামপুরেও স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়।
এই বিষয়ে জেলা শাসক বিজিন কৃষ্ণা বলেন, “জেলায় রক্তের চাহিদা অনুযায়ী মাঝেমধ্যেই যোগান কমে আসে। তাই রক্তদান শিবিরে কতজন রক্ত দিচ্ছেন ও কতগুলি শিবির আয়োজিত হচ্ছে। তাই সেই বিষয়টি এবার আমরা খতিয়ে দেখছি।”
রক্তদাতার সংখ্যা বৃদ্ধির কথা ভাবা হচ্ছে। তার জন্য বিভিন্ন রক্তদান সংস্থার সঙ্গে কথা হয়েছে। লক্ষ্যমাত্রা রয়েছে বছরে অন্তত দু’বার জেলা প্রশাসনিক ভবনে স্বেচ্ছায় রক্তদান শিবির হবে। জেলা শাসক বলেন, “আমি আগেও রক্ত দিয়েছি। আর পাঁচটা মানুষের মতো এদিন রক্ত দিলাম।”
জেলা প্রশাসন সূত্রে খবর, গোটা জেলায় অনেক থ্যালাসেমিয়া রোগী আছেন। যাঁদের নিয়মিত রক্তের প্রয়োজন। মানুষ রক্তদানে এগিয়ে এলে তাঁদের উপকার হয়। জেলা প্রশাসনের তরফে রক্তদানের ক্যালেন্ডার তৈরি করা হয়েছে। বিভিন্ন সরকারি দফতরে রক্তদান শিবির করে রক্তের চাহিদা মেটানোর চেষ্টা করা হবে বলে জানানো হয়।
প্রসঙ্গত, রক্ত সংকট দূর করতে চলতি মাসের শুরুতেই উদ্যোগ নেয় বালুরঘাট জেলা হাসপাতাল। গরমকালে রক্তের সংকট দূর করতে হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা এগিয়ে আসেন। বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। কাজের ফাঁকে চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মী, অ্যাম্বুল্যান্স চালকরা স্বেচ্ছায় রক্তদান করেন।
জেলা প্রশাসনের তরফে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা, ক্লাবগুলিকে রক্তদান শিবির আয়োজন করার জন্য অনুরোধ জানানো হচ্ছে। পাশাপাশি, রক্তদান সম্পর্কে মানুষকে সচেতন করতে প্রচার শুরু করা হয়েছে প্রশাসনের তরফে। সরকারি উদ্যোগের পাশাপাশি এই সব সংস্থাও যাতে রক্ত সংকট দূর করতে হাতে হাত মেলায় তার জন্য আহ্বান জানানো হচ্ছে সকলকেই।