Bus Fare : বাড়ছে না বাস ভাড়া! জানালেন পরিবহনমন্ত্রী, মানতে নারাজ বাস মালিক সংগঠনগুলি – no fare hike of private bus in west bengal says transport minister


West Bengal News : বাস ভাড়া বাড়ছে না। জানিয়ে দিল রাজ্য। এছাড়াও সব বাসে ভাড়ার তালিকা টাঙাতে হবে বলে নির্দেশিকা জারি করেছে রাজ্য। শুক্রবার সব কটি বেসরকারি গণ পরিবহন সংগঠনের জয়েন্ট ফোরামের সঙ্গে রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বৈঠক করেন।

এই বৈঠকের পর পরিবহণ মন্ত্রীর কড়া হুঁশিয়ারি ২০১৮ সালের ভাড়াই নিতে হবে বাস মালিকদের। যদিও পাল্টা হুঁশিয়ারি দিয়েছে বেসরকারি বাস সংগঠন। রাজ্যকে তিন সপ্তাহ সময় দিয়েছে বাস মালিকরা।

Kolkata Bus : নির্দিষ্ট বাসরুটের কর্মীদের বয়কট, নির্দেশ হোটেলকে!
বাস মালিকদের দাবি, সাধারণ বাসে ৫০.৭৪ শতাংশ এবং মিনিবাসে ৪৪ শতাংশ ভাড়া না বাড়ানো হলে রাস্তা থেকে বাস তুলে নেওয়া হবে। ২০১৮ সালের যে ভাড়া দিয়ে আপাতত বাস চালানোর কথা বলা হয়েছে, তাতে সাধারণ বাসে ন্যূনতম ভাড়া ৭ টাকা এবং মিনিবাসে ন্যুনতম ৮ টাকা হারেই ভাড়া নিয়ে বাস চালাতে হবে।

এদিন অ্যাপ ক্যাব নিয়েও কথা বলেন পরিবহণ মন্ত্রী। হলুদ ট্যাক্সিকে অ্যাপ ক্যাব করে তোলার সিদ্ধান্ত নেওয়ার কথা বলা হয়েছে রাজ্যের তরফে। বর্তমানে বাসে উঠলেই ১০ টাকা করে নেওয়া হচ্ছে যাত্রীদের থেকে৷

Garia Ruby Metro Inaguration : গড়িয়া-রুবি রুটের উদ্বোধনের সম্ভাব্য সময় প্রকাশ্যে, উদ্বোধনে কলকাতায় মোদী?
এর পরের ধাপগুলিতেও ইচ্ছেমতো ভাড়া নেওয়া হচ্ছে বলে অভিযোগ৷ রাজ্যের পরিবহণমন্ত্রী অবশ্য স্পষ্ট জানিয়ে দিয়েছেন, “২০১৮ সালের তালিকা অনুযায়ী বেসরকারি বাসে ৭ টাকা এবং মিনি বাসে ন্যূনতম ৮ টাকা করে ভাড়া নিতে হবে৷”

এর ফলে ফের রাজ্য সরকার এবং বাস মালিকদের মধ্যে টানাপোড়েন শুরু হল বলে মনে করছে ওয়াকিবহাল মহল। এদিন পরিবহনমন্ত্রী বলেন, “সাধারণ মানুষ যাতে দেখতে পান কোন রুটে বাস ভাড়া কত, তার জন্য বাসে তালিকা ঝোলাতে হবে। আদালতের যা নির্দেশ সেই মতো ২০১৮ সালের ভাড়ার তালিকা মেনেই আমরা নোটিফিকেশন করেছি।”

কিন্তু জ্বালানির দাম বেড়েছে বলে সাফাই দিয়েছেন বাস মালিকরা। তাই ভাড়া না বাড়লে বাস তুলে নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। যদিও নির্দেশ না মানলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পরিবহণ মন্ত্রী।

Kurmi Protest: নবান্নে ডেকে দুর্ব্যবহারের অভিযোগ, কুড়মিদের ডাকা ১২ ঘণ্টার বনধে ব্যাপক প্রভাব জেলায় জেলায়
এই পরিস্থিতিতে নিজস্ব অ্যাপ ক্যাব পরিষেবা চালু করার কথা ভাবছে রাজ্য সরকার। ওলা, উবের থেকে শুরু করে হলুদ ট্যাক্সি সবগুলিকেই এক ছাতার তলায় আনার কথা ভাবছে রাজ্য সরকার, এদিন পরিবহণ মন্ত্রীর কথাতে এমনটাই আভাস পাওয়া গিয়েছে। যদিও এই পরিস্থিতিতে কাল থেকে রাস্তাঘাটে বাসের অবস্থা কি হবে, সেই ভেবেই চিন্তায় পড়েছেন সাধারণ মানুষ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *