বৃহস্পতিবার রাতে মুম্বইয়ে হইহই করে অনুষ্ঠিত হয়ে গেল ৬৮তম হিউন্ডাই ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস (Filmfare Awards 2023)। পুরস্কার ছিনিয়ে নিলেন কারা তার সম্পূর্ণ তালিকায় চোখ বোলালে তিনটি ছবির নাম উঠে এসেছে একাধিকবার। গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি (Gangubai Kathiawadi), বধাই দো এবং ব্রহ্মাস্ত্র পার্ট ১ (Bramhastra Part-1)। এই তিনটি ছবিরই ব্যাকবোন বঙ্গসন্তান। আর তাঁদেরই হাত ধরে এই এত্তগুলো করে ফিল্মফেয়ার পুরস্কার উঠে এসেছে গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি, বধাই দো এবং ব্রহ্মাস্ত্রের হাতে। বিস্তারিত জানতে দেখুন ভিডিয়ো।