Kazi Nazrul University : ৪৭ দিন পরে ফের বিশ্ববিদ্যালয়ে, পুলিশের সাহায্যে ক্যাম্পাসে ঢুকলেন উপাচার্য – kazi nazrul university vc entered in campus after 47 days with police help


West Bengal News : অবশেষে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সাধন চক্রবর্তী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঢুকতে পারলেন। গত ৪৭ দিন ধরে উপাচার্যের পদত্যাগের দাবিতে আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে যে আন্দোলন চলছে, তাতে বারবার বাধা পেয়ে ফিরতে হয়েছে উপাচার্য সাধন চক্রবর্তীকে। শুক্রবার পুলিশের সাহায্য নিয়ে উপাচার্য ক্যাম্পাসে ঢোকেন ও নিজের কার্যালয়ে যান। বিশ্ববিদ্যালয়ের একাংশ অধ্যাপক, অধ্যাপিকা, শিক্ষা কর্মী ও পড়ুয়ারা ৪৭ দিন ধরে আন্দোলন চালাচ্ছেন।

Bankura News : স্বনির্ভর গোষ্ঠীর বিক্ষোভ চলাকালীন BDO-কে হেনস্থা! ওড়না ধরে টানার অভিযোগ
তাদের দাবি, স্বৈরাচারী উপাচার্যের পদত্যাগ চাই। এর আগে দু’বার উপাচার্য সাধন চক্রবর্তী কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন। কিন্তু আন্দোলনের মুখে ফিরতে হয়েছিল তাঁকে। এরপর হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। সম্প্রতি হাইকোর্ট নির্দেশ দেয় বিশ্ববিদ্যালয়ের ৫০ মিটারের মধ্যে কোনও আন্দোলন করা যাবে না।

এরপর শুক্রবার দুপুরে উপাচার্য বিশ্ববিদ্যালয়ে আসেন। হাইকোর্টের নির্দেশে তিনি পুলিশ পাহারায় হেঁটে প্রশাসনিক ভবনে ঢুকে ভাইস চ্যান্সেলার সেক্রেটারিয়েট বা নিজের দফতরে আসছিলেন। তখন প্রশাসনিক ভবনের লবিতে বসে থাকা পড়ুয়া সহ আন্দোলনকারীরা ‘উই শ্যাল ওভারকাম’ ও ‘গো ব্যাক’ স্লোগান দিতে শুরু করেন। তাতে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

Birbhum News : পাচ্ছেন না জমির ন্যায্য দাম, তীর ধনুক নিয়ে আদিবাসীদের বিক্ষোভ বোলপুরে
প্রায় আধ ঘন্টা পরে বেলা আড়াই নাগাদ আন্দোলনকারী উপাচার্যের দফতরে ঢুকে তাঁর সঙ্গে কথা বলতে চান। কিন্তু রাজি হননি উপাচার্য। প্রায় আড়াই ঘন্টা নিজের দফতরে থাকার পর পুলিশি প্রহরাতেই বিশ্ববিদ্যালয় চত্বর ছাড়েন উপাচার্য। তিনি যাওয়ার সময় স্লোগান ওঠে, ‘চোর, চোর’!

যদিও উপাচার্য সাধন চক্রবর্তী বলেন, “আমি আশাবাদী। এটা অচলাবস্থা বলব না। আমি ছাত্রছাত্রী ও শিক্ষকদের সঙ্গে আলোচনা করে যে ক্ষতি হয়েছে তা পূরণ করার চেষ্টা করব।”

উপাচার্যের ইস্তফার দাবিতে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের প্রায় ৪৭ দিন ধরে আন্দোলন করছেন অধ্যাপক, শিক্ষক, শিক্ষাকর্মী এবং পড়ুয়াদের একাংশ। তাঁদের দাবি, উপাচার্য দুর্নীতিগ্রস্ত। তাঁকে পদত্যাগ করতে হবে। যদিও বিশ্ববিদ্যালয় চত্বরে পঠনপাঠন বিঘ্নিত করে এই আন্দোলন করা যাবে না বলে বুধবার জানিয়েছিল হাই কোর্ট।

Kazi Nazrul University : বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিদেশি ছাত্রীর সঙ্গে সহবাস!অভিযুক্ত অধ্যাপক
পাশাপাশি, উপাচার্যকে বিশ্ববিদ্যালয়ে ঢুকতে দিতে হবে বলেও নির্দেশ দেয়। এর আগে আন্দোলনকারীদের বাধা পেয়ে বিশ্ববিদ্যালয় থেকে একাধিকবার ফিরে গিয়েছেন উপাচার্য। কিন্তু আজ শুক্রবার সকাল থেকেই প্রচুর পুলিশ ছিল বিশ্ববিদ্যালয় চত্বরে। সেই কারণে আন্দোলনকারীরা ঘিরে ধরলেও ব্যারিকেড তৈরি করে উপাচার্যকে ভিতরে ঢুকিয়ে দেয় পুলিশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *